1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যজার্মানি

জার্মানিতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে আইএমএফ

১১ অক্টোবর ২০২৩

এবার জার্মানির অর্থনীতি ধারণার চেয়ে বেশি সংকুচিত হতে পারে- এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। গত কয়েকদিন ধরে এ বিষয়ে স্থানীয় পত্র-পত্রিকাগুলো সরকারি সূত্রের বরাতে এমন আশঙ্কার কথা লিখে আসছিল।

আইএমএফ-এর লোগো
জার্মানিতে মন্দার পূর্বাভাস দিয়েছে আইএমএফছবি: Michael Brochstein/ZUMA Wire/IMAGO

জার্মানির অর্থনীতিতে আগের বছরের চেয়ে এ বছর নেতিবাচক প্রবৃদ্ধির কথা আগেই ধারণা করা হয়েছিল। কিন্তু প্রাক্কলিত হিসেবের চেয়েও যে পরিস্থিতি খারাপ হতে পারে সে বিষয়ে ধারণা পাওয়া গেছে সম্প্রতি।

আইএমএফ এর আগে জুলাই মাসে জার্মানির অর্থনীতি ০.৩% ঋণাত্মক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। এখন তারা বলছে, এ বছর নেতিবাচক প্রবৃদ্ধি ০.৫% হতে পারে। মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে ভাটা পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে আইএমএফ।

সরকারি পূর্বাভাসের মত আইএমএফও মনে করছে, আগামী বছর আবার প্রবৃদ্ধির দেখা পাবে দেশটি। তবে তারা জার্মান সরকারের ১.৩% প্রাক্কলনের জায়গায় সেটি ০.৯% হবে বলে ধারণা করছে।

আরেক জি-৭ অর্থনীতি ইটালির অবস্থাও অনেকটা একই। আইএমএফ-এর হিসেবে, দেশটিতে ২০২৩ সালে ০.৭% নেতিবাচক প্রবৃদ্ধি হবে। তাদের আগের পূর্বাভাসে তা ছিল ০.৭%।

একইমুদ্রার ২০ ইউরোপীয় দেশের অর্থনৈতিক ব্লক ইউরোজোনে সার্বিকভাবে এ বছর ০.৭ ভাগ প্রবৃদ্ধি হবে বলে ধারণা করছে আন্তর্জাতিক সংস্থাটি।

ইউরোজোনের দ্বিতীয় বড় অর্থনীতি ফ্রান্সের ক্ষেত্রে অবশ্য সুখবর দিয়েছে আইএমএফ। তারা বলছে, দেশটি এ বছর এক ভাগ প্রবৃদ্ধির দেখা পাবে।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির এই দশার জন্য আইএমএফ দায়ী করেছে দেশটির মূল্যস্ফীতি ও উৎপাদনশীল খাতে স্থবিরতাকে। এই খাত অতিমাত্রায় গ্যাসনির্ভর এবং রাশিয়ার কাছ থেকে গ্যাস না পাওয়ায় খাতটি ভুগছে। এছাড়া জার্মানির জনসংখ্যার একটা বড় অংশ বার্ধক্যে উপনীত হওয়ায় দক্ষ জনবলের অভাবে ভুগছে দেশটি।

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ