1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মহাজোট গড়ার প্রস্তুতি

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)২৭ নভেম্বর ২০১৭

গত সপ্তাহেই ইঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল৷ জার্মানিতে আবার মহাজোট সরকার গড়ার ক্ষেত্রে চলতি সপ্তাহে আরও অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে৷ চ্যান্সেলর ম্যার্কেলের ইউনিয়ন শিবির ও এসপিডি দলের মধ্যে জোরালো প্রস্তুতি চলছে৷

সিডিইউ দলের নেতাদের আলোচনায় আঙ্গেলা ম্যার্কেল
ছবি: picture-alliance/dpa/J. Carstensen

নির্বাচনের ফলাফল জানার পর থেকে এসপিডি দল বিরোধী আসনে বসার জন্য বদ্ধপরিকর ছিল৷ শেষ পর্যন্ত জার্মান প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর দলের শীর্ষ নেতা মার্টিন শুলৎস মহাজোট সরকারে যোগ দেবার সম্ভাবনা মেনে নেন৷

তবে ইউনিয়ন শিবিরের সঙ্গে বোঝাপড়া হলে দলের সদস্যদের মত নিয়েই তিনি এই পথে এগোবেন বলে জানিয়েছেন৷ অর্থাৎ সদস্যরা ভোটাভুটিতে এই সিদ্ধান্তের বিরোধিতা করলে এসপিডি সরকারে যোগ দেবে না৷ আগামী ৭ থেকে ৯ই ডিসেম্বর বার্লিনে দলের জাতীয় সম্মেলনে সম্ভাব্য মহাজোট সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হবে৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুরু থেকেই আবারমহাজোট সরকার গড়তে চেয়েছিলেন৷ কিন্তু এসপিডি দল যেভাবে শুরুতেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল, তার ফলে তাঁকে বাধ্য হয়ে এফডিপি ও সবুজ দলের সঙ্গে আলোচনা শুরু করতে হয়েছিল৷ সেই আলোচনা বিফল হবার পর আবার মহাজোট সরকারের তোড়জোড় চলছে৷

রবিবার সিডিইউ দলের নেতারা আনুষ্ঠানিকভাবে মহাজোট গড়ার সম্ভাবনাকে স্বাগত জানালেন৷ সংখ্যালঘু সরকারের চেয়ে স্থিতিশীল সরকার গড়ার পক্ষে সওয়াল করেছে ম্যার্কেলের দল৷ এমনকি বাভেরিয়ায় সহযোগী সিএসইউ দলও মহাজোটের পক্ষে সওয়াল করেছে৷

প্রাথমিক প্রস্তুতির পর এবার দরকষাকষির পালা৷ মহাজোট সরকারে যোগ দেবার অপ্রিয় সিদ্ধান্তের ‘ক্ষতিপূরণ' হিসেবে এসপিডি দলের কয়েকজন নেতা কঠিন শর্ত চাপানোর কথা বলছেন৷ অন্যদিকে ইউনিয়ন শিবিরের কিছু নেতা এসপিডি দলকে সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান দুর্বলতার সুযোগ নিয়ে তারা যদি ‘অন্যায্য' শর্ত চাপানোর চেষ্টা করে, তার পরিণাম ভালো হবে না৷ বার্লিনে এসপিডি সম্মেলনের পরেই ইউনিয়ন শিবির আলোচনার কৌশল স্থির করবে বলে জানিয়েছে৷

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার চলতি সপ্তাহেও ছোট-বড় নানা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন৷ নতুন নির্বাচন এড়িয়ে স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে সব দলই যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তিনি সেটা নিশ্চিত করতে চান৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ