1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনায় সংক্রমণ ১০ গুণ বাড়তে পারে

৫ মে ২০২০

এক গবেষণা বলছে, জার্মানিতে অন্তত ১৮ লাখ মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ তাই করোনার বিরুদ্ধে লড়াই দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখছেন না গবেষকরা৷

হাইন্সবার্গের ৯০০ মানুষের করোনা টেস্টের ফলাফলের ওপর প্রতিবেদনটি তৈরি হয়েছেছবি: picture-alliance/dpa/J. Güttler

বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণা বলছে, জার্মানিতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১০ গুণ বেড়ে ১৮ লাখ হতে পারে৷ ভাইরোলজিস্ট হেন্ড্রিক্স স্ট্রিক-এর নেতৃত্বে একদল গবেষক নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের গ্যাংলেট জনগোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন৷ হাইন্সবার্গ জেলার  ৪০৪ টি বাড়ির ৯০০ মানুষের করোনা টেস্টের ফলাফলের ওপর তৈরি প্রতিবেদনের নাম দেয়া হয়েছে হাইন্সবার্গ রিপোর্ট৷

উপসর্গহীন সংক্রমিতের উচ্চহার

৪০৪ টি বাড়ির ৯০০ জনের করোনা পরীক্ষা করে শতকরা ১৫ ভাগের দেহে সংক্রমণ পাওয়া গেছে৷ জার্মানির বর্তমান সংক্রমণ হারের পাঁচ গুণ বেশি হারে সংক্রমণ দেখে গবেষকরা শঙ্কিত৷ তারা বলছেন, এমন চলতে থাকলে একটা সময় সংক্রমণ বর্তমান হারের দশগুণও হয়ে যেতে পারে৷

এমন আশঙ্কার বড় কারণ ওই ৯০০ জনের বড় একটা অংশের মধ্যে কোনো উপসর্গ ছাড়া সংক্রমণ ধরা পড়া৷ সংক্রমিতদের মধ্যে শতকরা ২২ ভাগের কোনো জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা ছিল না৷ ফলে সংক্রমিত নন ভেবে নিশ্চিন্তে সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারা৷

গত ফেব্রুয়ারিতে কার্নিভাল উদযাপনের সময় নর্থ নাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ওই অঞ্চলটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷

ক্রিস্টি প্লাডসন, আলেকজান্ডার ফ্রয়েন্ড/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ