জার্মানিতে আসার পথে নিখোঁজ পেগাহ আহানগারানি
১৫ জুলাই ২০১১ডয়চে ভেলের ফার্সি বিভাগ আহানগারানি'এর আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারে যে, কিছুদিন আগেই আহানগারানি গ্রেপ্তার হয়েছেন৷ তাঁদের ভাষ্যে, কয়েক সপ্তাহ আগে রাজধানী তেহেরানে শেষবারের মতো দেখা গিয়েছিল এই তথ্যচিত্র নির্মাতা ও অভিনেত্রীকে৷
জুন মাসের শেষে অনুষ্ঠিত ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণের কথা ছিল পেগাহ আহানগারানি'এর৷ শুধু তাই নয়, ডয়চে ভেলের কাছে জার্মানিতে চলতি প্রমীলা বিশ্বকাপ দেখার এবং সে সম্পর্কে প্রতিবেদন লেখারও আগ্রহ প্রকাশ করেছিলেন এই ব্লগার৷ কিন্তু জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার একদিন আগেই তাঁকে নাকি আটক করা হয়৷
গত বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে ডয়চে ভেলের হয়ে একটি ব্লগ লেখেন পেগাহ আহানগারানি৷ অংশ নেন বন শহরে অনুষ্ঠিত গত বছরের গ্লোবাল মিডিয়া ফোরামেও৷ এবারও তাঁর ডয়চে ভেলের হয়ে ব্লগ লেখার কথা ছিল৷ কিন্তু তিনি গত কয়েক সপ্তাহ যাবত নিখোঁজ থাকায়, শেষ পর্যন্ত ঐ যৌথ ব্লগ লেখার প্রকল্পটিকে বাদ দিতে বাধ্য হয় ডয়চে ভেলের ফার্সি বিভাগ৷
ওদিকে, পেগাহ আহানগারানি কোথায় এবং কেমন আছেন – তা নিয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত উদ্বিগ্ন তাঁর আত্মীয়স্বজন৷ কিন্তু তারপরও, আহানগারানি'এর নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা কোনো রকম সাক্ষাৎকার দিতে নারাজ৷ জানান ফার্সি বিভাগের প্রধান জামশেদ ফারুগি৷ তাঁর কথায়, ‘‘আমরা ইরান সরকারের কাছে প্রশ্ন করেও পেগাহ আহানগারানি'এর কোনো হদিশ পায় নি৷ কোনো রকম উত্তর দিতেই রাজি নয় তেহেরান৷''
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা বা ব্লগাদের গ্রেপ্তার করার ঘটনা নতুন নয় ইরানে৷ গত বছরও দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ ও প্রচারণা চালানোর অভিযোগে ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল৷ আটক হয়েছিলেন ফার্সি ভাষায় ব্লগিং'এর পুরোধা ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার প্রাক্তন বিচারক হোসেন দেরাকসানও৷
প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক