কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ড (জার্মান ভাষায় মিগ্রেৎসিয়নসহিন্টারগ্রুন্ড), অর্থাৎ বাবা-মায়ের মধ্যে যে-কোনো একজন, কিংবা দু'জনের কেউই জার্মান নাগরিক নন, এমন মানুষ দুই দশমিক এক ভাগ বেড়েছে৷ বাড়ার হার অবশ্য খুব বেশি নয়, বরং ২০১১ সালের পর থেকে সর্বনিম্ন৷
জার্মানিতে জন্ম নিলেই কোনো শিশু নাগরিকত্ব পায় না৷
‘ইউরোপীয়দের’ প্রাধান্য
অভিবাসী ব্যাকগ্র্রাউন্ডের দুই কোটি ১২ লাখ মানুষের মধ্যে শতকরা ৬৫ ভাগ-এর বাবা বা মা, অথবা দু'জনই এসেছেন ইউরোপের কোনো দেশ থেকে৷ তার মধ্যে ৩৫ ভাগ, অর্থাৎ, প্রায় পঁচাত্তর লাখের পিতা বা মাতার জন্ম ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশে৷ এশিয়ার দেশ থেকে আসা মানুষের সংখ্যা এখন ৪৬ লাখ৷ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানুষ (৩২ লাখ) এসেছে মধ্যপ্রাচ্য থেকে৷ এছাড়া আফ্রিকার প্রায় ১০ লাখ এবং ৫০ হাজারের চেয়ে একটু বেশি মানুষ এসেছে নর্থ, সেন্ট্রাল এবং সাউথ অ্যামেরিকা ও অস্ট্রেলিয়া থেকে৷
তবে মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ডের মানুষদের মধ্যে এককভাবে তুরস্কের মানুষ সবচেয়ে বেশি৷ দুই কোটি ১২ লাখের শতকরা ১৩ ভাগই তুর্কি ব্যাকগ্রাউন্ডের৷
এসিবি/ কেএম (এপি, এএফপি)
উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেকেই আসেন জার্মানিতে৷ কিন্তু জানেন কি, প্রতি বছর প্রায় আড়াই লাখ মানুষ জার্মান অন্যদেশে পাড়ি জমায়৷ ছবিঘরে দেখুন অভিবাসী হতে জার্মানদের পছন্দের দেশ কোনগুলো৷
ছবি: Getty Images/C. Koallঅর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওএসিডি) ভুক্ত দেশ সমূহের মধ্যে সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি জার্মানদের বাস৷ জার্মানির তুলনায় শতকরা ৫০ ভাগ বেশি আয়ের সুযোগ, ট্যাক্স প্রাদানের হার কম ও ভাষাগত মিল থাকায় এ দেশটিই জার্মানদের কাছে সবচেয়ে প্রিয়৷ দেশটিতে মোট সাড়ে চার লাখ জার্মান নাগরিকের বাস যা জার্মান মোট অভিবাসীর ১৬ দশমিক তিন ভাগ৷
ছবি: imago/BE&Wজার্মান অভিবাসীদের শতকরা ১৩ দশমিক পাঁচ ভাগ রয়েছে অস্ট্রিয়াতে৷ সুইজারল্যান্ডের মতো এ দেশটির প্রধান ভাষাও জার্মান৷ কাজের পাওয়ার ক্ষেত্রেও ততোটা সীমাবদ্ধতা নেই৷ ওএসিডির তথ্য অনুযায়ী অস্ট্রিয়াতে আছে প্রায় দুই লাখ জার্মান নাগরিক৷
ছবি: picture-alliance/dpa/F. Diemerতালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য৷ তথ্য বলছে, এ দেশটিতে প্রায় দেড় লাখ জার্মান নাগরিক রয়েছে, যা মোট জার্মান অভিবাসীর দশ ভাগ৷ বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য সেবাসহ নানা খাতে কর্মরত আছেন তাঁরা৷
ছবি: picture-alliance/AP-Photo/A. Pezzaliজার্মানদের জন্য ডাচ ভাষা শেখা অনেকটা সহজ বিশেষ করে যারা ইংরেজি জানেন তাঁদের জন্য৷ ওএসিডি বলছে, জার্মান অভিবাসীদের মোট আট দশমিক সাত ভাগ রয়েছে নেদারল্যান্ডসে৷দেশটির আয়েশি জীবনযাপন জার্মানদের বেশ পছন্দ বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/dpa/TASS/A. Ryuminজার্মান অভিবাসীদের সাত দশমিক পাঁচ ভাগের বাস স্পেনে৷ দেশটি জার্মানদের অনেক পছন্দ৷ ছুটি কাটাতে তাঁদের অনেকেই ছুটে যান বার্সেলোনা বা মাদ্রিদে৷ তবে স্পেনের শ্রমবাজার জার্মানির মতো অতোটা শক্তিশালী না হওয়ার কারণে জার্মানদের অনেকেই আবার দেশটিকে বসবাসের জন্য ততোটা পছন্দ করেন না৷
ছবি: picture-alliance/imageBROKER/J. Tackইউরোপীয়ার ইউনিয়নভুক্ত না হলেও ইউরোপের সীমানঘেষা এ দেশটি অনেক জার্মানের কাছেই বেশ পছন্দের৷ তথ্য বলছে, জার্মান অভিবাসীদের চার দশমিক সাত ভাগ রয়েছে এ দেশটিতে৷
বলা হয়ে থাকে ইউরোপে জার্মানির সবচেয়ে কাছের বন্ধু নাকি ফ্রান্স৷জার্মান অভিবাসীদের মোট চার দশমিক তিন ভাগ রয়েছে প্রতিবেশি এ রাষ্ট্রটিতে৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzyckiএশিয়ার এ দেশটি অনেক জার্মানের কাছে বেশ পছন্দের৷ তথ্য বলছে, মোট অভিবাসীর চার দশমিক তিন ভাগ রয়েছে সুর্যোদয়ের এ দেশটিতে৷
ছবি: Getty Images/AFP/C. Triballeauএশিয়া কিংবা আফ্রিকান অভাবিসীদের অনেকের কাছেই প্রধম পছন্দ যুক্তরাষ্ট্র৷ কিন্তু জার্মানদের বেলায় তা নয়৷ তথ্য বলছে জার্মান অভিবাসীদের তিন দশমিক নয় ভাগের বাস যুক্তরাষ্ট্রে৷
ছবি: picture-alliance/AP Photo/R. Drewতালিকায় সবার নিচে রয়েছে এ দেশটি৷মোট জার্মান অভিবাসীর তিন দশমিক সাত ভাগ রয়েছে নিউজিল্যান্ডে৷
ছবি: Getty Images/M. Bradley