1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসীদের জার্মান শেখা কতটা জরুরি?

২০ অক্টোবর ২০২৪

জার্মানিতে অভিবাসীদের জন্য জার্মান ভাষা শেখা সবক্ষেত্রে বাধ্যতামূলক না হলেও বেশ কিছু ক্ষেত্রে এটি প্রয়োজনীয়৷

Symbolbild | Deutschland Einwanderung
ছবি: John Macdougall/AFP/Getty Images

শ্রীলঙ্কার বাস চালক দুলাজ মাধুশান জানান, তার কাছে বাস চালানোর নিজ দেশের, অর্থাৎ শ্রীলঙ্কার লাইসেন্স রয়েছে৷ তা সত্ত্বেও ভাষাগত অদক্ষতার কারণে তিনি বার্লিনে যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারছেন না৷

মাধুশান জানান, তিনি ভেবেছিলেন জার্মানিতে কাজ পাওয়া সহজ হবে, কিন্তু বাস্তবে তা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ পেশাগত প্রশিক্ষণের সাথেও মিডিয়াম লেভেলের জার্মান ভাষা শেখা প্রয়োজন৷ কিন্তু তিনি কোথায় ভাষা শিখতে পারবেন বা কীভাবে তার শ্রীলঙ্কান ড্রাইভিং লাইসেন্স জার্মানিতে বৈধতা পাবে, এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাননি৷ এ ব্যাপারে জানতে তিনি যখন বেফাওগে (বার্লিনের পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর) অফিসে গেলেন, সেখানে ইংরেজিতে সঠিক তথ্য পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়৷

তার আগে অ্যামাজন ওয়্যারহাউসে কাজ করার সময় মাধুশান দেখেছেন, সেখানে বেশিরভাগ কর্মীই ভারত, আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা এবং তারা ইংরেজিতে কথা বলেন৷ এ ধরনের কাজের ক্ষেত্রে জার্মান শেখার প্রয়োজন সেভাবে না থাকলেও গণপরিবহন চালানোর ক্ষেত্রে, জার্মান ভাষা শেখা ছাড়া উপায় নেই৷

এই প্রসঙ্গে ভাষাবিদ ব্রিটা স্নাইডার বলেন, ‘‘জার্মানির অনেক কর্মস্থলে জার্মান ভাষা না জানলেও চাকুরি করা সম্ভব, যদি সেটা বহুভাষিক কর্মস্থল হয়৷ তবে সরকারিভাবে ভাষা শিক্ষার যে কোর্সগুলো করানো হয়, সেগুলো এতটা দীর্ঘমেয়াদী যে বেশিরভাগ অভিবাসীর জন্য তা শেষ করা কঠিন হয়ে পড়ে৷ আবার অনেক সময় কাজের পাশাপাশি ভাষা শেখাও কষ্টসাধ্য৷’’

প্রকৌশলীদের জন্য ‘উন্মুক্ত’ জার্মানি

01:33

This browser does not support the video element.

আন্তর্জাতিক অভিবাসী নেটওয়ার্ক ‘ইন্টার নেশন'-এর এক জরিপে দেখা গেছে, বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যগুলোর মধ্যে জার্মানি ৫৩টি দেশের মধ্যে ৫০তম স্থানে রয়েছে৷

অন্যদিকে, ওইসিডি-র ২০২৩ সালের ‘ট্যালেন্ট অ্যাট্রাক্টিভনেস' তালিকায় ৩৮টি দেশের মধ্যে জার্মানি ১৫তম স্থানে থাকলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং ক্যানাডার মতো দেশগুলোর পেছনে রয়েছে৷

এছাড়া, রাজনৈতিক আলোচনায় অভিবাসীদের জন্য জার্মানিতে সমাজে অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়৷ তবে দেশটি ধীরে ধীরে বহুভাষিক হয়ে উঠছে৷ জার্মানিতে দক্ষ শ্রমিকের ঘাটতি থাকায় বহুভাষাভাষীদের সাথে যোগাযোগ করতে পারাও জরুরি বলে মনে করছেন কেউ কেউ৷

স্নাইডার বলেন, ‘‘সামাজিক বাস্তবতা বহুভাষিক, যেখানে সবসময় জার্মান ভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা নেই৷''

তবে, মাইনৎস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বার্ন্ড মেয়ার বলেন, অন্তত হাসপাতালে জার্মান ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ, কেয়ারগিভারদের একে অপরের সাথে, রোগীদের সাথে এবং চিকিৎসকদের সাথে যোগাযোগ করতে হয়৷ এছাড়া, জার্মানির কর্মসংস্থান সংস্থাগুলো বর্তমানে তুর্কি এবং রুশ ভাষাভাষীদের নিয়োগ দিতে শুরু করেছে, যা বহুভাষিক সমাজ গড়ার দিকে একটি অগ্রগতি হিসেবে ধরা যায়৷

বেন নাইট/টিআই

জার্মান ভাষা শেখার চালাকি

04:08

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ