1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে

২১ নভেম্বর ২০১৯

জার্মানিতে কর্মরত ইমামদের উপর বিদেশি প্রভাব কমাতে জার্মান সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেয়ার একটি পাইলট প্রকল্প বৃহস্পতিবার শুরু হচ্ছে৷ এটি সফল হলে পুরো দেশে তা বাস্তবায়ন করা হবে৷

ছবি: picture-alliance/dpa/D. Laupold

জার্মানিতে প্রায় ৪৫ লাখ মুসলমানের বাস৷ এর মধ্যে ত্রিশ লাখের বেশি তুর্কি বংশোদ্ভূত মুসলমান৷ ফলে জার্মানির বেশিরভাগ ইমাম এসেছেন তুরস্ক থেকে৷ সে দেশেই তাঁরা প্রশিক্ষণ পেয়েছেন৷ তাঁদের বেতনও আসে তুরস্ক থেকে৷

এই ইমামদের একটি বড় অংশ তুরস্ক সরকারের সমর্থক৷ এছাড়া ইমামদের ভাষাও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার কারণে সাম্প্রতিক সময়ে জার্মান সরকার জার্মানিতে ইমামদের প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করছিল৷

অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ে একটি সংস্থা গড়ে তোলা হয়েছে, যেখান থেকে ইমামদের প্রশিক্ষণ দেয়া হবে৷

‘সেন্ট্রাল কাউন্সিল অফ মুসলিমস ইন জার্মানি’ বা জেডএমডি এই সংস্থার সঙ্গে কাজ করবে৷ জেডএমডির চেয়ারম্যান আয়মান মাজায়েক বলছেন, এ ধরনের সংস্থা গড়ে তোলার উদ্যোগটি ভালো৷ তবে কয়েক দশক আগেই সেটা করা উচিত ছিল৷

অসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাউফ সেলান জার্মানিতে ইমামদের প্রশিক্ষণ বিষয়ে একটি ‘রোড ম্যাপ’ তৈরি করেছিলেন৷ পাইলট প্রকল্পটিকে তিনি ‘দরজায় পা রাখার’ সঙ্গে তুলনা করেছেন৷ তবে এই প্রকল্প নিয়ে এখনই ‘উচ্চাশা' পোষণ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি৷

সেদা স্যার্দার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ