1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানিতে ইমাম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ’

৯ জানুয়ারি ২০২০

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ বৃহস্পতিবার থেকে তুর্কি-ইসলামিক ইউনিয়নের রিলিজিয়ন অ্যাফেয়ার্স (দিতিব) জার্মানির ভেতরেই ইমামদের প্রশিক্ষণ চালু করেছে৷

DITIB-Zentralmoschee, Köln
ছবি: picture-alliance/AA/M. Zeyrek

স্বরাষ্ট্র সচিব মার্কুস কেয়ারবার প্রোটেস্টেন্টদের সংবাদ সংস্থা ইপিডিকে বলেন, ‘‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ এর অংশ হিসেবে দিতিবে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে৷’’ 

জার্মানিতে প্রায় ৫০ লাখ মুসলিমের বাস৷ দুই হাজার ৫০০টির মতো মসজিদ আছে৷ এর মধ্যে  জার্মানিতে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন শুধু দিতিবের সদস্য মসজিদই আছে ৯৬০টি৷ 

বহুদিন ধরেই মসজিদের ইমামদের প্রশিক্ষণের বিষয়টি আলোচিত হচ্ছিল জার্মানিতে৷ এখানকার মসজিদগুলোর ৯০ ভাগ ইমাম আসেন বাইরে থেকে৷ বেশিরভাগই তুরস্ক থেকে৷ তারা মসজিদে বক্তৃতা দেন বিদেশি ভাষায়৷ এদের কেউ কেউ আবার জার্মানিতে জন্ম ও বড় হলেও পড়াশোনা করেছেন অন্যদেশে৷ 

সম্প্রতি একজন ইমাম সিরিয়ায় তুরস্কের সেনা হস্তক্ষেপ সফল হবার জন্য দোয়া করেন৷ এতে ইমামদের ওপর বাইরের রাজনৈতিক প্রভাবের বিতর্ক আরো চাঙ্গা হয়৷ বিশেষ করে দিতিবের সঙ্গে তুরস্কের বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি শুরু থেকেই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে৷ দিতিবের সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় ধর্ম বিষয়ক দপ্তর ‘দিয়ানেত’-এর যোগাযোগ আছে৷ দিয়ানেত সরাসরি তুরস্কের প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করে৷ তবে দিতিব কর্তৃপক্ষ সবসময় নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছে৷ 

জার্মানির ভেতরে ইমামদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে এখানকার বেশিরভাগ রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনগুলো একমত৷ তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা করার বিষয়ে আপত্তি আছে দিতিব ও মুসলিমদের আরেকটি বড় সংগঠন আইজিএমজি-র৷ 

সম্প্রতি জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলের ওজানব্রুক বিশ্ববিদ্যালয় দুই বছরের  একটি কোর্স চালু করেছে৷ এর খরচ দিচ্ছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এখানে একটি ‘ইমাম কলেজ’ তৈরির পরিকল্পনা আছে৷ এটি হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান৷ এর তত্ত্বাবধানে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা৷ একইসঙ্গে জার্মানির বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এর সঙ্গে জড়িত থাকবে৷ কিন্তু দিতিব ও আইজিএমজি তাতে রাজি হয়নি৷ দিতিব ২০২০ জানুয়ারি থেকে একটি ট্রেনিং কোর্স নিজেরাই চালু করার কথা জানিয়েছিল৷ 

স্বরাষ্ট্র সচিব কেয়ারবার জানান, জার্মানির সংবিধান অনুযায়ী, ধর্মীয় বিষয়গুলোতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না৷ তাই এসব কোর্সে কী পড়ানো হবে, তা ধর্মীয় নেতারাই ঠিক করবেন৷ 

শুধু জার্মানি নয়, ইউরোপের অনেক দেশেই ইমামদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে৷ নেদারল্যান্ডে এরই মধ্যে ইসলাম শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে৷ সুইডেন ২০১৬ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইমাম প্রশিক্ষণ কোর্স প্রথম চালু করেছে৷ ফ্রান্সের বেশিরভাগ ইমাম আসেন উত্তরপশ্চিম আফ্রিকা ও আরব থেকে৷ ধর্ম ও রাষ্ট্রীয় আইন সেখানেও খুব কড়াকড়িভাবে আলাদা৷ 

বনে ঈদ

03:19

This browser does not support the video element.

জেডএ/কেএম (ইপিডি, পলিটিকো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ