মার্কিন উদ্ধারকাজ বন্ধ। আফগানিস্তান থেকে অ্যামেরিকার পথে হাজার হাজার শরণার্থী আটকে জার্মানিতে।
বিজ্ঞাপন
তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে অ্যামেরিকা যাদের উদ্ধার করেছে, তাদের মূলত দুইটি বিমান ঘাঁটির মাধ্যমে অ্যামেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমটি কাতারে অবস্থিত মার্কিন এয়ারফোর্সের বেস এবং দুই জার্মানির মার্কিন বেস। বস্তুত, জার্মানিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় সেনা ঘাঁটি আছে অ্যামেরিকার। ফলে আফগানিস্তান থেকে উদ্ধার করা আফগান নাগরিকদের প্রথমে জার্মানির বিমান ঘাঁটিতে নামিয়ে ফের সেখান থেকে তাদের অ্যামেরিকার বিমানে চড়ানো হচ্ছিল। কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে আচমকাই বাইডেন প্রশাসন জার্মানিতে বিমান পাঠানো বন্ধ করে দেয়। তাদের বক্তব্য, যে আফগানদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তাদের অনেকের হাম হয়েছে। অসুখ না কমলে তাদের অ্যামেরিকায় ঢুকতে দেওয়া হবে না।
জার্মানির বিমান ঘাঁটিতে আফগান শিশুদের জীবন
তালেবানের হাত থেকে বাঁচতে আফগানিস্তান ছাড়তে পারলেও গন্তব্যে পৌঁছাতে পারেননি তারা৷ যুক্তরাষ্ট্রে যেতে চাইলেও তাই ৯০০০ আফগান এখন জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে৷ দেখুন সেখানে কিভাবে কাটছে শিশুদের জীবন...
ছবি: Matthias Schrader/AP/picture alliance
যে কারণে রামস্টাইন বিমান ঘাঁটিতে
গত ২০ বছর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করা নয় হাজার আফগান নিরাপদ জীবনের আশায় আফগানিস্তান ছাড়েন৷ তাদের সবারই যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা৷ কিন্তু যুক্তরাষ্ট্রে চার আফগানের দেহে হাম পাওয়া যাওয়ায় এই নয় হাজার জনকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে হামের টিকা দেয়ার আগে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হচ্ছে না৷ তাই জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে এভাবে তাঁবু খাটিয়ে রাখা হয়েছে তাদের৷
ছবি: Olivier Douliery/AFP/Getty Images
যেখানে করোনা নেই, কিন্তু হামের আতঙ্ক আছে
যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি রামস্টাইনে দৃশ্যত এখন করোনাকালীন স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই৷ যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার আগে সবার করোনা পরীক্ষাও করা হবে৷ ওপরের ছবিতে রামস্টাইন বিমান ঘাঁটিতে খেলছে দুই আফগান শিশু৷
ছবি: Kai Pfaffenbach/REUTERS
যুক্তরাষ্ট্রের নারী সেনার আদরে
অল্প জায়গায় বেশি মানুষকে থাকতে হলেও রামস্টাইনে যাতে আফগান শিশুরা ভালো থাকে সেদিকে নজর রাখছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী৷ ওপরের ছবিতে আফগান শিশুদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক নারী সদস্যের আনন্দঘন মুহূর্ত৷
ছবি: Matthias Schrader/AP/picture alliance
অস্ত্র ছেড়ে গিটার
আফগান শিশুদের আনন্দ দিতে যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্য হাতে তুলে নিয়েছেন গিটার৷ মুগ্ধ হয়ে তার গিটারের সুর শুনছে আফগান শিশুরা৷
ছবি: Matthias Schrader/AP/picture alliance
শরণার্থী শিবিরে ইউকুলেলের সুর
রামস্টাইনের অস্থায়ী শরণার্থী শিবিরে আফগান শিশুদের বাবা-মা এবং অন্য আত্মীয়দেরও মন ভালো রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী৷ওপরের ছবিতে বড়দের ইউকুলেলে বাজিয়ে শোনাচ্ছেন যুক্তরাষ্ট্রের এক সেনা৷
ছবি: Andreas Rentz/Getty Images
5 ছবি1 | 5
জার্মানির দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ওই শরণার্থীরা আছেন। একটির নাম রেমস্টেইন এবং অন্যটি কাইজারসলউটার্ন। সব মিলিয়ে নয় হাজার ১৩৯জন শরণার্থী সেখানে আটকে আছেন। জার্মানি জানিয়ে দিয়েছে, কোনোভাবেই তারা ওই শরণার্থীদের গ্রহণ করবে না। অ্যামেরিকাকেই তাদের উদ্ধার করে নিয়ে যেতে হবে। তবে হাম, পক্স-সহ একাধিক টিকা তাদের দেওয়া হচ্ছে। জার্মান প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত মাত্র একজনের শরীরে হামের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসা চলছে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, সবাইকে টিকা দেয়া হয়ে গেলে ফের তারা জার্মানিতে বিমান পাঠাবে এবং ওই শরণার্থীদের নিজেদের দেশে নিয়ে যাবে।