1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈধ নয় সমকামীদের বিয়ে

২৭ অক্টোবর ২০১৫

সমকামীদের মধ্যে বিয়ে এখনো বৈধ হয়নি জার্মানিতে৷ যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশে তা ইতোমধ্যে বৈধ হয়েছে৷ জার্মানিতে সমকামীদের একসঙ্গে বসবাসের ক্ষেত্রে অবশ্য কোনো আপত্তি নেই৷

Bildgalerie - Kardinal Meisner
ছবি: picture-alliance/dpa

জার্মানির ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতন্ত্রী দল (সিডিইউ) সমকামীদের বিয়ের ব্যাপারে এখনো অনড় অবস্থানে রয়েছে৷ যদিও একের পর এক ইউরোপীয় দেশ বিষয়টিকে বৈধতা দিচ্ছে৷ সর্বশেষ আয়ারল্যান্ড এ ধরনের বিয়েতে সম্মতি জানিয়েছে৷ দেশটির সংসদে সমকামীদের বিয়ের পক্ষে ভোট পড়ে ৬২ শতাংশ৷ মে মাসে সেই ঘটনার পর জার্মানির উপরে চাপ বাড়ে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অবশ্য সেই চাপের কাছে নতি স্বীকারে রাজি নন৷ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই নারী সমকামীদের বিয়ের অধিকারের প্রশ্নে এখনও ছাড় দিতে রাজি হননি৷ সমকামীরা জার্মানিতে একসঙ্গে বসবাসের স্বীকৃতি পেলেও বিয়ের অধিকার তাই পাচ্ছেন না৷ এমনকি এই বিষয়ে কোনো খসড়া আইন প্রস্তুতেরও পক্ষে নন ম্যার্কেল৷

বিয়ের অধিকার না থাকায় সমকামী দম্পতিরা নানারকম সমস্যার মধ্যেও পড়ছেন৷ সন্তান দত্তক নেবারক্ষেত্রে তাদের সুযোগ অত্যন্ত সীমিত৷ আর যদি বা কেউ সেই সীমিত সুযোগের সদ্যবহার করতে চান, তাহলে অনেক কঠিন নিয়মনীতি পার করতে হয় তাঁকে৷ ম্যার্কেল মনে করেন, সমকামী দম্পতিদের পক্ষে সন্তানকে ঠিকভাবে লালনপালন কঠিন৷ তাই শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই ধরনের বিয়ের বিপক্ষে, এমনটাই আভাষ দিয়েছিলেন ২০১৩ সালে দেয়া এক সাক্ষাৎকারে৷

উল্লেখ্য, ‘কাউন্সিল অব ইউরোপের' অন্তর্ভূক্ত ৪৭টি দেশের মধ্যে ২৪টিতে সমকামীদের বিয়ের পূর্ণ অধিকার রয়েছে৷ চলতি বছর মানবাধিকার বিষয়ক ইউরোপের আদালতও এক রায়ে বলেছে, সকল সদস্য রাষ্ট্রের উচিত এধরনের বিয়ে বৈধ করা৷ জার্মানিতেও এ ধরনের বিয়ের বৈধতা দিতে প্রচার, প্রচারণা বাড়ছে৷

সমকামিতা কি স্বাভাবিক? আপনার কী মনে হয়? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ