1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আয় বৈষম্য বেড়েছে

২৪ এপ্রিল ২০১৮

জার্মানির অধিকাংশ মানুষই মনে করেন, দেশে আয় বৈষম্য বেড়েছে৷ তবে আয় বৈষম্য বেড়ে যাওয়ার কথা বললেও জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ জার্মানই বলেছেন, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সবাই সমান সুযোগ পাচ্ছেন৷

Symbolbild Einkommensunterschied
ছবি: picture-alliance/Eibner-Pressefoto

ষাট শতাংশেরও বেশি জার্মান মনে করেন, দেশটিতে আয় বৈষম্য ‘অনেক বেশি'৷ ইউরোপের ২৮টি দেশের মানুষের ওপর জরিপ চালিয়ে সোমবার ইউরোপীয় ইউনিয়ন ইউরোব্যারোমিটার যে রিপোর্ট প্রকাশ করে, সেখানে এ তথ্য এসেছে৷ 

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে আয় বৈষম্য ‘অনেক বেড়েছে', এমনটা সবচেয়ে বেশি মনে করেন পর্তুগিজরা৷ সেখানকার ৯৬ শতাংশ মানুষই আয় বৈষম্যের প্রশ্নে একমত৷

আয় বৈষম্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে নেদারল্যাণ্ডসের মানুষের অভিযোগ সবচেয়ে কম৷ দেশটির ৫৯ শতাংশ মানুষ মনে করেন আয় বৈষম্য অনেক বেড়েছে৷

জরিপে অংশ নেওয়া ইউরোপের ২৮টি দেশের উত্তরদাতাদের মধ্যে গড়ে ৮১ শতাংশ মানুষ আয় বৈষম্য অনেক বেড়েছে বলে মনে করেন৷

জার্মানিসহ ইউরোপের উন্নত দেশগুলোতেও ধনী-গরিব বৈষম্য বাড়ছে– এমন আলোচনার মধ্যেই এই প্রতিবেদন প্রকাশিত হলো৷ কোনও কোনও অর্থনীতিবিদ বলছেন, এ ধরনের বৈষম্য প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর৷ তবে অনেকেই এ ব্যাপারেই এখন পর্যন্ত তেমন কোনো মন্তব্য করেননি৷

জরিপে অংশ নেওয়া ৭৪ শতাংশ জার্মান মনে করেন, ‘‘আয় বৈষম্য কমাতে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত৷'' একই প্রশ্নে সায় দিয়েছেন শতকরা ৯৪ শতাংশ পর্তুগিজ৷ সরকারি পদক্ষেপের ব্যাপারে ডেনিশরা তালিকায় সবচেয়ে পিছিয়ে রয়েছে৷ তাদের ৫১ শতাংশ মানুষ এ ব্যাপারে সায় দিয়েছেন৷ আয় বৈষম্য বেড়ে যাওয়ার বিষয়ে অধিকাংশ একমত হলেও জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ জার্মান বলছেন, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা সবাই সমান সুযোগ পাচ্ছেন৷

সমান সুযোগের প্রশ্নে সবচেয়ে বেশি ইতিবাচক উত্তর দিয়েছেন ডেনিশরা৷ তাদের ৮১ শতাংশ সমান সুযোগ পাওয়ার ব্যাপারে একমত৷ মাত্র ১৮ শতাংশ গ্রিক মনে করেন, তারা জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ পাননি৷

আলেকজান্ডার পিয়ারসন/ এইচআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ