1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর কর্মকাণ্ড নিষিদ্ধ

১২ সেপ্টেম্বর ২০১৪

জার্মানিতে আইএস-এর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সকল প্রকারের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে৷ ওদিকে ইরাক সরকারের ‘আইএস' বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর ফ্রান্স এবং দশটি আরব দেশও তাদের অবস্থান স্পষ্ট করেছে৷

Bildergalerie Irak Regionalkonflikt irakische Soldaten 24.06.2014
ছবি: Reuters

গত জুনে ইসলামিক স্টেট (আইএস বা আইসিস) ইরাকের পূর্বাঞ্চলের বেশ বড় একটা অংশ দখল করে নেয়ার পর, সে দেশে আবার বিমান বাহিনী পাঠায় যুক্তরাষ্ট্র৷ গত আগস্ট থেকে আইএস-এর ওপর হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানসেনারা৷ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিমান হামলা আরো জোরদার করে আইএস-কে পরাস্ত করার প্রত্যয় ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এ যুদ্ধের জন্য প্রাচ্য আর পাশ্চাত্যের প্রতি ঐক্যের আহ্বানের কথাও ছিল তাঁর ভাষণে৷ ওবামার ভাষণের পরের দিনই (শুক্রবার) ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ গিয়েছেন বাগদাদে৷ ফ্রান্স অবশ্য আগেই জানিয়েছে, আইএস-এর বিরুদ্ধে প্রয়োজনে তারাও বিমান হামলা চালাবে৷ সোমবার ইরাকের পরিস্থিতি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে ফ্রান্সে৷

ওদিকে সৌদি আরবসহ দশটি আরব দেশ জানিয়েছে যে, নিজ নিজ দেশে তারাও আইএস-এর বিরুদ্ধে কঠোর হবে৷ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়৷ দশটি দেশের মধ্যে সৌদি আরব ছাড়াও রয়েছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান ও লেবানন৷ বিবৃতিতে বলা হয়, তাদের দেশ থেকে যাতে কেউ আইএস-এর সঙ্গে যুদ্ধে অংশ নিতে যেতে না পারে, আইএস-এর কাছে যাতে অর্থসাহায্য না যায়, আইএস বা অন্য কোনো জঙ্গি সংগঠনের হয়ে যাতে ঘৃণা এবং হত্যার রাজনীতির আদর্শ প্রচারিত না হয় তা নিশ্চিত করবে দেশগুলো৷

জার্মানিতেও এ সব নিষিদ্ধ করা হয়েছে৷ শুক্রবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দে মেজিয়ের বলেছেন, জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট' জার্মানির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও একটা হুমকি৷ তাই জার্মানিতে আইএস-এর সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে জার্মানি৷

দে মেজিয়ের-এর কথায়, ‘‘শুধুমাত্র আইএস-এর সদস্যপদ গ্রহণের ওপরেই নয়, ইসলামিক স্টেট নিয়ে কোনোরকম প্রচার-প্রচারণা, সোশ্যাল মিডিয়ায় এর সমর্থন অথবা আইএস-কে অর্থ সাহায্য দেয়া – সব কিছুই নিষিদ্ধ করা হলো৷''

এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক স্তরে ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে' একটি উল্লেখযোগ্য পদক্ষেপ, বলেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ