1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসনপ্রত্যাশীদের গাড়ি উলটে সাতজন নিহত

১৩ অক্টোবর ২০২৩

অস্ট্রিয়া থেকে একটি গাড়ি শুক্রবার জার্মানিতে ঢুকেছিল৷ পুলিশ দেখে গাড়ির চালক গতি বাড়ালে এক পর্যায়ে সেটি উলটে যায়৷

Unfall Bayern Schleuserfahrzeug
গাড়িটিতে মোট ২০জন যাত্রী ছিলেন৷ ছবি: Sven Hoppe/dpa/picture alliance

এতে সাতজন নিহত হয়েছেন৷ গাড়িতে ২০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিলেন৷

জার্মানি-অস্ট্রিয়া সীমান্ত পার হয়ে মিউনিখের দিকে ৫০ কিলোমিটার যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে৷ এতে নারী ও শিশুসহ কয়েকজন আহত হন৷ ‘‘আহতদের মধ্যে চালক ও সন্দেহভাজন মানবপাচারকারী আছেন,'' বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র স্টেফান জনটাগ৷ অভিবাসপ্রত্যাশীরা কোথা থেকে আসছিলেন এবং তারা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে পুলিশের কাছে তথ্য নেই বলে জানান তিনি৷ গাড়ির নম্বরপ্লেট অস্ট্রিয়ার ছিল৷

এ বছর জার্মানিতে আশ্রয়ের আবেদন ৭৪ শতাংশ বেড়েছে৷ সে কারণে জার্মানিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমাতে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী গতমাসে জানা ‘পাচার রুটগুলোতে' পুলিশি টহল বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন৷ সে কারণে পুলিশ এই গাড়িটি পরীক্ষা করতে চেয়েছিল৷ সেটি বুঝতে পেরে চালক পুলিশকে এড়ানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে৷

তদন্ত শুরু হয়েছে৷

জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ