1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবার পুলিশের টেজারে মৃত্যুর ঘটনা

২০ অক্টোবর ২০২২

আড়াই মাস আগে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ডর্টমুন্ডে এক কিশোর নিহত হয়েছিল পুলিশের টেজারের গুলিতে৷ এবার একই শহরে একইভাবে প্রাণ গেল এক গৃহহীনের৷

Deutschland | Mann stirbt nach Polizeieinsatz in Dortmund
ছবি: Dieter Menne/dpa/picture alliance

জার্মানির সব শহরের পুলিশ টেজার ব্যবহার না করলেও সবচেয়ে বেশি অভিবাসী অধ্যুষিত রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়াতে টেজার ব্যবহারের চল রয়েছে৷ এই রাজ্যের ডর্টমুন্ড শহরে এক ভূমিহীন ব্যক্তি কার পার্কে গিয়ে পার্ক করা গাড়িগুলোর ক্ষতি করছিলেন৷ ৪৪ বছর বয়সি ওই ব্যক্তিকে সামলানোর জন্য স্থানীয়রা পুলিশকে ফোন করেন৷ কিন্তু পুলিশ গেলে ওই ব্যক্তি আরো উত্তেজিত হয়ে পড়েন৷ পুলিশের গাড়িতেও আঘাত করতে করতে এক সময় গাড়িতে ওঠার চেষ্টা করেন তিনি৷ তাকে থামানো জরুরি মনে করায় টেজারের গুলি ছোঁড়ে পুলিশ এবং তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়৷

পরে ডর্টমুন্ড পুলিশের মুখপাত্র জানান, নিহত ব্যক্তি মদ্যপান করেছিলেন- এমন আলামত পাওয়া গেছে৷ জানা গেছে, তার হৃদরোগও ছিল৷

আড়াই মাসের মধ্যে ডর্টমুন্ডে পুলিশের টেজারের গুলিতে মৃত্যুর দ্বিতীয় ঘটনা এটি৷ আড়াই মাস আগে শরণার্থী শিবিরের এক কিশোরকে পুলিশ শান্ত করতে গেলে সে ছুরি দিয়ে আত্মহননের হুমকি দেয়৷ তাকে লক্ষ্য করে টেজারের গুলি ছোঁড়ে পুলিশ এবং তাতে তার মৃত্যু হয়৷

এসিবি/ কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ