যুদ্ধের জন্য বিমানগুলি জার্মানির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়ে।
বিজ্ঞাপন
জার্মানির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্ট-সহ একাধিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকে আছে।
বিমানগুলি যুদ্ধের আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলি আর ফিরতে পারেনি। কোলন, ফ্রাঙ্কফুর্ট, বাডেন বাডেনের মতো বিমানবন্দরে বিমানগুলি দাড়িয়ে আছে বলে জার্মান প্রশাসন ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে।
জেলেনস্কির বক্তব্য
রোববার রাতে দৈনিক ভিডিওবার্তায় রাশিয়ার নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ছয়মাস ধরে নৃশংস যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার সরকার। রাশিয়ার নাগরিকদের এর বিরুদ্ধে সরব হওয়া উচিত। চুপ করে থাকা আসলে সম্মতির লক্ষণ বলে জানিয়েছেন তিনি। যুদ্ধের প্রতিবাদ করে রাশিয়ার মানুষকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন থেকে আবার খাদ্যশস্য রপ্তানি
ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্য সংকট আরও প্রকট হয়েছে৷ রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেন থেকে শস্য রপ্তানি আবার শুরু হয়েছে৷
ছবি: Efrem Lukatsky/AP/picture alliance
আন্তর্জাতিক উদ্যোগের ফসল
জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে এক চুক্তির মাধ্যমে ইউক্রেন থেকে আবার খাদ্যশস্য রপ্তানির পথ সুগম করা হয়েছে৷ ফলে কৃষ্ণ সাগরের মাধ্যমে ইউক্রেনের শস্য আবার বিশ্ব বাজারে পৌঁছাতে পারছে৷ রাশিয়ার হামলার প্রায় পাঁচ মাস পর এই প্রথম এমন এক বোঝাপড়া সম্ভব হলো৷
ছবি: Khalil Hamra/AP/dpa/picture alliance
খাদ্য সংকটের মোকাবিলা করতে বোঝাপড়া
বর্তমান যুদ্ধের আগে পর্যন্ত ইউক্রেন বিশ্ববাজারে বিপুল পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করে এসেছে৷ রাশিয়ার হামলার ফলে সেই সরবরাহ আচমকা বন্ধ হয়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়৷ কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের বন্দরগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে৷ তবে বর্তমান বোঝাপড়া কতদিন স্থায়ী হবে, সে বিষয়ে সংশয় এখনো কাটে নি৷
ছবি: Efrem Lukatsky/AP/picture alliance
অবকাঠামো আবার সক্রিয় করার চ্যালেঞ্জ
ইউক্রেন সংকটের শুরু থেকে ৭০ লাখ টন গম, এক কোটি ৪০ লাখ টন ভুট্টার দানা, ৩০ লাখ টন সূর্যমুখী গাছের তেল বিশ্ববাজারে পৌঁছানো সম্ভব হয় নি৷ ফলে বিশ্বজুড়ে খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে৷ খাদ্য সংকটের পাশাপাশি মূল্যস্ফীতিও বেড়ে গেছে৷ এবার রেল ও জাহাজের মাধ্যমে আবার সরবরাহ চালু করার উদ্যোগ শুরু হয়েছে৷
ছবি: picture alliance/NurPhoto
আন্তর্জাতিক তৎপরতা
জাতিসংঘের কূটনৈতিক উদ্যোগের নেপথ্যে অনেক দেশই সক্রিয় হয়েছে৷ ইউক্রেনের ওডেসা বন্দরে শিল্পোন্নত দেশগুলির গোষ্ঠী জি-সেভেনের রাষ্ট্রদূতদের উপস্থিতি সেই তৎপরতার ইঙ্গিত দিয়েছে৷ ২০২২ সালের ২৯শে জুলাই তাঁরা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন৷
ছবি: David Goldman/AP/picture alliance
জার্মানির আগ্রহ
ইউক্রেনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আনকা ফেল্ডহুসেন ইউক্রেনের অবকাঠামোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওলেক্সান্ড্র কুবরাকভের সঙ্গে খাদ্যশস্য রপ্তানির খুঁটিনাটী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেন৷ জি-সেভেন দেশগুলির রাষ্ট্রদূতদের প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি প্রস্তুতিপর্ব খতিয়ে দেখেন৷
ছবি: UKRAINIAN PRESIDENTIAL PRESS/REUTERS
সামরিক তত্ত্বাবধানে খাদ্যশস্য রপ্তানি
ওডেসা বন্দরে জাহাজে শস্য বোঝাই করার প্রক্রিয়ার উপর নজর রাখছে ইউক্রেনের সেনাবাহিনী৷ বোঝাপড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ওডেসায় রুশ হামলা গোটা প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে ফেলেছে৷
ছবি: NACHO DOCE/REUTERS
প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রা
২০২২ সালের ১লা আগস্ট সিয়েরা লিওনে নিবন্ধিত মালবাহী জাহাজ রাজোনি ইউক্রেনের ওডেসা বন্দরে শস্য বোঝাই করে ইস্তানবুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে৷ পানির উপর ভাসমান মাইন ও রাশিয়ার হামলার আশঙ্কায় নাবিকদের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করতে হয়েছে৷
ছবি: TURKISH NATIONAL DEFENSE MINISTRY/AA/picture alliance
7 ছবি1 | 7
প্রথম শস্যের জাহাজ আফ্রিকায়
দক্ষিণ ইউক্রেন থেকে দানাশস্য বোঝাই জাহাজ এই প্রথম আফ্রিকার উদ্দেশ্যে রওনা হলো। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি চার্টার্ড জাহাজ গম নিয়ে ইথিওপিয়ার দিকে রওনা হয়েছে। জাহাজটিতে প্রায় ৬০ হাজার টন গম আছে বলে জাতিসংঘ জানিয়েছে।
কৃষ্ণসাগর দিয়ে জাহাজটি আফ্রিকায় ঢুকবে। জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেন মতৈক্যে পৌঁছেছে। ইউক্রেন থেকে ফের জাহাজ যাবে বলে সাব্যস্ত হয়েছে। এর আগে কৃষ্ণসাগর কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল। রাশিয়া এবং ইউক্রেন এর জন্য পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল।