ইউরোপের দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরে দ্রুত গতিতে বেড়ে চলছে৷ ক্রমশ বাড়ছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা৷
বিজ্ঞাপন
দীর্ঘ সময়ের কড়া লকডাউনের পর নিয়ম কানুন কিছুটা শিথিল হতে শুরু করেছে জার্মানিতে৷ কিন্তু এক সপ্তাহ না পেরুতেই দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে৷
এক সপ্তাহে গড়ে প্রতি লাখে আক্রান্তের হার শনিবার বেড়ে হয়েছে ৭৬ দশমিক এক, যা একদিন আগে ছিল ৭২ দশমিক চার৷ এই পরিসংখ্যানের উপর নির্ভর করেই জার্মানিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার৷
গত সপ্তাহে জার্মানি লকডাউনের কড়াকড়ি কিছুটা শিথিল করেছিল৷ প্রতি লাখে আক্রান্তের হার ছিল তখন ৬৫ দশমিক ছয় জন৷ এই হার ১০০ ছাড়ালে স্বয়ংক্রিয়ভাবে আবারও কড়া লকডাউন আরোপের বিষয়ে সম্মত হয়েছেন বেশিরভাগ রাজ্য প্রধানরা৷ তবে ব্যতিক্রম ব্রান্ডেনবুর্গ ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়া৷ এই দুই রাজ্যের প্রধান বলেছেন তারা পরিকল্পনাটি মানতে বাধ্য নন৷
জার্মানির স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এর হিসাবে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬৭৪ জন, যা গত সপ্তাহের একইদিনের তুলনায় তিন হাজার ১১৭ জন বেশি৷
দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৫৮ হাজার ৪৫৫ জন৷ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৩ হাজার ৩০১ জন৷
এফএস/এআই (এএফপি,এপি,ডিপিএ)
এক নজরে জার্মানির ১৬ রাজ্য
এক শতকে দুই বিশ্বযুদ্ধ, নাৎসিবাদের উত্থান, দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কয়েক দশক পর পুনরেকত্রীকরণ, নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে জার্মানি৷ এখন ইউরোপের নেতৃত্বে থাকা দেশটিতে রয়েছে ১৬টি রাজ্য৷
ছবি: Reuters/F. Bensch
বাডেন-ভ্যুর্টেমব্যার্গ
দক্ষিণ-পশ্চিম জার্মানির এ রাজ্যটিতে ফ্রান্স এবং সুজারল্যান্ডের সঙ্গে সীমান্ত রয়েছে৷ সুবিশাল ব্ল্যাক ফরেস্ট এবং হাইডেলবার্গ দুর্গের ধ্বংসাবশেষ দেখতে অনেকের পছন্দ এই রাজ্য৷ রাজ্যের রাজধানী স্টুটগার্ট৷
বাভারিয়া
জার্মানির সবচেয়ে বড় রাজ্য বাভারিয়ার রাজধানী মিউনিখ৷ দেশটির ভূখণ্ডের প্রায় পাঁচ ভাগের এক ভাগ জুড়ে এ রাজ্য৷ জার্মানির অন্য সব অঞ্চলের তুলনায় বাভারিয়ার সংস্কৃতি বেশ আলাদা, এমনকি ভাষাও৷ আল্পসের সৌন্দর্য দেখতে, বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্ট দেখতে বাভারিয়া আসতেই হবে৷
বার্লিন
জার্মানির রাজধানী বার্লিন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পশ্চিম ও পূর্বে ভাগ করা হয় জার্মানি৷ বার্লিন ওয়ালের মাধ্যমে ভাগ হয় বার্লিনও৷ কিন্তু বহু সংস্কৃতির সংমিশ্রণে এখন বার্লিনকে মনে করা হয় জার্মানির সবচেয়ে পরিবর্তনশীল এলাকা হিসেবে৷ রাজধানী হিসেবে বার্লিন পেয়েছে রাজ্যের মর্যাদা৷
ব্রান্ডেনবুর্গ
রাজধানী বার্লিনকে ঘিরে অবস্থিত ব্রান্ডেনবুর্গ রাজ্য৷ বেশ কিছু চোখ ধাঁধানো প্রাসাদ, রোমান সভ্যতার ধ্বংসাবশেষ এবং প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এ রাজ্য জুড়ে৷ ব্রান্ডেনবুর্গের রাজধানী পটসডাম৷
ব্রেমেন
জার্মানির সবচেয়ে ছোট রাজ্য ব্রেমেন৷ জনসংখ্যার দিক দিয়েও সবচেয়ে ছোট এটি৷ তবে ঐতিহ্যের দিক দিয়ে অন্য কোনো রাজ্যের চেয়ে কম নয় এটি৷ মাত্র দুটি শহর রয়েছে রাজ্যটিতে- ব্রেমেন এবং ব্রেমারহাভেন৷
হামবুর্গ
উত্তর জার্মানির এই শহরটিও পেয়েছে রাজ্যের মর্যাদা৷ শুধু বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাই নয়, স্ক্যান্ডিনেভিয়ায় ও নর্ডিক দেশগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রাখে এই বন্দরনগরীটি৷
হেসে
হেসে রাজ্যের রাজধানী ভিসবাডেন৷ রাজ্যের সবচেয়ে বড় শহর ফ্রাঙ্কফুর্ট৷ জার্মান সাহিত্যিক ইয়োহান ভল্ফগাঙ ফন গ্যোয়েটের জন্ম এই শহরেই৷
লোয়ার সাক্সনি
নর্থ সি বা উত্তর সাগরের পাড়ে অবস্থিত এই রাজ্য৷ রাজ্যটির রাজধানী হানোফার৷ ছড়িয়ে থাকা সমুদ্রসৈকতের কারণেই অনেক জার্মানের কাছে ছুটি কাটানোর জন্য এই রাজ্যটি পছন্দের৷
মেকলেবুর্গ-ওয়েস্টার্ন পমেরানিয়া
বাল্টিক সাগরের পাড়ে অবস্থিত এ রাজ্যটির রাজধানী শ্ভেরিন৷ রাজ্যটির সাগরপাড়ে এত বেশি রিসোর্ট রয়েছে, মজা করে রাজ্যটিকে মাঝেমধ্যে বার্লিনের বাথটাবও বলা হয়৷
নর্থ রাইন-ওয়েস্টফালিয়া
নানা সংস্কৃতির সফল সম্মীলন ঘটেছে এ রাজ্যে৷ এ রাজ্যের রাজধানী ড্যুসেলডর্ফ৷ বিভক্ত জার্মানিতে পশ্চিম জার্মানির রাজধানী বন শহরও এই রাজ্যেই অবস্থিত৷
রাইনলান্ড-পালাটিনেট
প্রতিবেশী তিন দেশ বেলজিয়াম, ফ্রান্স ও লুক্সেমবার্গের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যের৷ রাজ্যটির রাজধানী মাইনৎস৷ জার্মানির সবচেয়ে বড় ওয়াইন প্রস্তুতকারক অঞ্চলগুলোর অন্যতম এটি৷
সারলান্ড
রাজ্যটির মধ্য দিয়ে বয়ে যাওয়া সার নদীর নাম অনুসারে নামকরণ হয়েছে এ রাজ্যের৷ লুক্সেমবার্গ ও ফ্রান্সের সঙ্গে সীমান্তে এ রাজ্য অবস্থিত৷ ফরাসি ও জার্মান সংস্কৃতির মিলন ঘটেছে এ রাজ্যে৷ এর রাজধানীর নাম সারব্র্যুকেন৷
শ্লেভিগ-হোলশ্টাইন
ডেনমার্ক সীমান্তে অবস্থিত জার্মানির এ রাজ্য৷ রাজ্যটির দুই পাশে রয়েছে দুই সাগর- একদিকে উত্তর সাগর, অন্যদিকে বাল্টিক সাগর৷ এ রাজ্যের রাজধানী কিল৷
সাক্সনি-আনহাল্ট
এ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য৷ এক রোমান সম্রাটের সমাধি, প্রাচীন দুর্গ ও প্রাসাদ এবং মার্টিন লুথারের জন্মস্থানও এই রাজ্যে৷
সাক্সনি
সাক্সনি-আনহাল্ট রাজ্যের পাশেই অবস্থিত সাক্সনি রাজ্য৷ পূর্ব জার্মানির এ রাজ্যটি বিভক্ত জার্মানির সমাজতান্ত্রিক অংশে ছিল৷ পোল্যান্ডের সঙ্গে সীমান্ত রয়েছে এ রাজ্যটির, রাজধানী ড্রেসডেন৷
ঠুরিঙ্গিয়া
ভার্টবুর্গ, ভাইমার, গ্যোটে, গ্রোপিয়াসসহ নানা বিখ্যাত জার্মানের সঙ্গে জড়িয়ে আছে পূর্ব জার্মানির রাজ্য ঠুরিঙ্গিয়ার নাম৷ রাজ্যের রাজধানীর নাম এরফুর্ট৷