1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কট্টর ডানপন্থি দলের সদস্য ৯ পুলিশ

২৫ নভেম্বর ২০২০

নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের নয় পুলিশ কর্মকর্তা কট্টর ডানপন্থি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে৷ মঙ্গলবার ওই রাজ্যের কয়েকটি শহরে তল্লাশির পর এই তথ্য জানানো হয়েছে৷

জার্মান পুলিশের গাড়ি
ছবি: K. Schmitt/Fotostand/picture-alliance

পুলিশ সন্দেহ করছে, চরমপন্থি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন এই ৯ জন৷ এই গ্রুপের সঙ্গে জড়িতদের খুঁজতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল মঙ্গলবার ভোরে৷ এসেন, ম্যুলহাইম, রুহ এবং ফেলবার্ট শহরের বিভিন্ন অ্যাপার্টমেন্টে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে৷

১৭ ধরনের জিনিস জব্দ করা হয়েছে এসব অ্যাপার্টমেন্ট থেকে৷ এগুলোর মধ্যে আছে সেলফোনসহ অন্য ইলেকট্রনিক্স৷ বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করা হয়েছে তথ্য বিশ্লেষণের জন্য৷ এই ৯ জন পুলিশ কর্মকর্তার অনলাইন কার্যক্রম সম্পর্কে তদন্ত করছে ডুইসবুর্গ পাবলিক প্রসিকিউটরের অফিস৷

নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে মাত্র দুই মাস আগে অনলাইনে কট্টর ডানপন্থি প্রচারণা ছড়ানোর অভিযোগে ২৯ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে৷

এপিবি/কেএম (এএফপি, ডিপিএ)

১৭ আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ