1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইসলাম-বিরোধী ভিডিও প্রদর্শন বন্ধের উদ্যোগ

১৭ সেপ্টেম্বর ২০১২

ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে তৈরি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে গোটা বিশ্বে তুমুল উত্তেজনা দেখা যাচ্ছে৷ জার্মানিতে ছবিটির প্রদর্শন বন্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার৷

A Sudanese demonstrator shouts slogans after protesters torched the German embassy in Khartoum during a demonstration against a low-budget film mocking Islam on September 14, 2012. Around 5,000 protesters in the Sudanese capital angry over the amateur anti-Islam film stormed the embassies of Britain and Germany, which was torched and badly damaged. AFP PHOTO / ASHRAF SHAZLY (Photo credit should read ASHRAF SHAZLY/AFP/GettyImages)
ছবি: AFP/Getty Images

অ্যামেরিকায় তৈরি ইসলাম-বিরোধী ভিডিও'র বিরুদ্ধে প্রতিক্রিয়া যে কতটা মারাত্মক হতে পারে, লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হত্যা তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে৷ সুদানের রাজধানী খার্তুমে জার্মান দূতাবাসের উপর হামলার পর বার্লিনও নড়েচড়ে বসেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গোটা বিশ্বে জার্মান দূতাবাসগুলির নিরাপত্তার উপর জোর দিচ্ছেন৷ ভিডিও'র বিষয়বস্তু যতই আপত্তিকর হোক না কেন, হিংসাত্মক ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মনে করেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এ প্রসঙ্গে বলেছেন, জার্মানির কিছু প্রান্তিক উগ্র দক্ষিণপন্থী গোষ্ঠী যেমন জার্মান জনগণের মতের প্রতিফলন ঘটায় না, উগ্র ইসলামপন্থীরাও বৃহত্তর আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধি নয়৷

Politiker:Schmähvideo Sicherheitsgefährdend # 18.09.2012 03 Uhr # video00b # Journal Englisch

01:31

This browser does not support the video element.

খোদ জার্মানিতেও বিষয়টি বিপজ্জনক মোড় নিতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ‘প্রো ডয়েচলান্ড' নামের এক চরম দক্ষিণপন্থী দল বিতর্কিত ভিডিওটি বার্লিনে একটি সিনেমা হলে দেখানোর ব্যবস্থা করবে বলে জানিয়েছে৷ নভেম্বর মাসের শুরু অথবা শেষে তারা এই কাজ করবে বলে জানিয়েছে৷ আর সিনেমা হল পাওয়া না গেলে অন্য ব্যবস্থা করা হবে৷ সোমবার দলের ওয়েবসাইটে ১ ঘণ্টা ১৪ মিনিট দৈর্ঘ্যের গোটা ভিডিওটি প্রকাশ করা হয়েছে৷ শুধু তাই নয়, বিতর্কিত মার্কিন যাজক টেরি জোন্স'কেও বার্লিনে আমন্ত্রণ জানিয়েছে এই দল৷ এই সব পদক্ষেপকে জার্মানিতে বসবাসরত মুসলিমদের জন্য বিশাল প্ররোচনা হিসেবে গণ্য করা হচ্ছে৷

জার্মান সরকারকে এই অবস্থায় ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে৷ রাজনৈতিক স্তরে ও সমাজে বিষয়টি নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে৷ একদিকে মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার, অন্যদিকে গণ নিরাপত্তার প্রশ্ন৷ বর্তমান পরিস্থিতিতে জার্মানিতে টেরি জোনস'এর উপস্থিতি উত্তেজনা বাড়িয়ে তুলবে, এই যুক্তিতে তাঁর জার্মানি প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে সরকার৷

চ্যান্সেলর ম্যার্কেল আরও বলেছেন, নিরাপত্তার খাতিরে জার্মানিতে এই ভিডিও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে তাঁর সরকার৷ জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হান্স পেটার ফ্রিডরিশ আশা প্রকাশ করেছেন, যে বার্লিন রাজ্যের কর্তৃপক্ষ এই ভিডিও প্রদর্শন বন্ধ করতে যাবতীয় উদ্যোগ নেবে৷ তিনি বলেন, এটা শুধু জার্মানির অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন নয়, আরব বিশ্ব সহ আন্তর্জাতিক আঙিনায় জার্মানির সুসম্পর্কের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ৷ ম্যার্কেল ও ফ্রিডরিশ অবশ্য স্পষ্ট করে দিয়ে বলেন, এ ক্ষেত্রে গোটা ছবিটি নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে না, শুধু প্রকাশ্যে এর প্রদর্শন বন্ধ করার চেষ্টা চলছে৷

এসবি / জেডএইচ (ডিপিএ,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ