1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইলেক্ট্রিক সাইকেল চলছে

ফ্রানসিস্কা কুইডিস / এসি৪ অক্টোবর ২০১৩

দেখলে মনে হবে ছোটদের প্যাডেল স্কুটার, তবে এগুলো বড়দের জন্য৷ নাম রাখা হয়েছে: স্ক্রুজার৷ ইলেকট্রিক ইঞ্জিন থাকার ফলে যানটি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চলতে পারে৷ জার্মানিতে এই পুশ বাইক সাইকেল ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে৷

ছবি: Manicx

সাইকেল চালানোর লেন, এমনকি ফুটপাথেও স্ক্রুজার চালানো যেতে পারে, তবে গাড়ি চলার রাস্তায় নয়৷ স্ক্রুজারের আবিষ্কারক হলেন এক জার্মান বিজনেস কনসালট্যান্ট, ৫০-বছর-বয়সি ইয়েন্স টিমে৷ কি করে তিনি এই অদ্ভুত যানটি আবিষ্কার করলেন, সে কাহিনি শোনালেন টিমে:

‘‘পরিস্থিতি এই দাঁড়িয়েছিল যে, আমার হাঁটতে ভালো লাগত না৷ শহরের মধ্যে স্বল্প দূরত্বের জন্য গাড়ি চালাতে ভালো লাগত না৷ সাইকেল আমার পছন্দ নয়৷ কাজেই রাস্তায় এমনিতে যা দেখা যায়, তার থেকে আলাদা, নতুন একটা কিছুর দরকার ছিল৷''

চেখে দেখা

ইয়েন্স টিমে ড্রেসডেনের পথেই পথচারীদের দিয়ে তাঁর স্ক্রুজার পরীক্ষা করিয়েছেন৷ ডিজাইনটা তাঁরই৷ পরে একদল ইঞ্জিনিয়ার প্রযুক্তিগত খুঁটিনাটি সামলেছেন৷ স্ক্রুজার তৈরিতে পাক্কা দু'বছর সময় লেগেছে৷

স্ক্রুজার চালানো যায় দাঁড়িয়ে কিংবা বসে৷ যারা চালিয়ে দেখেছেন, তাদের প্রতিক্রিয়া মন্দ নয়৷ কেউ বলেন, ‘‘চালাতে দারুণ, স্কেটবোর্ডের মতোই মজা, কিন্তু স্পিড অনেক বেশি৷'' কেউ বা বলেন, ‘‘থ্রিলিং! সাইকেলের থেকে আলাদা৷ আমি তো ভাবছিলাম, এবার দোকানের কাচে গিয়ে ধাক্কা খাব!'' আবার কেউ বলেন, ‘‘তবে ফিট থাকার জন্যে খুব ভালো নয়!''

ইলেকট্রিক সাইকেলের মতোই স্ক্রুজারের ইঞ্জিনটিও পাল্স ড্রাইভ৷ মোটর নিজের থেকেই বুঝতে পারে, চালক পা দিয়ে কতো জোরে মাটিতে ধাক্কা দিচ্ছে৷ মোটর সেই শক্তিটাকেই বহুগুণ করে৷

স্ক্রুজার শহরের পরিবহন সমস্যা মেটাতে সহায়তা করতে পারেছবি: Manicx

স্ক্রুজারের সব ক'টি অংশ জার্মানিতে তৈরি – শুধু নামটাই ইংরিজি৷ নামের ব্যুৎপত্তি সম্পর্কে টিমে জানালেন: ‘‘বহু ভেবেছি, শব্দ নিয়ে খেলেছি৷ শেষমেষ সব মিলিয়ে দাঁড়িয়েছে স্ক্রুজার: স্কুটার আর ক্রুইজ-এর সমষ্টি৷''

ইলেক্ট্রোমোবিলিটি'

কয়েক বছর যাবৎ নানা ধরনের ইলেকট্রিক সাইকেল বাজারে আসছে এবং ক্রমেই আরো বেশি জনপ্রিয় হচ্ছে৷ জার্মানিতে আজ প্রায় ১৩ লাখ ইলেকট্রিক সাইকেল চলছে৷ বার্লিনের ইলেক্ট্রোমোবিলিটি এজেন্সির টোমাস মাইসনার মনে করেন, বছর বিশেকের মধ্যে সব সাইকেলের অন্তত অর্ধেকের সহকারী ইলেকট্রিক মোটর থাকবে:

‘‘বৈদ্যুতিক সচলতার নিত্য নতুন ধারণা, নতুন আইডিয়া৷ ইলেকট্রিক যানের নানা সুবিধা: শহরের যানজটের মধ্যে সহজে পথ করে নেওয়া – অথচ কোনোরকম ধোঁয়া না ছেড়ে চলা৷ শব্দও কম৷ শহরবাসীদের পক্ষে সেটাও একটা বড় বিবেচনা৷ এছাড়া ইলেকট্রিক যানগুলি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চালানো যায়৷ কাজেই এ ভাবে জলবায়ু সুরক্ষার প্রতিও অবদান রাখা সম্ভব৷''

তবে ইলেকট্রিক যানগুলির দাম কম বললে ভুল করা হবে৷ একটি স্ক্রুজারের দাম প্রায় চার হাজার ইউরো৷ একটা সেকেন্ডহ্যান্ড গাড়ির দাম যে দেশে দু'হাজার, তার তুলনায় দামটা কিছু বেশি বৈকি৷ তবুও রোজগেরে শহরবাসীরা তাঁর স্ক্রুজার কিনবে বলে ইয়েন্স টিমে-র আশা৷ এমন সব মানুষ, যাদের প্রত্যেক দিন অনেক ছোট ছোট দূরত্ব পার করতে হয়, কিন্তু যারা বাস-ট্রাম-ট্যাক্সিতে সন্তুষ্ট নন৷ টিমে বলেন:

‘‘ইলেক্ট্রোমোবিলিটি এবং আর্বান মোবিলিটি – শহরের মধ্যে চলাফেরা – উভয় ক্ষেত্রেই আমরা সবেমাত্র সূচনায়৷ এ সব জিনিস বিপুলভাবে বাড়বে৷ যানচলাচল বাড়বে; লোকজন বিকল্প খুঁজবে এবং পাবে৷ আমার স্বপ্ন হল: আমি বুয়েনস আইরেস-এ বসে আছি – হঠাৎ দেখব একটি স্ক্রুজার রাস্তা দিয়ে যাচ্ছে৷ তাতেই আমার আনন্দ৷''

২০১৪ সালের মে মাস থেকে স্ক্রুজার কিনতে পাওয়া যাবে৷ সারা বিশ্ব থেকে ইতিমধ্যেই ৬০টি অর্ডার এসেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ