1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভ্যুত্থান পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান

২৩ ফেব্রুয়ারি ২০২৩

অভিযুক্তরা প্রতিক্রিয়াশীল ‘রাইশব্যুর্গার' আন্দোলনের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে৷ পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে৷

Symbolbild | Prepper
ছবি: Christoph Hardt/Geisler-Fotopres/picture alliance

জার্মান পুলিশ ছয়টি অ্যাপার্টমেন্ট ও লাগোয়া তিনটি বাড়িতে অভিযান চালিয়েছে৷ সেখানে অভিযুক্তরা বিরাট এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সরকার পতনের ষড়যন্ত্র করছিলেন৷ অভিযানে ৭০ জন পুলিশ সদস্য অংশ নেন৷

জার্মানির অতিডানপন্থি রাইশব্যুর্গার আন্দোলনের সঙ্গে এদের সংযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে৷ রাইশব্যুর্গারের সদস্যরা বর্তমান জার্মান সরকারের কর্তৃত্ব মানতে নারাজ৷ তারা ১৮৭১ সালে প্রতিষ্ঠিত জার্মান সাম্রাজ্যের পুনর্বহাল চান৷ এর আগে গত ডিসেম্বরে অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ষড়যন্ত্র করা এই আন্দোলনের সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চালায় পুলিশ৷ ছয় জনের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ গঠন করা হয়৷ সেই অভিযোগের তদন্তের অংশ হিসেবেই আবারো এই অভিযান চালানো হলো৷

ধারণা করা হচ্ছে, প্রায় এক লাখেরও বেশি মানুষ এই অভ্যুত্থানের প্রস্তুতির সঙ্গে যুক্ত৷ তাদের অনেকেই অতিডানপন্থি দলগুলোর অংশ৷ মিউনিখের সরকারি তদন্তকারী দপ্তর এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বাদীরা জার্মানিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউটের পরিকল্পনা এবং রাজনৈতিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করেন৷ তারা একটি সন্ত্রাসী সংগঠন তৈরির পরিকল্পনাও করেন বলে অভিযোগ গঠন করা হয়েছে৷

জেডএ/এসিবি (ডিপিএ/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ