জার্মানিতে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা করছিল, এমন সন্দেহে লাইপজিগ শহর থেকে এক তরুণকে আটক করেছে পুলিশ৷ টুইটারে খবরটি নিশ্চিত করেছে তারা৷
বিজ্ঞাপন
শনিবার সেমনিৎস শহরে ঐ তরুণের ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে৷ তারপর থেকেই ২২ বছর বয়সি জাবেরের অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল নিরাপত্তাবাহিনী৷ পুলিশ টুইটারে লিখেছে, ‘‘অনেক চেষ্টার পর সফল হয়েছি, সন্দেহভাজন জঙ্গিকে গতরাতে আটক করেছি আমরা৷''
গণমাধ্যমগুলো বলছে, আল-বকর সিরীয় শরণার্থী এবং তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে তার যোগাযোগ রয়েছে আর সে জার্মানির একটি বিমানবন্দরে হামলার পরিকল্পনা করছিল৷ তবে এসব বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা৷ আইনজীবীদের এক মুখপাত্র রবিবার সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ইসলামি জঙ্গিরা একটি হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা পাওয়া গেছে৷
এই ঘটনার জেরে চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রবি বার দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ৷ ২০১৫ সালে জার্মানিতে ৮ লাখ ৯০ হাজার অভিবাসন প্রত্যাশী এসেছে৷ তাদের বেশিরভাগই এসেছে সিরিয়ার সংঘাতপূর্ণ এলাকা থেকে৷ চলতি বছরের জুলাই মাসে পর পর দু'টি জঙ্গি হামলার পর জার্মানি এখন সতর্ক অবস্থায় রয়েছে৷
তদন্ত কর্মকর্তারা এখন জানতে চেষ্টা করছেন, যে বিস্ফোরকগুলো খুঁজে পাওয়া গেছে, গত বছর নভেম্বরে প্যারিস ও মার্চে ব্রাসেলস হামলায় ব্যবহৃত বিস্ফোরকের সঙ্গে এর কোনো মিল আছে কিনা৷
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷