1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনার টিকা আবিষ্কারে পরীক্ষা

২২ এপ্রিল ২০২০

কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্যে জার্মানির এক কোম্পানি ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে৷ ফেডারেল কর্তৃপক্ষ অবশ্য চলতি বছরই জনসাধারণের জন্য টিকা প্রস্তুত হবে বলে মনে করছে না৷

ছবি: picture-alliance/dpa/S. Hoppe

গোটা বিশ্বে গবেষকরা অক্লান্ত পরিশ্রম করে করোনা ভাইরাসের টিকা বা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ এমন টিকা আবিষ্কার হলে করোনা ভাইরাসের মহামারি প্রতিরোধ করা সম্ভব হবে৷ এখনো পর্যন্ত প্রায় ৮০টি এমন প্রকল্প চলছে৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনে কয়েকটি ক্ষেত্রে ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ এরই মধ্যে শুরু হয়ে গেছে৷ এই প্রথম জার্মানির একটি প্রতিষ্ঠানও সেই প্রক্রিয়া শুরু করার অনুমতি পেয়েছে৷ ঠিক কবে থেকে এই পরীক্ষা শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়৷

ফেডারেল স্তরে প্রতিষেধক ও বায়োমেডিসিন কর্তৃপক্ষ পাউল-এয়ারলিশ ইনস্টিটিউট বা পিইআই বুধবার বিয়নটেক নামের এক কোম্পানিকে সেই অনুমতি দিয়েছে৷ পিইআই জানিয়েছে, কোভিড-১৯ মোকাবিলায় নিরাপদ ও কার্যকর টিকা তৈরির পথে মানুষের উপর পরীক্ষা জার্মানি ও অন্যান্য দেশের জন্য অত্যন্ত জরুরি৷ সম্ভাব্য এই টিকার উপাদানের কার্যকরিতা ও ঝুঁকি পরীক্ষা করেই এমন অনুমতি দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, এই নিয়ে গোটা বিশ্বে বিশেষ এই প্রতিষেধকের কার্যকারিতা নির্ণয় করতে চতুর্থ পরীক্ষা চালানো হচ্ছে৷

বিয়নটেক কোম্পানির সূত্র অনুযায়ী, ১৮ থেকে ৫৫ বছর বয়সি ২০০ সুস্থ স্বেচ্ছাসেবীর উপর এই টিকা পরীক্ষা করা হবে৷ বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিয়নটেক টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে৷ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের শরীরের জন্য আরএনএ বা জিন-ভিত্তিক সম্ভাব্য এই টিকা কতটা উপযুক্ত ও নিরাপদ, তা পরীক্ষা করা হবে৷ দ্বিতীয় পর্যায়ে চরম ঝুঁকিপূর্ণ মানুষের উপরেও পরীক্ষা চালানো হতে পারে৷ এ ক্ষেত্রে প্যাথোজেনের জিন সম্পর্কে তথ্যের ভিত্তিতে শরীরে বিশেষ ধরনের প্রোটিন উৎপাদন করা হচ্ছে৷ এই প্রোটিনের কল্যাণে শরীরে রোগ প্রতিরোধ প্রণালী উপযুক্ত অ্যান্টিবডি সৃষ্টি করবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তখন ভাইরাস সেই মানুষকে সহজে কাবু করতে পারবে না৷ উল্লেখ্য, বিয়নটেক কোম্পানি মূলত ক্যানসারের রোগীদের জন্য ইমিউনোথেরাপি নিয়ে কাজ করে চলেছে৷

পাউল-এয়ারলিশ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছর কোভিড-১৯-এর একটি সম্ভাব্য প্রতিষেধকের চারটি ‘ক্লিনিকাল ট্রায়াল' চালানো হবে৷ তবে এ বছরই জনসাধারণের জন্য টিকা প্রস্তুত হবার সম্ভাবনা অত্যন্ত কম৷

এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ