জার্মানির কিছু বড় প্রতিষ্ঠানের নির্বাহী পদে নারীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে৷ কিছু প্রতিষ্ঠান আবার আগামীতে উচ্চ পদে নারীদের সুযোগ দেয়ার পরিকল্পনা করেছে৷
বিজ্ঞাপন
এপ্রিল মাসের শেষের দিকে জার্মানির ১৮৮টি নামকরা প্রতিষ্ঠানের নির্বাহী পদগুলোর মধ্যে প্রায় প্রতি তিনটির মধ্যে একটিতে ছিলেন নারী৷
এমনিতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ কমিটির শতকরা প্রায় নব্বই ভাগেই রয়েছেন পুরুষরা৷ তবে গত বছরের তুলনায় নারীর প্রতিনিধিত্ব ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে৷ তবে ৭৫টি কোম্পানি ভবিষ্যতে তাদের নেতৃত্বের পদে কোনো নারী প্রতিনিধি না রাখার পরিকল্পনা করেছে৷ জার্মানির নারী বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকা গিফে এই পদক্ষেপের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন৷ চার বা চারের অধিক সদস্যের এক্সিকিউটিভ কমিটিতেও নারী কোটা রাখার কথা বলেন তিনি
উচ্চপদস্থ নারীর জীবনে বিবাহ বিচ্ছেদ কি অনিবার্য?
সফল একটি ক্যারিয়ার আর ভালোবাসায় পূর্ণ সংসার, প্রায় সব মানুষের স্বপ্ন৷ কিন্তু নারীর জীবনে পদোন্নতি আর বিচ্ছেদ যেন এক সুতায় গাঁথা৷ উচ্চপদে থাকা পুরুষের তুলনায় উচ্চপদের থাকা নারীদের জীবনে সংসার ভেঙ্গে যাওয়া হার অনেক বেশি৷
ছবি: SAP
আমেরিকান ইকোনমিক জার্নাল
জানুয়ারির শুরুতে আমেরিকান ইকোনমিক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, পেশা জীবনে সফল হতে পুরুষদের তুলনায় নারীদের ব্যক্তিগত জীবনে বেশি মূল্য দিতে হয়৷
ছবি: @WomenTwenty_Ger
সিইও পদে নারী
সুইডেনে কোনো বেসরকারি কোম্পানির প্রধান নির্বাহী পদে নিয়োগ পাওয়ার তিন বছরের মধ্যে বিবাহিত পুরুষদের তুলনায় নারীদের বিচ্ছেদের হার প্রায় দ্বিগুণ৷
ছবি: SAP
সরকারি পদে
গত তিন দশকের পরিসংখ্যান অনুযায়ী মেয়র বা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাদের বিবাহ বিচ্ছেদের আশঙ্কা দ্বিগুণ হয়ে যায়৷ অথচ পুরুষদের ক্ষেত্রে এ আশঙ্কা প্রায় শূন্য৷
ছবি: Getty Images/AFP/K. Krzaczynski
অন্যান্য পেশার চিত্রও প্রায় এক
চিকিৎসক বা পুলিশের মত দায়িত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশাতেও নারীদের পদন্নোতির পর সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের আশঙ্কা একই হারে বাড়ে৷
ছবি: imago/Martin Wagenhan
সন্তানের উপর প্রভাব
গবেষণায় অংশ নেওয়া বেশিরভাগ দম্পতির সন্তান ছিল এবং বাবা-মার বিচ্ছেদের পর তারা বাড়ি ছেড়ে চলে গেছে৷ কিন্তু অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে বিষয়টা আরো অনেক বেশি চাপের হয়ে যায়৷
ছবি: picture-alliance
কোথায় সংঘাত
সুইডেনের একটি অভিজাত আসবাবপত্র তৈরির কোম্পানির সিইও শার্লট লিজুং৷ বিবাহ বিচ্ছেদের সময় তার দুই সন্তান খুব ছোট ছিল৷ সন্তানের দায়িত্ব এবং বড় পদে কাজের চাপ তার সংসারে চিড় ধরাতে মুখ্য ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি৷
তবে সন্তান না থাকলেও একই সংকট তৈরি হতে পারে বলে মনে করেন লিজুং৷ বলেন, ‘‘সংসারের লাগাম কার হাতে, কার আয় বেশি৷ এটা ভীষণ গুরুত্বপূর্ণ৷ আজকাল অনেক পুরুষ এটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে বিষয়টা তাদের জন্য মেনে নেওয়া খুব কঠিন৷’’
ছবি: Imago/Xinhua
লিঙ্গ সমতা
ইউরোপীয় ইউনিয়নের লিঙ্গ সমতা ইনডেক্সে সুইডেন সবার উপরে৷ সন্তান জন্মের পর ছুটি, দিবাযত্ন কেন্দ্রে ভর্তুকি, শিথিল কাজের সময় ইত্যাদি কারণ এক্ষেত্রে ভূমিকা রেখেছে৷ তারপরও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সেখানে বিচ্ছেদের হার বেশি৷
নারীরা আর্থিকভাবে সাবলম্বী হওয়ার পর বিচ্ছেদের হার বেড়েছে৷ একটি অসুস্থ সংসার জীবন বয়ে নিয়ে যাওয়ার চেয়ে বিচ্ছেদই ভালো নয় কি?
ছবি: picture-alliance/PPE/Beijersbergen
9 ছবি1 | 9
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্টক একচেঞ্জে নারী কোটা বাড়ানোর পক্ষে৷ গত বুধবার তিনি সংসদে নারী বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকা গিফেকে বলেন, ‘‘এমন অনেক স্টক একচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে যেসবের কার্যনির্বাহী কমিটিতে একজন নারীও নেই, যা মোটেই যুক্তিসঙ্গত নয়৷''