1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আরো পাঁচ বাংলাদেশি করোনা আক্রান্ত

২৯ মার্চ ২০২০

জার্মানিতে আরো পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ সবমিলিয়ে দেশটিতে অন্তত ১০ বাংলাদেশি এখন করোনায় আক্রান্ত বলে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে৷

ছবি: picture-alliance/AP Photo/M. Meissner

বার্লিনে নিযুক্ত বাংলাদশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ রোববার ডয়চে ভেলেকে জানান, জার্মানিতে আরো অন্তত পাঁচজন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তিনি বলেন, ‘‘জার্মানির নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের এক বাংলাদেশি বাসিন্দা বার্লিনে করোনায় আক্রান্ত হয়েছেন৷ এছাড়া রাজ্যটির ক্রেফেল্ড শহরে এক পরিবারের দুই শিশুসহ চার সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷''

প্রসঙ্গত, ইউরোপের কেন্দ্রের দেশ জার্মানিতে ২৫ থেকে ৩০ হাজারের মতো বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে ধারণা করা হয়৷ তাদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজারের মতো৷

এর আগে পাঁচ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্তের খবর শনিবার ডয়চে ভেলেকে নিশ্চিত করেন গত কয়েক বছর ধরে জার্মানিতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ইমতিয়াজ আহমেদ৷ তিনি শনিবার বলেছিলেন, ‘‘বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন৷ তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে৷ মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে৷ আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে' রয়েছেন৷''

উল্লেখ্য, জার্মানিতে সরকারি হিসেবে শনিবার অবধি করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ৪৮,৫৮২ জন৷ আর এই ভাইরাসে অন্তত ৩২৬ জন মারা গেছেন৷ দেশটিতে করোনায় মৃত্যুর হার শূণ্য দশমিক সাত শতাংশ৷

২৬ মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ