কয়েক মাসের নিম্নগতির পর জার্মানিতে মূল্যস্ফীতি আবার উর্ধ্বমুখী৷ ফেব্রুয়ারি ও মার্চেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা৷
বিজ্ঞাপন
জানুয়ারিতে জার্মানিতে জীবন যাত্রার ব্যয় এক বছর আগের চেয়ে আট দশমিক সাত শতাংশ বেড়েছে৷ জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তরের প্রাথমিক উপাত্তে এই তথ্য পাওয়া গেছে৷ গত ডিসেম্বরে মূল্যস্ফীতির এই হার ছিল আট দশমিক ছয় শতাংশ৷
জানুয়ারিতে মূল্যস্ফীতির হার বাড়লেও তা বিশ্লেষকদের আশঙ্কার চেয়ে কম ছিল৷ এই হার আট দশমিক নয় শতাংশ হতে পারে বলে ধারণা দিয়েছিল গবেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট৷
সাধারণ নাগরিকদের উপর থেকে মূল্যস্ফীতির চাপ কমাতে জ্বালানির দাম কমানো, আর্থিক প্রণোদনা দেয়াসহ নানান উদ্যোগ নিয়েছে বিভিন্ন দেশের সরকার৷
ছবি: Aero Vabamägi/Scanpix/IMAGO
যুক্তরাষ্ট্র
মার্কিন সেনেটে সম্প্রতি ‘ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট অফ ২০২২’ নামে প্রায় ৪০ লাখ ৮৬ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা পাস হয়েছে৷ এতে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধের দাম কমানো, কর্পোরেট কর বাড়ানো, জ্বালানি সাশ্রয়ে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা দেয়া ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
ব্রাজিল
গত জুলাই মাসে দেশটিতে দুবার পেট্রোলের দাম কমানো হয়৷ আরও এক দফা দাম কমাতে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোব্রাসকে চাপ দিচ্ছেন প্রেসিডেন্ট বলসোনারো ও সাংসদরা৷
ছবি: Buda Mendes/Getty Images
জার্মানি
জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় চাকরিজীবীদের বেতনের সঙ্গে এককালীন ৩০০ ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি৷ এছাড়া তিন মাসের জন্য পেট্রোল ও ডিজেলের কর কমানো এবং তিন মাসের জন্য গণপরিবহনের ভাড়া কমানো হয়েছে৷
ছবি: Arnulf Hettrich/imago images
ফ্রান্স
নাগরিকদের ক্রয়ক্ষমতা বাড়াতে গত ৩ আগস্ট এক লাখ ৯৫ হাজার কোটি টাকার প্যাকেজ পাস করেছে দেশটির সংসদ৷ ফলে পেনশনসহ কিছু কল্যাণমূলক ভাতার পরিমাণ বাড়বে৷ এছাড়া চাকরিজীবীদের আরও বেশি করমুক্ত বোনাস দিতে কোম্পানিগুলোকে সহায়তা করা হবে৷
ছবি: Thibaut Durand/Hans Lucas/picture alliance
ইটালি
বিদ্যুৎ ও গ্যাসের খরচ কমাতে এক লাখ ৬৫ হাজার কোটি টাকার সহায়তা প্যাকেজ পাস করেছে ইটালি৷
ছবি: Patrick Pleul/dpa/picture alliance
ভারত
গত মে মাসে গম ও চিনি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত৷ এছাড়া ভোজ্যতেল আমদানির উপর কর কমানো হয়েছে৷
ছবি: abaca/picture alliance
জাপান
গত এপ্রিলে নয় লাখ ৭৩ হাজার কোটি টাকা আর্থিক প্যাকেজ ঘোষণা করে জাপান৷ এর মধ্যে আছে গ্যাসোলিনের দাম নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকি দেয়া এবং বাচ্চা আছে এমন নিম্নবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা দেয়া৷ জীবনযাত্রার ব্যয় যদি আরও বাড়ে তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা৷
ছবি: Getty Images/AFP/Y. Tsuno
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত
দুটি দেশই জুলাই মাসে সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ আমিরাতের নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা দ্বিগুন করা হয়েছে৷ আর সৌদি বাদশাহ সালমান ৫০ হাজার ২৫৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন৷
ছবি: Amr Nabil/AP Photo/picture alliance
তুরস্ক
জুলাইয়ের প্রথম দিকে সর্বনিম্ন মজুরি ৩০ শতাংশ বাড়ানো হয়৷ এর আগে গত বছরের শেষ দিকে সর্বনিম্ন মজুরি বাড়ানো হয়েছিল ৫০ শতাংশ৷
ছবি: Diego Cupolo/NurPhoto/picture alliance
9 ছবি1 | 9
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির আকাশচুম্বি দরে ইউরোপজুড়ে মূল্যস্ফীতি উর্ধ্বমুখী হতে শুরু করে৷ তবে শীতের প্রকোপ কমায় এবং সরকারের নানামুখী উদ্যোগে দাম কমে আসে৷ এতে মূল্যস্ফীতির হারও কমতে শুরু করে৷
অর্থনীতিবিদ সেবাস্তিয়ান ডুলিয়েনের মতে, জার্মানির মূল্যস্ফীতির হার বৃদ্ধি সাময়িক ও প্রত্যাশিত৷ ফেব্রুয়ারিতেও তা কিছুটা বাড়তে পারে৷ তবে গ্যাসের দামে সরকারের ভর্তুকির কারণে পরবর্তীতে এই হার কমে আসবে৷ তিনি মনে করেন, মূল্যস্ফীতি দুই অঙ্কে পৌঁছানোর আশঙ্কাকে পেছনে ফেলে এসেছে ইউরোপের সবচেয়ে বড় এই অর্থনীতি৷