করোনার সংক্রমণ রোধে আরোপ করা নতুন বিধিনিষেধ ও টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে জার্মানির পূর্বাঞ্চলীয় শহরগুলোতে বিক্ষোভ করেছেন মানুষ৷ স্যাক্সনিতে সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন৷
বিজ্ঞাপন
সোমবার কয়েক হাজার মানুষ জার্মানির বিভিন্ন শহরে সরকারের আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন৷ সম্প্রতি জার্মানির সরকার ব্যক্তিগত পরিসরে জমায়েতের সীমা বেধে দেয়া এবং নববর্ষ উদযাপনকে সামনে রেখে জনসমাগমের উপর কড়াকড়ি আরোপ করেছে৷ দেশটির স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করে বিধি পাস করেছে পার্লামেন্ট৷
সরকারের নেয়া এমন নানা বিধিনিষেধ ও টিকার বাধ্যবাধকতার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করে আসছেন করোনাবিধি ও টিকাবিরোধী মানুষেরা৷ এর মধ্যে কয়েকটি শহরে বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতাতে৷ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন অনেকে৷ রোববারের একটি ঘটনায় আদালত চারজনকে শাস্তি দিয়েছেন৷
সোমবারের বিক্ষোভে সবচেয়ে বড় জমায়েত হয়েছে ম্যাকলেনবুর্গ-ফরপমেন রাজ্যে৷ সেখানে ১৫ হাজার বিক্ষোভকারী বিভিন্ন সড়কে জড়ো হন৷ বিক্ষোভ চলাকালে পুলিশের কাজে বাধা দেয়া, শারীরিক ক্ষতি করা, সম্পত্তি বিনষ্ট করা, অসাংবিধানিক বা সন্ত্রাসী সংগঠনের প্রতীক ব্যবহারের দায়ে নয়টি মামলা করার কথা জানিয়েছে পুলিশ৷
ইউরোপের দেশে দেশে করোনাবিধি-বিরোধী বিক্ষোভ
বড় দিনের আগে আবার বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে৷ করোনাবিধি আর ভ্যাকসিনের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনাও ঘটেছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: Vincent West/REUTERS
জার্মানিতে ১৩ পুলিশ আহত
জার্মানির দক্ষিণাঞ্চলের শহর মানহাইমে করোনাবিধিবিরোধী বিক্ষোভে পুলিশ বাধা দেয়৷ তাতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারীরা পুলিশের উপর হামলা চালালে ১৩ পুলিশ সদস্য আহত হন৷
ছবি: picture alliance/dpa/PR-Video
বেলজিয়ামে বিক্ষোভ
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ শুরু হওয়ায় বেলজিয়ামও সতর্ক৷ আবার কঠোরভাবে করোনাবিধি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ রাজধানী ব্রাসেলসের রাস্তায় করোনাবিধিবিরোধী বিক্ষোভ৷
ছবি: Johanna Geron/REUTERS
ইটালির বিক্ষোভে ভ্যাকসিনবিরোধীদের ঢল
ইটালির তুরিন শহরেও করোনাবিধিবিরোধী বিক্ষোভ হচ্ছে৷ ওপরের ছবিটি গত ১৮ ডিসেম্বরের৷
ছবি: Massimo Pinca/REUTERS
ভ্যাকসিনের বিরোধিতা করে গ্রেপ্তার
অনেক ক্ষেত্রে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতেও বাধ্য হচ্ছে পুলিশ৷ ওপরের ছবিতে ব্রাসেলসের এক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের দৃশ্য৷
ছবি: Johanna Geron/REUTERS
টিকা না নেয়ার বিপদ
ইউরোপের অনেক দেশের মতো স্পেনেও আবার করোনাবিধির কড়াকড়ি চলছে৷ টিকা না নিলে ক্যাফে, বার, রেস্তোঁরাতেও ঢুকতে দেয়া হয় না৷ ঢুকতে গেলে টিকা নেয়ার প্রমাণ, অর্থাৎ ‘করোনা পাসপোর্ট’ দেখাতে হয়৷ সান সেবাস্টিয়ান শহরে চলছে করোনা পাসপোর্টবিরোধী বিক্ষোভ৷
ছবি: Vincent West/REUTERS
‘শিশুদের রেহাই দাও’
অনেক দেশে শিশুদেরও টিকা দেয়া শুরু হয়েছে৷ কিন্তু ইটালিতে ভ্যাকসিনবিরোধীরা এরও বিরোধিতায় সোচ্চার৷ তুরিনে এমন এক বিক্ষোভে দেখা গেল, ‘শিশুদের গায়ে হাত দিও না’৷
ছবি: Massimo Pinca/REUTERS
ফ্রান্সে করোনা পাসপোর্টবিরোধীদের বিক্ষোভ
ফ্রান্সের রাজধানীতেও করোনা পাসপোর্টবিরোধীরা রাস্তায় নেমেছেন৷ তাদের হাতের প্ল্যাকার্ডেও লেখা থাকছে ‘স্বাস্থ্য পাসপোর্টকে না বলুন’৷ বিক্ষোভ সমাবেশটি হয়েছিল লা পাত্রিয়োতে নামের রাজনৈতিক দলের আহ্বানে৷ গত ১৮ ডিসেম্বরের ছবি৷
ছবি: Sarah Meyssonnier/REUTERS
তারাও ‘অধিকারকর্মী’
লন্ডনের রাস্তার পাশে সারি বেঁধে দাঁড়িয়ে সরকারের করোনাবিধি এবং ভ্যাকসিনের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা৷ একজনের হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘‘আমরা আপনাদের অধিকারের জন্য লড়ছি৷’’ বিক্ষোভকারীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে পুলিশ৷
ছবি: Peter Nicholls/REUTERS
হামবুর্গে বিক্ষোভ
জার্মানির হামবুর্গ শহরে করোনাবিধিবিরোধী বিক্ষোভ৷ ১৮ ডিসেম্বরের ছবি৷
ছবি: Fabian Bimmer/REUTERS
মোমের আলোয় বিক্ষোভ
জার্মানির পস্টডাম শহরের বিক্ষোভটা একটু অন্যরকম৷ সেখানে মোম জ্বালিয়ে সরকারের করোনাবিধি কার্যকর করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ জানানো হয়৷
ছবি: Fabrizio Bensch/REUTERS
নিউজিল্যান্ডেও বিক্ষোভ
খুব ছোট দেশ নিউজিল্যান্ড৷ কঠোর লকডাউন দিয়ে করোনাকে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল সে দেশের সরকার৷ তবে সম্প্রতি আবার সংক্রমণ শুরু হওয়ায় স্বাস্থবিধিও কঠোরভাবে কার্যকর করা হয়েছে৷ তারই প্রতিবাদে ওয়েলিংটনে বিক্ষোভ মিছিল৷ গত ১৬ ডিসেম্বরের ছবি৷
ছবি: Praveen Menon/REUTERS
11 ছবি1 | 11
পূর্বাঞ্চলীয় শহর ব্রান্ডেনবুর্গে বিক্ষোভে নয় হাজার মানুষ জড়ো হন৷ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের হালে শহরে অংশ নেন দেড় হাজার বিক্ষোভকারী৷
স্যাক্সনির বাউৎসেন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনা ঘটে৷ এই ঘটনায় অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷ বিক্ষোভ হয়েছে ড্রেসডেন, লাইপসিশ, থুরিঙ্গিয়া ও আল্টেনবুর্গেও৷
বাভারিয়ার শোয়াইনফুর্ট শহরে তিন বিক্ষোভকারীকে সোমবার স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত৷ আরো একজনকে জরিমানা করা হয়েছে৷ সেখানে রোববার বিক্ষোভ চলাকালে আট পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন প্রতিবাদকারী আহত হয়েছিলেন৷
জার্মানি বর্তমানে কোভিডের পঞ্চম ঢেউয়ে আক্রান্ত৷ এরিমধ্যে ১৬টি রাজ্যের সবকটিতে দ্রুত সংক্রমণ ঘটানো ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে৷