হামাস ও আল-শাবাবের মতো সন্ত্রাসী সংগঠনকে অর্থ সহায়তা করার সন্দেহে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী কয়েকটি সংগঠনকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার এ কথা জানান৷
বিজ্ঞাপন
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার মুখপাত্র স্টিভ অল্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সম্পর্কে এক টুইট বার্তায় বলেন, ‘‘এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়৷'' ‘‘সন্ত্রাসকে মোকাবেলা করতে হলে অর্থের উৎসমুখ বন্ধ করতে হবে'' জেহোফারের এমন বক্তব্যের উল্লেখ করে অল্টার আরো জানান, ড্যুসেলডর্ফভিত্তিক সংগঠন আনসার ইন্টারন্যাশাল সিরিয়ার আল নুসরা ফ্রন্ট, ফিলিস্তিনের হামাস এবং সোমালিয়ার আল-শাবাবের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে ৷ হামাস ইউরোপীয় ইউনিয়নে কালো তালিকাভুক্ত৷
বিশ্বের ভয়ংকর পাঁচ জঙ্গি সংগঠন
তথাকথিত জঙ্গিদের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে৷ অনেকেরই ধারণা তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-ই সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী৷ কিন্তু বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচি বা গ্লোবাল টেররিজম ইনডেক্স কিন্তু বলছে ভিন্ন কথা৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
বোকো হারাম
ইসলামিক স্টেট বা আইএস নয়, বিশ্বের ভয়ংকর জঙ্গি সংগঠনগুলোর তালিকার শীর্ষে রয়েছে নাইজেরিয়ার বোকো হারাম৷ ২০১৫ সালে আবু বকর শেকাউ-এর নেতৃত্বে এই জঙ্গি গোষ্ঠীটি ৬ হাজার ৬৪৪ জন মানুষকে হত্যা করেছে৷ তাদের হামলায় আহত হয়েছে ১,৭৪২ জন৷ বেশিরভাগই বেসামরিক নাগরিক৷ এছাড়া হাজারো কিশোরীকে অপহরণ করেছে বোকো হারাম৷
ছবি: picture-alliance/AP Photo/S.Alamba
ইসলামিক স্টেট
যদিও বোকো হারাম আইএস-এর তুলনায় বেশি মানুষকে হত্যা করেছে, কিন্তু আতঙ্ক সৃষ্টির দিক থেকে সবচেয়ে উপরে আছে আইএস৷ বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে আইএসকে৷ ২০১৫ সালে তাদের হাতে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৩ জন মানুষ এবং আহত হয় ৫ হাজার ৭৯৯ জন৷ ১০৭১টি হামলা চালিয়েছে তারা বিশ্ব জুড়ে৷ আবু বকর আল-বাগদাদির নেতৃত্বে সংগঠনটি সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইউরোপ জুড়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
তালেবান
১৯৯৪ সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় এই জঙ্গি সংগঠনটির আবির্ভাব৷ বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গি সংগঠন বলা হয় এদের৷ ২০১৫ সালে তালেবানের হাতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৭৭ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৩১০ জন৷ গত বছর বিশ্ব জুড়ে ৮৯১ টি হামলা চালিয়েছে তারা৷ হিবাতুল্লাহ আকন্দজাদা এখন তালেবানের নেতৃত্বে রয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/Noorullah Shirzada
ফুলানি জঙ্গি গোষ্ঠী
বিশ্বব্যাপী এদের তেমন পরিচিতি নেই৷ এরা নাইজেরিয়ার ফুলা সম্প্রদায়ের মানুষ৷ এদের লক্ষ্য ফুলানির ভূমি মালিকদের হত্যা করা৷ ২০১৫ সালে ১৫০ টি সন্ত্রাসী হামলা চালিয়েছে ফুলানি, তাদের হামলায় মারা গেছে ১ হাজার ২২৯ জন৷
ছবি: Getty Images/AFP/I. Lieman
আল-শাবাব
বোকো হারামকে যদি আইএস-এর সাথে তুলনা করা হয়, তবে আল শাবাবকে তুলনা করা যায় আল-কায়েদার সঙ্গে৷ পূর্ব আফ্রিকায় এদের আধিপত্য অনেক বেশি৷ সোমালিয়াকে ইসলামিক রাষ্ট্র বানানোই তাদের মূল লক্ষ্য৷ গত বছর জঙ্গি গোষ্ঠীটি ৪৯৬টি হামলা চালিয়েছে, হত্যা করেছে ১ হাজার ২১ জন মানুষকে, আহত হয়েছে ৮৫০ জন৷
ছবি: A. Ohanesian
5 ছবি1 | 5
আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার আগে বুধবার সকালে জার্মানির রাইনলান্ড-পালাটিনেট, বাডেন-ভ্যুর্টেনবার্গ, বাভারিয়ান, বার্লিন, ব্রান্ডেনবুর্গ, হামবুর্গ, নর্থ রাইন-ভেস্টফালিয়া, লোয়ার সাক্সনি, শ্লেসভিগ-হোলস্টাই এবং হেসে রাজ্যে অভিযান চালায় পুলিশ৷ অভিযানের সময় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়্৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহায়তায় নানাভাবে কর্মরত আনিস বেন-হাতিরা ফাউন্ডেশন, দ্য সোমালি কমিটি ফর ইনফর্মেশন অ্যান্ড অ্যাডভাইস ইন ডার্মশ্টাড, উম্মা শপ এবং বেটার ওয়ার্ল্ড অ্যাপিল-এর কর্মীরা রয়েছেন৷