1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইসলাম অনাকাঙ্ক্ষিত

২ মে ২০১৬

জার্মানির দক্ষিণপন্থি এএফডি দল রবিবার তাদের ইশতাহার প্রকাশ করেছে৷ তাতে ইসলাম-বিরোধিতার পাশাপাশি অভিবাসনের মতো বিষয়েও নিজেদের অবস্থান খোলসা করেছে পপুলিস্ট এই দল৷

ছবি: Reuters/W. Rattay

ইসলাম ধর্ম নাকি জার্মানির সংবিধানের সঙ্গে খাপ খায় না৷ তবে জার্মানিতে বসবাসরত যে সব মুসলিম দেশের সংবিধান মেনে চলেন, তাদের মেনে নিতে প্রস্তুত জার্মানির রাজনৈতিক মঞ্চে সদ্য জেগে ওঠা এএফডি দল, জার্মান ভাষায় যার পোশাকি নাম ‘জার্মানির জন্য বিকল্প'৷ ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়ার বর্তমান অনেক বিষয়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সম্বল করে দলটি আত্মপ্রকাশ করেছিল৷

দলের বিভিন্ন নেতার কণ্ঠে চরম দক্ষিণপন্থি, বিদেশি বিদ্বেষী মন্তব্য শোনা গেছে৷ নেতৃত্বের মধ্যে মতভেদ বার বার প্রকট হয়েছে৷ কিন্তু একের পর এক রাজ্যের নির্বাচনে তাদের অভাবনীয় সাফল্য ও জনমত জরিপে তাদের বেড়ে চলা সমর্থন আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না৷ মূল স্রোতের দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লক্ষ্যে এএফডি রবিবার এক ইশতাহার প্রকাশ করেছে৷

সমাজে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে অবশ্য ইসলাম-বিরোধী অবস্থান আগের তুলনায় কিছুটা নরম করেছে এএফডি৷

সম্প্রতি ডয়চে ভেলে-র ‘কনফ্লিকট জোন' নামের সাক্ষাৎকারের অনুষ্ঠানে এএফডি নেত্রী ফ্রাউকে পেত্রী'কে দলের নানা বিতর্কিত অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয়৷

জার্মানির রাজনৈতিক মঞ্চে এএফডির মতো দলের এই উত্থান বাকি সব দলের জন্য গভীর দুশ্চিন্তার কারণ৷ অনেকের মতে, রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত হানছে এই দল৷ এমনকি তারা জার্মান সংবিধান লঙ্ঘন করছেন বলেও অনেকে অভিযোগ করছে৷

বেশ কিছুকাল ধরে ইউরোপের একাধিক দেশে চরম দক্ষিণপন্থি দলগুলির নির্বাচনি সাফল্য গোটা বিশ্বে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু জার্মানি এতকাল এই বিপজ্জ্নক প্রবণতা থেকে বিচ্ছিন্ন ছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের নাৎসি জমানার দুঃসপ্নের প্রেক্ষাপটে এএফডির উত্থান তাই অনেকের কাছেই এক অশনি সংকেত৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ