1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবারও হামলা পরিকল্পনা?

১০ অক্টোবর ২০১৬

জার্মানিতে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা করছিল, এমন সন্দেহে লাইপজিগ শহর থেকে এক তরুণকে আটক করেছে পুলিশ৷ টুইটারে খবরটি নিশ্চিত করেছে তারা৷

লাইপজিগ শহর থেকে এক তরুণকে আটক করেছে পুলিশছবি: picture-alliance/dpa/J. Woitas

শনিবার সেমনিৎস শহরে ঐ তরুণের ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে৷ তারপর থেকেই ২২ বছর বয়সি জাবেরের অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল নিরাপত্তাবাহিনী৷ পুলিশ টুইটারে লিখেছে, ‘‘অনেক চেষ্টার পর সফল হয়েছি, সন্দেহভাজন জঙ্গিকে গতরাতে আটক করেছি আমরা৷''

গণমাধ্যমগুলো বলছে, আল-বকর সিরীয় শরণার্থী এবং তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে তার যোগাযোগ রয়েছে আর সে জার্মানির একটি বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছিল৷ তবে এসব বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা৷ আইনজীবীদের এক মুখপাত্র রবিবার সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ইসলামি জঙ্গিরা একটি হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা পাওয়া গেছে৷

ইসলামিক স্টেটের সঙ্গে তার যোগাযোগ রয়েছেছবি: picture-alliance/dpa/Polizei Sachsen

এই ঘটনার জেরে চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রবি বার দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ৷ ২০১৫ সালে জার্মানিতে ৮ লাখ ৯০ হাজার অভিবাসন প্রত্যাশী এসেছে৷ তাদের বেশিরভাগই এসেছে সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকা থেকে৷ চলতি বছরের জুলাই মাসে পর পর দু'টি জঙ্গি হামলার পর জার্মানি এখন সতর্ক অবস্থায় রয়েছে৷

তদন্ত কর্মকর্তারা এখন জানতে চেষ্টা করছেন, যে বিস্ফোরকগুলো খুঁজে পাওয়া গেছে, গত বছর নভেম্বরে প্যারিস ও মার্চে ব্রাসেলস হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সঙ্গে এর কোনো মিল আছে কিনা৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ