পুরো বিশ্বে বিয়ার পানের উৎসব হিসেবে মিউনিখের অক্টোবরফেস্ট বিখ্যাত৷ কিন্তু এই উৎসবে নারীরা প্রায়ই যৌন হয়রানির শিকার হয়ে থাকেন৷ এ বছর এসব ঘটনা আরও বেড়েছে বলে জানিয়েছে পুলিশ৷
বিজ্ঞাপন
সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে শুরু হয় এই উৎসব৷ যেসব তাঁবুতে বিয়ার বিক্রি হয়, রাতের বেলায় সেগুলোতে গিয়ে বিয়ার নিতে লাইন ধরে দাঁড়ান ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তরুণ-তরুণীরা৷ এমনই এক তাঁবুতে মারামারি করতে গিয়ে এ বছর প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি৷ তাই তরুণ-তরুণীদের প্রশ্ন করা হয়েছিল, তারা কি অক্টোবরফেস্টে নিরাপদ বোধ করেন? এর উত্তরে তরুণরা উৎসবে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির প্রশংসা করেছেন৷ কিন্তু তরুণীদের ক্ষেত্রে ভিন্ন উত্তর পাওয়া গেছে৷ নিরাপত্তার প্রশ্নে তাঁদের অনেককেই নিশ্চুপ থাকতে দেখা গেছে৷
এ বছরের উৎসব শুরু হওয়ার পর এ পর্যন্ত পুলিশ ২১টি যৌন হয়রানির মামলা নথিবদ্ধ করেছে৷ এর মধ্যে যৌন নীপিড়ন এমনকি ধর্ষণের ঘটনাও আছে৷ ঘটেছে দলবদ্ধ হয়ে নারীদের স্পর্শকাতর অঙ্গ স্পর্শ করার ঘটনাও৷
অক্টোবরফেস্ট: অফুরান আনন্দের মেলা
04:34
২২ শে সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবের প্রথম দিনেই ২১ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অপরাধে ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে পুলিশ৷ ওই নারী ফিনল্যান্ড থেকে উৎসবে যোগ দিতে এসেছিলেন৷ এর মাত্র কয়েকদিন পরেই ৪৩ বছর বয়সি এক নারীর স্কার্টের তলায় হাত ঢুকিয়ে দিলে যৌন হয়রানিকারীর হাত ধরে ফেলেন ওই নারী৷ কিন্তু একটি কাচের বোতল ওই নারীর মুখে ভেঙে পালিয়ে যায় ওই ব্যক্তি৷ পুলিশ জানিয়েছে, গত কয়েক বছর ধরে অক্টোবর ফেস্টে নারীদের উপর যৌন হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে৷
২০১৭ সালে উৎসব চলাকালীন মোট ৬৭টি অভিযোগ জানানো হয়েছে পুলিশকে৷ ২০১৬ সালে এমন অভিযোগ ছিল ৩৪টি৷
উৎসবে অংশ নেয়া অনেক নারী ডয়চে ভেলেকে জানিয়েছেন, তাঁরা নিজেরা এ ধরনের হয়রানির শিকার হননি৷ অনেকে আবার ধরে নিয়েছেন এসব তাঁবুর আশেপাশে থাকলে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক৷ অক্টোবরফেস্টে নারীদের নিরাপত্তা দেয়া এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ‘স্পট’ করা হয়েছে, কিন্তু অনেক বছর ধরে উৎসবে যোগ দিচ্ছেন এমন নারীরাও জানেন না সেটার অবস্থান৷
রেবেকা স্টাওডেনমায়ের/এপিবি
অক্টোবরফেস্ট: কী করবেন, কী করবেন না
জার্মানির মিউনিখের বিয়ার উৎসব বিশ্বব্যাপী পরিচিত ‘অক্টোবরফেস্ট’ নামে৷ নাম অক্টোবরফেস্ট হলেও উৎসব শুরু হয় সেপ্টেম্বরে৷ ১৭ দিনের এ উৎসবে প্রতি বছর জড়ো হন প্রায় ৬০ লাখ মানুষ৷
ছবি: picture-alliance/imageBROKER/M. Siepmann
নাচুন, বেশি করে নাচুন
তাঁবুতে বিয়ার পান করা তো বাধ্যতামূলক৷ একবার ভেতরে ঢুকে গেলে গানবাজনা আর আনন্দ এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকে না৷ দারুণ আনন্দে আপনি বেঞ্চে উঠেও নাচতে পারবেন, সবাই হাততালি দিয়ে উসাহও জোগাবে৷ কিন্তু অতি উৎসাহে টেবিলে উঠে পড়়বেন না যেন৷ এ অপরাধে বেরও করে দেয়া হতে পারে তাঁবু থেকে৷
ছবি: picture-alliance/dpa/F. Hörhager
নিজের আনা খাবার? একেবারেই না
বিয়ার টেন্ট কিন্তু বিয়ার গার্ডেন না৷ এ কারণেই এখানে নিজে খাবার নিয়ে আসার অনুমতি নেই৷ তবে বিয়ারের তাঁবুর বাইরেই সাধারণত বিয়ার গার্ডেনও থাকে৷ সেখানে বসে তৃপ্তির সাথে নিজের খাবার উপভোগ করতে পারেন আপনি৷
ছবি: picture-alliance/imageBROKER/P. Pavot
হেন্ডল চিকেন, আহ, সুস্বাদু
মদ্যপানের সাথে অন্য কোনো খাবার থাকবে না, তা কেমন করে হয়৷ অক্টোবরফেস্টে সবচেয়ে জনপ্রিয় হেন্ডল চিকেন এক ধরনের ছোট করে কেটে ফ্রাই করা মুরগি৷
ছবি: picture-alliance/dpa/K.-J. Hildenbrand
রোলার কোস্টারে কত মজা!
প্রতিবারই অক্টোবরফেস্টে থাকে অলিম্পিয়া লুপিং৷ অক্টোবরফেস্টে আসা প্রত্যেকেই একবার হলেও এই রোলার কোস্টারে চড়েন৷ তবে সাবধান! যা-ই করুন, বিয়ার খাওয়ার আগে৷ বিয়ার খেয়ে রোলার কোস্টারে উঠলে তা আপনার জন্য তো বটেই, আপনার আশেপাশের লোকজনের জন্যও বিব্রতকর হয়ে দাঁড়াতে পারে৷ কেন? তা কি বলে দিতে হবে?
ছবি: picture-alliance/imageBROKER/B. Strenske
পোশাকে বিশেষ তথ্য
অক্টোবরফেস্টে অনেকেই যান বিশেষ পোশাক পরে৷ তবে মেয়েদের পোশাকে থাকে বিশেষ কিছু তথ্য৷ কোমরে বাঁধা ফিতার গিঁট যদি ডানে থাকে, বুঝতে হবে তাঁর একজন পার্টনার আছে, বাঁদিকে থাকলে তিনি সিঙ্গেল, মাঝখানে থাকলে বোঝায় ভার্জিন৷ কেবল বিধবা এবং ওয়েটাররাই গিঁট দেন পেছনে৷
ছবি: picture-alliance/imageBROKER/M. Siepmann
বিয়ারের মগ চুরি, একেবারেই না
স্যুভেনির হিসেবে খুবই লোভনীয় অক্টোবরফেস্টের বিয়ার মগ৷ প্রতি বছর অক্টোবরফেস্ট থেকে হাজার হাজার বিয়ার মগ চুরি হয়৷ কিন্তু ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে আপনাকে৷ ফলে খুব ইচ্ছে হলে দোকান থেকে কিনে নিতে পারেন আপনার নিজের মগ৷ এটা যে চুরি করা নয়, তা বোঝাতে মগের গায়ে লাগানো থাকে একটি নামফলক৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
বিবস্ত্র হলে সমস্যা নেই, ছবি তুলবেন না
পার্টি চলাকালীন কোনো নারীর ছবি তুলতেই পারেন৷ কিন্তু মাঝেমধ্যে অনেকেই আবেগের তাড়নায় টপলেস হয়ে নাচতে শুরু করেন৷ এটা অক্টোবরফেস্টে অপরাধ হিসেবে গণ্য হয় না৷ কিন্তু আপনি যদি এই পাগলামি ক্যামেরায় ধারণ করার চিন্তা করে থাকেন, তাহলে সাবধান! তাঁবুতে যা ঘটছে, তা তাঁবুতেই থাকতে দিন, ইন্টারনেটে নয়৷