জার্মানিতে আরো পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে দেশটিতে অন্তত ১০ বাংলাদেশি এখন করোনায় আক্রান্ত বলে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে৷
বিজ্ঞাপন
বার্লিনে নিযুক্ত বাংলাদশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ রোববার ডয়চে ভেলেকে জানান, জার্মানিতে আরো অন্তত পাঁচজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তিনি বলেন, ‘‘জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের এক বাংলাদেশি বাসিন্দা বার্লিনে করোনায় আক্রান্ত হয়েছেন৷ এছাড়া রাজ্যটির ক্রেফেল্ড শহরে এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷''
প্রসঙ্গত, ইউরোপের কেন্দ্রের দেশ জার্মানিতে ২৫ থেকে ৩০ হাজারের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে ধারণা করা হয়৷ তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো৷
এর আগে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর শনিবার ডয়চে ভেলেকে নিশ্চিত করেন গত কয়েক বছর ধরে জার্মানিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ইমতিয়াজ আহমেদ৷ তিনি শনিবার বলেছিলেন, ‘‘বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন৷ তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে৷ মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে৷ আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন৷''
উল্লেখ্য, জার্মানিতে সরকারি হিসেবে শনিবার অবধি করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৪৮,৫৮২ জন৷ আর এই ভাইরাসে অন্তত ৩২৬ জন মারা গেছেন৷ দেশটিতে করোনায় মৃত্যুর হার শূণ্য দশমিক সাত শতাংশ৷
২৬ মার্চের ছবিঘরটি দেখুন...
ভারত থেকে জার্মান নাগরিকদের ফেরালো দূতাবাস
ভারতে ২১ দিনের লকডাউনে আটকে পড়া জার্মান নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করলো দিল্লির জার্মান দূতাবাস।
ছবি: German Embassy in India
যুদ্ধকালীন তৎপরতা
গোটা ভারত যখন লকডাউনে বাড়ির ভিতরে, দিল্লির জার্মান দূতাবাসে তখন চূড়ান্ত তৎপরতা। ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া জার্মান নাগরিকদের উদ্ধার করেছেন দূতাবাসের কর্মীরা।
ছবি: German Embassy in India
অধিকাংশই ছাত্র
জার্মান দূতাবাস জানিয়েছে, আটকে পড়া নাগরিকদের অধিকাংশই ছাত্র। তাঁদের মধ্যে একটি বড় অংশ আটকে ছিল ঋষিকেশে। বুধবার বিকেলের মধ্যে তাঁদের বিশেষ বাসে রাজধানীতে নিয়ে আসা হয়। ভারতে জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার নিজে উপস্থিত ছিলেন দূতাবাসে।
ছবি: German Embassy in India
শুধু জার্মান নন
কেবল জার্মান নাগরিকই নন, ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশের বেশ কিছু নাগরিককেও উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জার্মান দূতাবাসের মুখপাত্র।
ছবি: German Embassy in India
রাতেই বিমান
বুধবার রাতেই প্রায় ৫৫০ জন নাগরিককে বিশেষ বিমানে ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়। দূতাবাস জানিয়েছে, সকলেই ভাল আছেন।
ছবি: German Embassy in India
এখনও লকডাউনে অনেকে আটকে
মঙ্গলবার রাতে ভারত জুড়ে ২১ দিনের লকডাউনের নির্দেশ জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতারাতি সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। বস্তুত, লকডাউন ঘোষণার আগেই দেশের ভিতর রেল এবং বিমান পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ফলে এখনও দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছেন বহু বিদেশি।
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup
অনেকেই সমস্যায়
দেশের বিভিন্ন প্রান্তে বিদেশিরা সমস্যায় আছেন বলেও জানা যাচ্ছে। অনেক জায়গায় তাঁদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন বাড়িওয়ালারা।
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup
সরকারের পদক্ষেপ
ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যের প্রশাসন অবশ্য জানিয়েছে, আটকে পড়া বিদেশিদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। জার্মান দূতাবাসও জানিয়েছে, লকডাউনের মধ্যে নাগরিকদের উদ্ধার করতে তাদের যথেষ্ট সমস্যা হয়েছে। তবে ভারতীয় প্রশাসন সাহায্য করেছে।