সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউটের হিসেবে জার্মানিতে এখন করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৭ জন৷ গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন বেড়েছে৷
বিজ্ঞাপন
শুক্রবার প্রকাশিত এই হিসেব বলছে, দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৬৯৬ জন৷ গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ছয় হাজার ১৭৪ জন৷
এদিকে, জার্মানির ‘স্যুডডয়চে সাইটুং’ পত্রিকাকে রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২,৩০০ হাসপাতাল কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন৷
করোনার বিরুদ্ধে লড়তে সরকারকে সহায়তার জন্য ১৫ হাজার সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী৷ ডাক পড়ার ১২ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের মোতায়েন করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক মুখপাত্র৷
অবশ্য প্রতিরক্ষামন্ত্রী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার বলছেন, ভাইরাস নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সামরিক বাহিনীর নেই৷
ম্যার্কেলের দলের জনপ্রিয়তা বেড়েছে
করোনা ভাইরাস মোকাবিলায় জার্মান সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট অধিকাংশ নাগরিক৷ ফলে চ্যান্সেলর আঙ্গেলা ম্য়ার্কেলের সিডিইউ দল ও বাভারিয়া রাজ্যে তাদের সঙ্গী দল সিএসইউ-র জনপ্রিয়তা এক মাস আগের তুলনায় সাত শতাংশ বেড়ে ৩৪ হয়েছে৷ সরকারি প্রচারমাধ্যম এআরডির এক জরিপে এই তথ্য জানা গেছে৷
এদিকে, ইসলাম ও অভিবাসনবিরোধী দল এএফডির সমর্থন দুই শতাংশ কমে ১০ হয়েছে৷
করোনার গতি কমাতে ২৩ মার্চ থেকে জার্মানিতে চলাফেরায় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে৷ দুইজনের বেশি মানুষ একসঙ্গে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে৷ তবে পরিবারের সদস্য ও একই ফ্ল্যাটে বসবাসকারী সদস্যদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়৷
জরিপে অংশ নেয়া ৯৩ শতাংশ নাগরিক সরকারের এসব সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)
মাস্ক দেশে দেশে
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক কার্যকর নয় বলে শুরুতে জানিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা৷ তবে এখন অনেক দেশ করোনার গতি কমাতে মাস্কের কথা ভাবছে৷
ছবি: picture-alliance/dpa/U. Zucchi
জার্মানি
সরকারি স্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এখন বলছে, করোনা ঠেকাতে মাস্ক পরা যেতে পারে৷ তবে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে চ্যান্সেলর ম্যার্কেলের আলোচনায় এখনও মাস্ক পরা বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত হয়েছে৷ অবশ্য জার্মানির ইয়েনা শহর কর্তৃপক্ষ আগামী ৬ এপ্রিল থেকে প্রকাশ্যে ও সুপারমার্কেটে যাওয়ার সময় মাস্ক কিংবা মাস্ক হিসেবে শাল ও স্কার্ফ পরা বাধ্যতামূলক করেছে৷
ছবি: Imago Images/Sven Simon/F. Hoermann
মাস্ক তৈরির টিউটোরিয়াল
ইউটিউব আর টুইটারে ঘরেই মাস্ক তৈরির উপায়ের ভিডিও আপলোড করছেন অনেকে৷ উপরের ছবিতে জার্মানির একটি থিয়েটারে কাজ করা ডিজাইনার কার্স্টিন বোখভকে দেখতে পাচ্ছেন৷ অনলাইনে তাঁর তৈরি ভিডিও পাওয়া যাচ্ছে৷ তাঁর স্টুডিওতে তৈরি মাস্কগুলো জার্মান রেডক্রস আর দমকলকর্মীদের দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa/P. Pleul
হারতে চান না মানশা
জার্মানির হানোফারের শিল্পী মানশা ফ্রিডরিশ মাস্ক সেলাই করছেন৷ এসব মাস্কের কোনোটিতে হাসিমুখ, কোনোটিতে প্রাণীর মুখ, এমন নানান মোটিফ ব্যবহার করেন তিনি৷ মানশা বলছেন, তিনি চান না করোনা তাঁর প্রাণশক্তি নষ্ট করে দিক৷
ছবি: picture-alliance/dpa/J. Stratenschulte
আগেই সিদ্ধান্ত
চেক প্রজাতন্ত্র আর স্লোভাকিয়া গতমাসের মাঝামাঝি সময়ে সব পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্য়তামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল৷ ছবিতে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট (ডানে) ও প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছেন৷ অস্ট্রিয়াও সম্প্রতি শপিং মলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷
ছবি: Reuters/M. Svitok
চীন
যে কোনো ভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েক বছর ধরেই চীনারা মাস্ক পরছেন৷ করোনার আঘাত শুরুর প্রথম দিকেই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছিল৷ ছবিতে শেনইয়াংয়ের মাস্ক পরা এক দম্পতিকে বসন্তের রোদে নাচতে দেখা যাচ্ছে৷
ছবি: AFP
ইসরায়েল
দেশটিতে কারফিউ জারি করা হয়েছে৷ কট্টর ইহুদিরাও কঠোর নিয়ম মানতে বাধ্য হচ্ছেন৷ ছবিতে মাস্ক পরা এক পুলিশ কর্মকর্তাকে একজন চরম কট্টর ব্যক্তিকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিতে দেখা যাচ্ছে৷
ছবি: picture-lliance/dpa/I. Yefimovich
গাজা
সুজাইয়া এলাকার এক শিল্পীকে মাস্কে ছবি আঁকতে দেখা যাচ্ছে৷ এভাবে তিনি প্রতিবেশীদের চাঙা রাখার চেষ্টা করছেন৷ গাজায় কারফিউ জারি করা হয়েছে৷ আর সব ধরনের ইভেন্ট বাতিল করা হয়েছে৷ এমনকি ইসরায়েল সীমান্তে প্রতিবছরের ৩০ মার্চ অনুষ্ঠিত হওয়া ভূমি দিবস শীর্ষক গণবিক্ষোভও এবার হয়নি৷
ছবি: Imago Images/ZUMA Wire/A. Hasaballah
ফ্রান্সে ডাক্তারদের মামলা
ছবিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে দেখা যাচ্ছে৷ সম্প্রতি তিনি মাস্ক ও নিরাপত্তা পোশাক তৈরি করে এমন এক কারখানা পরিদর্শনে গিয়েছিলেন৷ তবে সে দেশের অনেক ডাক্তার পর্যাপ্ত মাস্ক ও নিরাপত্তা পোশাক না পাওয়ায় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন৷