1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উৎসবে যৌন হয়রানি

৪ অক্টোবর ২০১৮

পুরো বিশ্বে বিয়ার পানের উৎসব হিসেবে মিউনিখের অক্টোবরফেস্ট বিখ্যাত৷ কিন্তু এই উৎসবে নারীরা প্রায়ই যৌন হয়রানির শিকার হয়ে থাকেন৷ এ বছর এসব ঘটনা আরও বেড়েছে বলে জানিয়েছে পুলিশ৷

ছবি: picture-alliance/dpa/S. Hoppe

সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে শুরু হয় এই উৎসব৷  যেসব তাঁবুতে বিয়ার বিক্রি হয়, রাতের বেলায় সেগুলোতে গিয়ে বিয়ার নিতে লাইন ধরে দাঁড়ান ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তরুণ-তরুণীরা৷ এমনই এক তাঁবুতে মারামারি করতে গিয়ে এ বছর প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি৷ তাই তরুণ-তরুণীদের প্রশ্ন করা হয়েছিল, তারা কি অক্টোবরফেস্টে নিরাপদ বোধ করেন? এর উত্তরে তরুণরা উৎসবে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির প্রশংসা করেছেন৷ কিন্তু তরুণীদের ক্ষেত্রে ভিন্ন উত্তর পাওয়া গেছে৷ নিরাপত্তার প্রশ্নে তাঁদের অনেককেই নিশ্চুপ থাকতে দেখা গেছে৷

এ বছরের উৎসব শুরু হওয়ার পর এ পর্যন্ত পুলিশ ২১টি যৌন হয়রানির মামলা নথিবদ্ধ করেছে৷ এর মধ্যে যৌন নীপিড়ন এমনকি ধর্ষণের ঘটনাও আছে৷ ঘটেছে দলবদ্ধ হয়ে নারীদের স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করার ঘটনাও৷

অক্টোবরফেস্ট: অফুরান আনন্দের মেলা

04:34

This browser does not support the video element.

২২ শে সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবের প্রথম দিনেই ২১ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অপরাধে ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ ওই নারী ফিনল্যান্ড থেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন৷ এর মাত্র কয়েকদিন পরেই ৪৩ বছর বয়সি এক নারীর স্কার্টের তলায় হাত ঢুকিয়ে দিলে যৌন হয়রানিকারীর হাত ধরে ফেলেন ওই নারী৷ কিন্তু একটি কাচের বোতল ওই নারীর মুখে ভেঙে পালিয়ে যায় ওই ব্যক্তি৷ পুলিশ জানিয়েছে, গত কয়েক বছর ধরে অক্টোবর ফেস্টে নারীদের উপর যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে৷

২০১৭ সালে উৎসব চলাকালীন মোট ৬৭টি অভিযোগ জানানো হয়েছে পুলিশকে৷ ২০১৬ সালে এমন অভিযোগ ছিল ৩৪টি৷

উৎসবে অংশ নেয়া অনেক নারী ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাঁরা নিজেরা এ ধরনের হয়রানির শিকার হননি৷ অনেকে আবার ধরে নিয়েছেন এসব তাঁবুর আশেপাশে থাকলে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক৷ অক্টোবরফেস্টে নারীদের নিরাপত্তা দেয়া এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ‘স্পট’ করা হয়েছে, কিন্তু অনেক বছর ধরে উৎসবে যোগ দিচ্ছেন এমন নারীরাও জানেন না সেটার অবস্থান৷

রেবেকা স্টাওডেনমায়ের/এপিবি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ