জার্মানির সাতটি হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের চিকিৎসকরা৷ গুরুতর আঘাত ও পোড়ার চিকিৎসার প্রশিক্ষণ এর মধ্যে অন্যতম৷
বিজ্ঞাপন
জার্মানির পশ্চিমাঞ্চলের বোখুম শহরের ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ইউক্রেনের একজন মৃত্যুর সাথে লড়ছে৷ নিবিড় পরিচর্যা বিভাগে ইউক্রেনের দুজন ডাক্তার তাদের পর্যবেক্ষণ করছেন৷ সাথে আছেন জার্মান কয়েকজন সহকর্মী৷ রোগীর অবস্থা ও তার চিকিৎসা সম্পর্কে ইউক্রেনের ডাক্তাররা অনেক কিছু জানতে চাচ্ছেন৷ তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন জার্মান সহকর্মীরা৷
তাদের একজন তেতিয়ানা বুরিয়াক আর অন্যজন দিমিত্রো সাদিরাকা৷ বুরিয়াক ডিনিপ্রো শহর ও সাদিরিকা রাজধানী কিয়েভ থেকে এসেছেন৷ দুজনই ইউক্রেন যুদ্ধে আহত ও অন্যান্য গুরুতর পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন৷
গত বছর জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লোটারবাস ইউক্রেন সফরের পর প্রতিষ্ঠিত এক হাসপাতাল কর্মসূচির সুবিধা নিতে বোখুমে আসা ইউক্রেনীয় চিকিৎসকদের তৃতীয় দম্পতি হচ্ছেন তারা৷ সফরের সময় জার্মান মন্ত্রী আহতদের সাহায্যের জন্য আরও কিছু করার অঙ্গীকার করেছিলেন৷
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন বছরের শিশুরা
02:57
এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ইউক্রেনে গুরুতর আহত রোগীদের চিকিৎসা করেছে এমন সব ডাক্তারের সঙ্গে জার্মান বিশেষজ্ঞরা দক্ষতা ভাগভাগি৷ কিয়েভের সিটি ক্লিনিক্যাল হসপিটালের বার্ন সেন্টার থেকে ইতিমধ্যে অনেক ডাক্তারকে ইন্টার্নশিপের জন্য জার্মানিতে পাঠিয়েছে৷
২০২২ সালের শেষ পর্যন্ত ৩০ ইউক্রেনীয় ডাক্তার এতে অংশ নিয়েছেন৷ এ বছরের জানুয়ারিতে আরও ১০ জন এসেছেন৷
তবে বোখুম একমাত্র শহর নয় যেখানে ইউক্রেন থেকে এসে ইন্টার্নশিপ করতে পারে এবং অধিকতর প্রশিক্ষণ নিতে পারে৷ লুডভিগশাফেন, ডুইসবার্গ, হালে, হামবুর্গ, মুরনাউ এবং টুবিঙ্গেনের ক্লিনিকগুলোতেই অভিজ্ঞতা বিনিময়ের জন্য তারা যোগ দিচ্ছেন৷
বুরিয়াক বলেন, তার সার্জন সহকর্মীরা তার আগে জার্মানিতে প্রশিক্ষণ নিয়েছিলেন, তারা ইতিমধ্যে তাদের নতুন জ্ঞানকে কাজে লাগাচ্ছেন৷
দানিলো বিলেক/একেএ
জার্মানির হাসপাতাল ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ সম্প্রতি হাসপাতাল পরিচালনা ব্যবস্থায় সংস্কার প্রস্তাব তুলে ধরেন৷ একে ‘২০ বছরের মধ্যে সবচেয়ে বড়’ সংস্কার বলে আখ্যায়িত করেছেন তিনি৷
ছবি: Ina Fassbender/AFP/Getty Images
বিমা কোম্পানির টাকায় হাসপাতাল পরিচালনা
জার্মানিতে নতুন হাসপাতাল নির্মাণ, সেগুলোর আকার বাড়ানো ও সংস্কার খরচ দিয়ে থাকে রাজ্য প্রশাসন৷ তবে হাসপাতাল পরিচালনার ব্যয় আসে স্বাস্থ্য বিমা কোম্পানি থেকে৷
ছবি: Ina Fassbender/AFP/Getty Images
ডিআরজি ব্যবস্থা
২০০৩ সালে জার্মানিতে ‘ডায়াগনোসিস রিলেটেড গ্রুপ’ বা ডিআরজি ব্যবস্থা চালু হয়৷ এই ব্যবস্থায় হাসপাতালগুলো যতজনকে সেবা দেয়, সে হিসেবে টাকা পেয়ে থাকে৷ এক্ষেত্রে একজন রোগী কতদিন হাসপাতালে থাকলেন সেটি বিবেচ্য নয়৷
ছবি: Sean Gallup/Getty Images
পরিবর্তন চান স্বাস্থ্যমন্ত্রী
কার্ল লাউটারবাখ বলেন, ডিআরজি ব্যবস্থা হাসপাতালগুলোকে যতটা সম্ভব কমখরচে যত বেশি সম্ভব চিকিৎসা দিতে উৎসাহিত করে৷ এই ব্যবস্থার পরিবর্তন চান তিনি৷ সে লক্ষ্যে ১৬ বিশেষজ্ঞের সমন্বয়ে একটি কমিশন গঠন করে দেয়া হয়েছিল৷ ঐ কমিশনের তৈরি সংস্কার প্রস্তাবই তিনি মঙ্গলবার তুলে ধরেন৷
ছবি: MICHELE TANTUSSI/REUTERS
সফলতা, ক্ষতি
ডিআরজি ব্যবস্থার কারণে একজন রোগীর হাসপাতালে থাকার মেয়াদ গড়ে ১০ দিন থেকে কমে সাত দিন হয়েছে৷ তবে এই ব্যবস্থার ক্ষতিকর দিক হচ্ছে, এর ফলে হাসপাতালগুলোর উপর যত বেশি সম্ভব রোগীকে সেবা দেয়ার চাপ তৈরি হয়েছে৷
ছবি: Ina Fassbender/AFP/Getty Images
রোগীপ্রতি টাকা
স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ বলেন, জার্মানির হাসপাতালগুলোর মূল সমস্যা হচ্ছে, তারা রোগীপ্রতি টাকা পেয়ে থাকে৷ ‘‘রোগীকে কোথায়, কতটা চিকিৎসা দেয়া হলো, রোগী ভালো হলো কিনা বা হলে কতটা- এসব বিষয় বিবেচনায় নেয়া হয় না৷’’
ছবি: Ina Fassbender/AFP/Getty Images
সংস্কার প্রস্তাবের প্রতিক্রিয়া
জার্মান হাসপাতাল ফেডারেশনের চেয়ারপার্সন জেরাল্ড গাস ডিআরজি ব্যবস্থা পুরো তুলে না দিয়ে বরং এটি আরও প্রসারিত ও এর সঙ্গে নতুন কিছু যোগ করার প্রস্তাব করেছেন৷ তিনি রোগীপ্রতি (যেমন বহির্বিভাগের রোগী) টাকা দেয়ার পাশাপাশি হাসপাতালগুলোর জন্য বাজেট বরাদ্দের পরামর্শ দিয়েছেন৷