1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আনসার ইন্টারন্যাশনাল নিষিদ্ধ

৫ মে ২০২১

হামাস ও আল-শাবাবের মতো সন্ত্রাসী সংগঠনকে অর্থ সহায়তা করার সন্দেহে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী কয়েকটি সংগঠনকে জার্মানিতে নিষিদ্ধ করা হয়েছে৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার এ কথা জানান৷

Deutschland | Razzien gegen islamisches Netzwerk
ছবি: Martin Gerten/dpa/picture alliance

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে তার মুখপাত্র স্টিভ অল্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সম্পর্কে এক টুইট বার্তায় বলেন, ‘‘এই নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসবাদে অর্থ সহায়তা দেয়৷'' ‘‘সন্ত্রাসকে মোকাবেলা করতে হলে অর্থের উৎসমুখ বন্ধ করতে হবে'' জেহোফারের এমন বক্তব্যের উল্লেখ করে অল্টার আরো জানান, ড্যুসেলডর্ফভিত্তিক সংগঠন আনসার ইন্টারন্যাশাল সিরিয়ার আল নুসরা ফ্রন্ট, ফিলিস্তিনের হামাস এবং সোমালিয়ার আল-শাবাবের সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করে বলে অভিযোগ রয়েছে ৷ হামাস ইউরোপীয় ইউনিয়নে কালো তালিকাভুক্ত৷

আনসার ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার আগে বুধবার সকালে জার্মানির রাইনলান্ড-পালাটিনেট, বাডেন-ভ্যুর্টেনবার্গ, বাভারিয়ান, বার্লিন, ব্রান্ডেনবুর্গ, হামবুর্গ, নর্থ রাইন-ভেস্টফালিয়া, লোয়ার সাক্সনি, শ্লেসভিগ-হোলস্টাই এবং হেসে রাজ্যে অভিযান চালায় পুলিশ৷ অভিযানের সময় ৯০ জনকে গ্রেপ্তার করা হয়্৷

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আনসার ইন্টারন্যাশনাল ও তার সহায়তায় নানাভাবে কর্মরত আনিস বেন-হাতিরা ফাউন্ডেশন, দ্য সোমালি কমিটি ফর ইনফর্মেশন অ্যান্ড অ্যাডভাইস ইন ডার্মশ্টাড, উম্মা শপ এবং বেটার ওয়ার্ল্ড অ্যাপিল-এর কর্মীরা রয়েছেন৷

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ