1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনার তৃতীয় ঢেউ শুরু

১২ মার্চ ২০২১

করোনা সংক্রমণ আবার দ্রুত বাড়ছে জার্মানিতে৷ এক রোগ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ মনে করেন, পুরোদমে শুরু হয়েছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ৷

হামবুর্গে দুজনের সঙ্গে করোনাবিধি নিয়ে কথা বলছে পুলিশ
হামবুর্গে দুজনের সঙ্গে করোনাবিধি নিয়ে কথা বলছে পুলিশছবি: Markus Scholz/dpa/picture alliance

জেনেভায় জাতিসংঘের সাংবাদিক সংস্থাকে রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক লোটার ভিলার বলেন, ‘‘আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জার্মানিতে ইতিমধ্যে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে৷’’

রবার্ট কখ ইনস্টিটিউটের পরিচালক এমন মন্তব্য করেন, কারণ, জার্মানিতে এ সপ্তাহে একদিনে ২৪ হাজার ৩৫৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে৷ এর ফলে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২,৪০০ বেড়ে গেল৷ সংক্রমণের হারও এক লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে এ সপ্তাহে ৬৯ দশমিক ১ হয়েছে৷

ইউরোপের আরো কয়েকটি দেশে করোনার সংক্রমণ বাড়ছে৷ সংক্রমণ রোধে লকডাউন আবার কড়া করার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার৷ বিশেষ করে যেসব এলাকায় এক লাখের মধ্যে ২৫০ জন বা তারও বেশি মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে, সেসব এলাকায় লকডাউন সবচেয়ে কড়াভাবে আরোপ করা হয়েছে৷

বেলারুশে কয়েকজনের দেহে পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের করোনা ভাইরাস৷ সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন ধরনের ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই পোল্যান্ড, ইউক্রেন অথবা মিশর থেকে বেলারুশে প্রবেশ করেছেন৷

ডেনমার্ক পড়েছে অন্য সংকটে৷ সে দেশে অ্যাস্ট্রোজেনেকা টিকা দেয়ার পর বেশ কয়েকজনের রক্ত জমাট বেঁধেছে৷ ফলে অ্যাস্ট্রো়জেনেকা টিকা দেয়া বন্ধ করা হয়েছে৷

এসিবি/কেএম (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ