1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এক বছরে ১২ লাখ অভিবাসী

৮ ফেব্রুয়ারি ২০২৩

২০২২ সালে দশ লাখ ইউক্রেনীয় শরণার্থী এসেছেন জার্মানিতে৷ পাশাপাশি অন্যান্য দেশের আরো দুই লাখ অভিবাসী আশ্রয় প্রার্থনা করেছেন বলে ধারণা করা হচ্ছে৷ ফলে এক বছরে সর্বোচ্চ অভিবাসী প্রবেশের হিসেবে ২০১৫ সালও এখন ম্লান।

বিশ্লেষকগণ সতর্ক করে বলেছেন, ইউক্রেন থেকে আরো শরণার্থী আসতে পারে।
বিশ্লেষকগণ সতর্ক করে বলেছেন, ইউক্রেন থেকে আরো শরণার্থী আসতে পারে।ছবি: Carsten Koall/dpa/picture alliance

২০১৫ সালে ইউরোপে চরম অভিবাসী সংকটের চেয়েও অনেক বেশি মানুষ ২০২২ সালে জার্মানিতে আশ্রয়প্রার্থী বলে রবিবার জানিয়েছে ভেল্ট আম জনটাগ সংবাদমাধ্যম।

সংবাদপত্রটি বলছে, নতুন বছরে আরো ১.২ মিলিয়নের আগমন ঘটবে- যা হবে ২০১৫ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি। প্রধানত সিরিয়া যুদ্ধের কারণে সে বছর ৮ লক্ষ ৯০ হাজার মানুষ জার্মানিতে এসেছিল।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর ১০ লাখেরও বেশি ইউক্রেনীয়কে জার্মানিতে স্বাগত জানানো হয়। তাদেরকে এই হিসাবে ধরা হয়েছে। এছাড়া বছরের শেষ নাগাদ আরো দুই লাখ আশ্রয়প্রার্থী আবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এত বড় সংখ্যক শরণার্থী ও আশ্রয়প্রার্থী জার্মানিতে আসার ফলে পৌরসভাগুলোতে প্রয়োজনীয় সম্পদের সংকট দেখা দিয়েছে। অনেক রাজনীতিবিদের কাছে এটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, বিশ্লেষকগণ সতর্ক করে বলেছেন, ইউক্রেন থেকে আরো শরণার্থী আসতে পারে।

জার্মানিতে আশ্রয় নিচ্ছেন ইউক্রেনের শরণার্থীরা

02:30

This browser does not support the video element.

এমন পরিস্থিতিতে রাজ্যগুলো সরকারের কাছে আরো নগদ অর্থ প্রদানের জন্য আহ্বান জানিয়েছে।

বিভিন্ন রাজ্যের অভিবাসন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, জার্মানির অনেক অঞ্চল সর্বোচ্চ পর্যায়ে তাদের সম্পদ ব্যবহার করেছে। ফেডারেল সরকারের আরো সহায়তা তাই জরুরিভাবে তাদের প্রয়োজন।

সরকার জানিয়েছে, ২০২৩ সালে ২.৭৫ বিলিয়ন ইউরো সংকট নিরসনের জন্য বরাদ্দ করা করেছে। গত বছর রাজ্য ও পৌরসভাগুলোকে ৩.৫ বিলিয়ন ইউরো দেয়া হয়েছিল।

নিক মার্টিন/একেএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ