1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উগ্র ডানপন্থা: আতঙ্কে মুসলিমরা

১৪ অক্টোবর ২০১৯

জার্মানির হালে শহরে ইহুদিদের উপাসনালয়ে হামলায় মর্মাহত দেশটির মুসলিমরা৷ সেখানে বসবাসরত মুসলমানদের কেন্দ্রীয় কাউন্সিল এই ঘটনায় ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে৷ মুসলিমরা শঙ্কিত তাদের নিজেদের নিরাপত্তা নিয়েও৷ 

Pro NRW Mahnwache vor der Mülheimer Fatih-Moschee
ছবি: picture-alliance/Revierfoto

হালে শহরে ইহিদিদের সিনাগগের উপর হামলার ঘটনাটি খুব একটা বিস্ময়কর ছিল না আয়মান মাজাইকের কাছে৷ এমন কিছু ঘটতে পারে তা আন্দাজ করতে পারছিলেন সেখানে বসবাসরত মুসলিমদের কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান৷ তাঁর মতে যেই ঘটনাটি ইহুদিদের সাথে ঘটেছে তার শিকার হতে পারত সেখানকার মুসলিমরাও৷ কেননা ইহুদি আর মুসলিম দুই সম্প্রদায়কেই একই নজরে দেখে দৃর্বত্তরা৷ এজন্য তাদের একে অন্যকে সহযোগিতা করা উচিৎ বলে মনে করেন তিনি৷ মাজাইক নিজে ঘটনার পরে হালের ইহুদিদের সাথে দেখা করেছেন, জানিয়েছেন সহমর্মিতা৷

জার্মানির পূর্বের শহর হালেতে হামলার এই ঘটনাটি ঘটে ৯ই অক্টোবর৷ সিনাগগ বা ইহুদি উপাসনালয়ে তখন প্রার্থনা চলছিল৷ অস্ত্রশস্ত্র নিয়ে, হেলমেটে ক্যামেরা লাগিয়ে হত্যালীলা চালানোর প্রস্তুতিই হয়তো নিয়ে এসেছিল আততায়ী৷ কিন্তু বন্ধ দরজার উপর বিস্ফোরক নিক্ষেপ করেও সফল হতে পারেনি ঐ ব্যক্তি৷ সিনাগগের নিজস্ব নিরাপত্তারক্ষীরা সেই হামলা প্রতিহত করে৷ ভিতরে ঢুকতে ব্যর্থ হয়ে দুই পথচারীকে হত্যা করে সে৷ পালানোর সময় হামলাকারী ধরা পড়ে পুলিশের হাতে৷

এর আগে বিভিন্ন সময়ে উপাসনালয়ে হামলার শিকার হয়েছেন এই শহরের মুসলিমরাও৷ মাজাইক মনে করেন পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে৷ এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে, অপরাধীরা এখন আর মুখে কিছু বলে দমে যাচ্ছে না, তারা চায় সরাসরি আক্রমণ করতে৷ ‘‘উগ্র ডানপন্থী কিছু সন্ত্রাসীর আচরণ এখন অনেকটা ক্রাইস্টচার্চের ঘটনার মতো৷ তারা তাদের ম্যানিফেস্টো জানান দিয়েছে, আর সেখান থেকে অন্যরাও অনুপ্রাণিত হয়ে একই ঘটনার অনুকরণ করছে৷ কাজেই এটা এক ধরনের ঘোষণা দিয়ে আসা বিপর্যয়ই বলতে পারেন৷ যা আসলেই ভয়ংকর,'' বলেন মাজাইক৷  

ইসলাম বিদ্বেষী অপরাধের সংখ্যা বাড়ছে

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয় ২০১৮ সালে ৯১০টি ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা নথিবদ্ধ করেছে৷ সংখ্যাটি ২০১৭ সালের তুলনায় কিছুটা কম৷ সে বছর এই ধরনের ১০৭৫টি অপরাধের ঘটনা নথিবদ্ধ হয়েছিল৷ যদিও মুসলমানদের উপর সরাসরি হামলা আগের চেয়ে ক্রমশ বাড়ছে৷ ২০১৭ সালে যেখানে ৩২ জন আহত হয়েছিল, ২০১৮ সালে তা বেড়ে ৪০ জনে পৌছেছে৷

মুসলিমদের কেন্দ্রীয় কাউন্সিল মনে করে এই সংখ্যা দিয়েও ঠিক বাস্তবতা বোঝা যাবে না৷ কেননা অপরাধের সব ঘটনা পরিসংখ্যানে আসে না৷ হামলার শিকার যারা হয় তাদের একটি বড় অংশই সেগুলো প্রকাশ করেন না৷ আবার পুলিশ এবং তদন্তকারীরা কিছু অপরাধ ভুলভাবে শ্রেণীভুক্ত করে৷ এর ফলেও ইসলাম বিদ্বেষী অনেক ঘটনা বাদ যায়৷ এমনটাই বলা হয়েছে স্থানীয় আঞ্চলিক গণমাধ্যম ‘নয়ে অসনাব্রুকার সাইটুং' এর এক প্রতিবেদনে৷

ইসলামভীতি ছড়িয়ে পড়ছে সমাজের সব স্তরে

এরোফোর্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ইসলাম বিশেষজ্ঞ কাই হাফেজের এক গবেষণায় দেখা গেছে ৫০ ভাগেরও বেশি জার্মান ইসলামভীতি পোষণ করেন৷ থিউরিংগিয়া এবং স্যাক্সোনির মতো কিছু অঞ্চলে এই হার ৭০ ভাগ বা তার চেয়েও বেশি৷ এক সময় প্রবণতাটি সমাজের প্রান্তিক পর্যায়ে থাকলেও এখন তা ছড়িয়ে পড়ছে বিস্তৃতভাবে৷ জার্মান ‘অ্যান্টি ডিসক্রিমিন্যাশন অ্যাসোসিয়েশন' এর সদস্য বিয়ার্তে ভাইসও বিষয়টি স্বীকার করেন৷ প্রতিদিনই মুসলিমবিদ্বেষী মনোভাব বাড়ছে বলে মনে করেন তিনি৷

আয়মান মাজাইক ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘থুতু দেয়া বা কড়া দৃষ্টি তেমন ক্ষতিকর অভিজ্ঞতা নয় বরং রাস্তা ঘাটে এখন আমাদেরকে প্রায়ই মৌখিক ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হয়৷ সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ক্রমশ, বাড়ছে বর্ণবাদী নিন্দা কিংবা অপমান করার প্রবণতা৷'' মাজাইক বলেন, এই পরিস্থিতির মুখোমুখি এখন মুসলিম আর ইহুদি দুই পক্ষই৷ সংখ্যাগরিষ্ঠের চেয়ে যারাই আলাদা তারাই এমন আচরণের শিকার হচ্ছে৷

মাজাইকের মতে অবস্থা এমন দাড়িয়েছে যে, ‘‘শিশু ও নারীরা এখন মসজিদে আসতে ভয় পায়৷ শুক্রবারের প্রার্থনায় যাওয়ার সময় তারা বিচলিত বোধ করে৷ অনেকে আবার ভয়ে মসজিদে আসাও ছেড়ে দিচ্ছে৷'' তিনি মনে করেন জনগণের স্বাধীনতা ও  মুক্তচিন্তার অধিকার রক্ষার জন্য পরিচিত একটি দেশে এমন পরিস্থিতি চলতে পারে না৷ আর সেদিক থেকে হালে শহরে ইহিদিদের সিনাগগের উপর হামলাকে তিনি দেখছেন ‘টার্নিং পয়েন্ট' বা সন্ধিক্ষণ হিসেবে৷

উগ্র ডানপন্থা কীভাবে মোকাবেলা করা যাবে এমন প্রশ্নের জবাবে মাজাইক মুসলিম বিদ্বেষ রোধে একজন কমিশনার নিয়োগের আহবান জানানোর কথা বলেন৷ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা শুরুর পাশাপাশি নিরাপত্তায় বিনিয়োগের উপরও জোর দেন তিনি৷ বলেন, উগ্র ডানপন্থাকে মোকাবেলা করতে হলে আপনাকে চূড়ান্ত অর্থে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে হবে৷

কের্স্টেন কিনিপ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ