1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিরুদ্ধে তুরস্কের ক্ষোভ

১ আগস্ট ২০১৬

তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর সেনা সদস্যদের ধরপাকড়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত অব্যাহত আছে৷ এদিকে, জার্মানিতে সমাবেশে এর্দোয়ানের বক্তব্য প্রচার করতে না দেয়ায় টানাপোড়েন দেখা দিয়েছে দু'দেশের মধ্যে৷

Deutschland Köln Pro-Erdogan-Demonstration
ছবি: picture-alliance/AP Photo/M. Meissner

জার্মানিতে সমাবেশ

রোববার জার্মানির কোলন শহরে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের সমর্থকরা একটি সমাবেশ করেছে৷ তুরস্কের ক্রীড়ামন্ত্রী আকিফ কাগাতে জার্মান দৈনিক ‘টাগেসস্পিগেল'কে জানিয়েছেন, এই সমাবেশের মাধ্যমে সবাইকে এই বার্তা দেয়া হচ্ছে যে, সব দল, এনজিও এই অভ্যুত্থানের বিপক্ষে এবং গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান তুলে ধরছে৷ সমাবেশে অন্তত ৪০ হাজার মানুষ যোগ দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ৷ জার্মানিতে অন্তত ৩০ লাখ তুর্কির বসবাস৷

সমাবেশের আগে, জার্মানির আদালত এর্দোয়ানসহ তুরস্কের যে-কোনো নেতার বক্তব্য সরাসরি সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে৷ তবে এই সিদ্ধান্তে তুরস্কের প্রশাসন ক্ষোভ জানিয়েছে৷ প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এ ঘটনাকে অপ্রত্যাশিত উল্লেখ করে, মতামত প্রকাশে হস্তক্ষেপ বলে জানিয়েছেন৷

ভিসা-ফ্রি ভ্রমণ

তুরস্কের নাগরিকদের বিনা ভিসায় ইউরোপের দেশগুলো ভ্রমণের সুবিধা না দিলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শর্ত মানা হবে না বলে জানিয়েছে তুর্কি সরকার৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চের চুক্তি অনুযায়ী, তুরস্কের জনগণকে বিনা ভিসায় ইউরোপে প্রবেশের অনুমতি দেয়া উচিত৷ উল্লেখ্য, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কমিশনার গুয়েন্থার ওয়েটিঙ্গার বলেছিলেন, অভ্যুত্থান চেষ্টার পর তুরস্কে সম্প্রতি যে উত্তেজনা বিরাজ করছে তাতে তুরস্কের জনগণের বিনা ভিসায় ইউরোপ ভ্রমণ সীমিত করা উচিত৷

দমন-পীড়ন

অভ্যুত্থান চেষ্টার দিন এর্দোয়ান মারমারিসের যে হোটেলে অবস্থান করছিলেন সেখানে ৩৭ জন সেনা কমান্ডো হামলায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির সরকারি আনাদলু সংবাদ সংস্থা৷ এর মধ্যে ২৫ জনকে আগেই আটক করা হয়েছিল৷ এরপর সম্প্রতি আরও ১১ জনকে আটকের খবর দিয়েছে সংস্থাটি৷ বাকি একজন এখনও পলাতক আছেন৷

এদিকে, রবিবার ১,৩৮৯ জন সৈনিককে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে ডিক্রি জারি করা হয়েছে৷ যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তুরস্কে এ পর্যন্ত ৬০ হাজার জনকে আটক, বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয়েছে৷ এদের মধ্যে সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিচারকসহ শিক্ষকরাও রয়েছেন৷ বহিষ্কার হওয়া ৩,০০০ বিচারকের ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে৷

এর আগে তুরস্ক শতাধিক জেনারেল ও অ্যাডমিরালসহ ১,৭০০'র বেশি সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছিল৷ তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টার জন্য গুলেনকেই দায়ী করে আসছে আঙ্কারা৷

গত শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট এর্দোয়ান মিলিটারি একাডেমিগুলো বন্ধ করে দেওয়া এবং সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেছিলেন৷ আগের সুপ্রিম মিলিটারি কাউন্সিলে শুধু প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সরকারের প্রতিনিধিত্ব করতেন৷ এখন তাদের সঙ্গে উপ-প্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলে সরকারের প্রতিনিধিত্ব করবেন৷

গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করে৷ কিন্তু প্রেসিডেন্ট এর্দোয়ানের আহ্বানে সরকার সমর্থকরা রাস্তায় নেমে ওই অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দেয়৷ ওই ঘটনায় ২৩৭ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ