এক গবেষণা বলছে, জার্মানিতে অন্তত ১৮ লাখ মানুষের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ তাই করোনার বিরুদ্ধে লড়াই দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখছেন না গবেষকরা৷
বিজ্ঞাপন
বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণা বলছে, জার্মানিতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১০ গুণ বেড়ে ১৮ লাখ হতে পারে৷ ভাইরোলজিস্ট হেন্ড্রিক্স স্ট্রিক-এর নেতৃত্বে একদল গবেষক নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের গ্যাংলেট জনগোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন৷ হাইন্সবার্গ জেলার ৪০৪ টি বাড়ির ৯০০ মানুষের করোনা টেস্টের ফলাফলের ওপর তৈরি প্রতিবেদনের নাম দেয়া হয়েছে হাইন্সবার্গ রিপোর্ট৷
উপসর্গহীন সংক্রমিতের উচ্চহার
৪০৪ টি বাড়ির ৯০০ জনের করোনা পরীক্ষা করে শতকরা ১৫ ভাগের দেহে সংক্রমণ পাওয়া গেছে৷ জার্মানির বর্তমান সংক্রমণ হারের পাঁচ গুণ বেশি হারে সংক্রমণ দেখে গবেষকরা শঙ্কিত৷ তারা বলছেন, এমন চলতে থাকলে একটা সময় সংক্রমণ বর্তমান হারের দশগুণও হয়ে যেতে পারে৷
এমন আশঙ্কার বড় কারণ ওই ৯০০ জনের বড় একটা অংশের মধ্যে কোনো উপসর্গ ছাড়া সংক্রমণ ধরা পড়া৷ সংক্রমিতদের মধ্যে শতকরা ২২ ভাগের কোনো জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা ছিল না৷ ফলে সংক্রমিত নন ভেবে নিশ্চিন্তে সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারা৷
গত ফেব্রুয়ারিতে কার্নিভাল উদযাপনের সময় নর্থ নাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ওই অঞ্চলটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷
ক্রিস্টি প্লাডসন, আলেকজান্ডার ফ্রয়েন্ড/এসিবি
জার্মানিতে খুলেছে সেলুন
করোনাকালে কয়েক সপ্তাহের বিধিনিষেধ কাটিয়ে সোমবার থেকে জার্মানিতে খুলেছে সেলুন৷ তবে কাজ করতে হবে শারীরিক দূরত্বের সব বিধি মেনে৷
ছবি: DW/S. Kinkartz
শারীরিক দূরত্ব মানায় কড়াকড়ি
জার্মানির সেলুন ও বিউটি পার্লারের মালিক ও কর্মীরা এই দিনটির অপেক্ষাতেই ছিলেন৷ তবে সরকার সেলুন খোলার অনুমতি দিলেও স্বাস্থ্য সুরক্ষার যথাযথ নির্দেশনা মেনে কাজ করতে হবে৷
ছবি: picture-alliance/dpa/H. Ringhofer
মাস্ক না থাকলে কাটা হবে না চুল
চুল কাটার সময় নাপিত এবং ক্লায়েন্ট উভয়ের মাস্ক পরা বাধ্যতামূলক৷ চুল কাটতে অপেক্ষমানদেরও যতটুকু সম্ভব সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে৷
ছবি: picture-alliance/dpa/Belga/T. Roge
আগে চুল ধুয়ে তারপর কাট
সংক্রমণ এড়াতে জার্মানির বেশির ভাগ পার্লার নতুন একটি নিয়ম চালু করেছে৷ চুল কাটতে চাইলে আগে অবশ্যই চুল ধুয়ে নিতে হবে৷ যদিও চুলে যে তাপমাত্রার পানি ব্যবহার করা হয় সেটা ভাইরাস মারতে খুব একটি কার্যকর হবে না বলে মত অনেকের৷
ছবি: Colourbox/Marin Conic
খুশি সাধারণ মানুষ
বিশ্বজুড়ে লকডাউন অবস্থায় বাড়ন্ত চুল নিয়ে অনেকেই বিপাকে পড়েছেন, জার্মানিও তার ব্যতিক্রম নয়৷ চুল কাটতে কেউ কেউ পরিবারের সদস্যদের দ্বারস্ত হয়েছেন, কেউ অনলাইনে নানা ভিডিও দেখে নিজে নিজেই চেষ্টা করেছেন৷ উপায় না পেয়ে পুরো মাথা ন্যাড়া করে ফেলতেও বাধ্য হয়েছেন অনেকে৷ সেলুন খোলায় তাই সব ধরনের মানুষের মনে স্বস্তি ফিরেছে৷
ছবি: picture-alliance/dpa/T. Frey
নারী কর্মী
জার্মানিতে সেলুন বা পার্লারে চুল কাটার কাজ নারীরাই বেশি করেন৷ ২০১৮ সালের তথ্যানুযায়ী, ওই বছর নতুন আরো সাত হাজার ১০০ জন নারী এ কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন৷ যেখানে পুরুষের সংখ্যা দুই হাজার ৫০০৷
ছবি: picture-alliance/dpa/J. Regovic
কম বেতন
সমাজে গুরুত্বপূর্ণ পেশার একটি নাপিত৷ প্রশিক্ষণ ও দক্ষতা ছাড়া এ কাজ সঠিকভাবে করা সম্ভব না৷ কিন্তু নাপিতদের বেতন খুব কম৷ একটি পরিসংখ্যান অনুযায়ী, জার্মানির সব ধরনের হেয়ারড্রেসারদের মধ্যে ১৬ শতাংশের গড় বেতন মাসে ৪৫০ ইউরোর কম৷ অথচ এই খাতে বার্ষিক টার্নওভার ৭০০ কোটি ইউরোর বেশি৷