1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এএফডির যুব সংগঠনকে চরমপন্থি অভিহিত করা যাবে

৭ ফেব্রুয়ারি ২০২৪

জার্মানির উগ্র-ডানপন্থি রাজনৈতিক দল এএফডির যুব সংগঠনকে আনুষ্ঠানিকভাবে চরমপন্থি হিসেবে অভিহিত করতে কোনো বাধা নেই৷ জার্মানির একটি আদালত এমন রায় দিয়েছে৷

ইউঙ্গে অলটারনেটিভের পতাকা হাতে এক সমর্থক
ইউঙ্গে অলটারনেটিভকে চরমপন্থি শনাক্ত করার বিপক্ষে আদালতে আবেদন জানায় এএফডি ও সংগঠনটিছবি: Alex Talash/dpa/picture alliance

মঙ্গলবার ঘোষিত জার্মানির একটি প্রশাসনিক আদালতের রায়ে বলা হয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এএফডির অঙ্গ সংগঠনটিকে ‘চরম ডানপন্থি' হিসেবে চিহ্নিত করতে পারবে৷

কোলন শহরের প্রশাসনিক আদালতে এএফডি ও তাদের অঙ্গসংগঠন ‘ইউঙ্গে অলটারনেটিভ' (তরুণ বিকল্প) তাদেরকে এভাবে শনাক্ত করার বিপক্ষে আদেশ চেয়ে আবেদন করে৷ সেই আবেদন বাতিল করে দিয়েছে আদালত৷

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলতি সপ্তাহে উচ্চ আদালতে তারা আপিল করতে পারবে৷ 

রায়ে বলা হয়েছে, ‘আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে, জেএ (ইউঙ্গে অলটারনেটিভ) একটি চরমপন্থি সংগঠন'৷ সংগঠনটি জার্মান সমাজের ‘নৃতাত্ত্বিক পরিচয়ভিত্তিক জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির' প্রচার চালায়৷ এই ধরনের দৃষ্টিভঙ্গি ধারণকারীরা জার্মানির মানুষের নৃতাত্ত্বিক কাঠামো রক্ষা এবং বিদেশিদের বের করে দেয়া সমর্থন করেন৷ আদালত বলেছে, দলটি বিদেশিদের বিশেষ করে যাদের মুসলিম পরিচয় আছে তাদের প্রতি ‘অব্যাহত ক্ষোভ' প্রদর্শন করে যাচ্ছে৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজা রায়কে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আজকের রায়ে এটা পরিষ্কার যে আমরা মানবতার প্রতি ব্যাপক অবজ্ঞা, বর্ণবাদ, মুসলমানদের প্রতি ঘৃণা এবং আমাদের গণতন্ত্রের উপর হামলার মোকাবিলা করে যাচ্ছি৷''

গত এপ্রিলে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (বিএফভি) আনুষ্ঠানিকভাবে জেএ-কে চরমপন্থি হিসেবে চিহ্নিত করেছিল৷ যার ফলে দলটি ও তার সদস্যদের কর্মকাণ্ডকে জার্মানির গণতন্ত্রের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে ধরে নিয়ে তাদের উপর নজরদারি চালানোর অনুমোদন লাভ করে গোয়েন্দা সংস্থা৷ এর বিরুদ্ধেই আদালতে গিয়েছিল এএফডি ও তার অঙ্গ সংগঠন৷

সাম্প্রতিক সময়ে এএফডির নীতি নির্ধারণী একটি গোপন বৈঠকের খবর ফাঁসের পর জার্মানিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়৷ ক্ষমতায় আসলে তারা বিদেশিদের কীভাবে জার্মানি থেকে বের করবে সেই কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ এই খবর প্রকাশিত হওয়ার পর জার্মানির বিভিন্ন শহরে গণতন্ত্রমনস্ক মানুষ দলটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন৷ এএফডিকে নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে৷ এদিকে জরিপ অনুযায়ী এএফডির জনপ্রিয়তা বেড়েছে, যা নিয়ে উদ্বেগ আছে সরকারের মধ্যে৷

এফএস/জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ