শীতকাল মানেই জার্মানদের জন্য উৎসব৷ কিন্তু এবারের শীত কেবলই করোনা-কড়াকড়ির৷ বদলাবে কি এই বাস্তবতা?
বিজ্ঞাপন
সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসছেন। আলোচনার বিষয়: করোনাকালীন বিধিনিষেধ৷ আলোচ্য বিষয়গুলির একটি খসড়া সংবাদসংস্থার হাতে এসেছে, যা আভাস দিচ্ছে বেশ কিছু নতুন কড়াকড়ির৷
এই খসড়াটিতে অবসর সময়ে শিশু ও তরুণদের কেবল একজন বন্ধুর সাথেই দেখা করার প্রস্তাব রয়েছে৷ পাশাপাশি, পরিবারদের জন্য প্রস্তাব রয়েছে নিজের বাসার মানুষদের পাশাপাশি আরেকটি বাসার মানুষদের সাথেই একসাথে ঘরের ভেতর দেখা করবার৷
জার্মানিতে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারে মুসলিম দম্পতি
করোনা ভাইরাসের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োনটেকের প্রতিষ্ঠাতা তুরস্ক বংশোদ্ভূত এক দম্পতি৷ ছবিঘরে জানুন বিস্তারিত৷
ছবি: Stefan F. Sämmer/imago images
২০০৮ সালে শুরু
জার্মান শহর মাইনৎসে ১২ বছর আগে বায়োনটেকের পথচলা শুরু হয়৷ এই কোম্পানির প্রতিষ্ঠাতা ক্যান্সার বিশেষজ্ঞ উগুর জাহিন এবং তাঁর স্ত্রী ইমিউনোলজিস্ট উজলেম টুরেচি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
তুরস্ক বংশোদ্ভূত
তারা দুইজনই তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক৷ এই দম্পতির তৈরি বায়োনটেকে এখন কাজ করে ১৫শ’ কর্মী৷ ৫৫ বছর বয়সি জাহিনের জন্ম তুরস্কে৷ বাবা-মা’র সঙ্গে একসময় জার্মানিতে চলে আসেন তিনি৷ মেডিসিন এবং গণিত নিয়ে পড়ালেখা করেন কোলোন বিশ্ববিদ্যালয়ে৷
ছবি: Stefan F. Sämmer/imago images
ক্যান্সারের বিরুদ্ধে লড়াই
জাহিন কোলোন এবং হামবুর্গে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে কাজ করেছেন৷ এরপর জারল্যান্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন৷ ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত একজন চিকিৎসক ও গবেষক হিসেবে সেখানে কাজ করেন৷ মলিকিউলার মেডিসিন এবং ইমিউনোলজি নিয়ে গবেষণা শুরু করেন৷ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে তিনি সবসময় আগ্রহী ছিলেন আর এ কারণেই ২০০৮ সালে বায়োনটেক প্রতিষ্ঠা করেন৷ ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য এখানে মনোনিবেশ করেন তিনি৷
৫৩ বছর বয়সি টুরেচির জন্ম জার্মানিতে৷ কিন্তু তাঁর বাবা-মা তুর্কি৷ হামবুর্গে পড়ালেখা করে, সেখানেই চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন তিনি৷ ইমিউনোলজিস্ট টুরেচি ক্যান্সার রোগীদের থেরাপি দিয়ে থাকেন৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
ভ্যাকসিন তৈরির সিদ্ধান্ত
২০০০ সালের জানুয়ারিতে জাহিন করোনা ভাইরাস সম্পর্কে প্রথম জানতে পারেন৷ তখনই তাঁর আশঙ্কা হয় এটি মহামারি রূপ নেবে৷ সেসময়ই ভ্যাকসিন প্রস্তুতের সিদ্ধান্ত নেন তিনি৷
ছবি: BioNTech SE 2020, all rights reserved
করোনা প্রতিরোধে ভূমিকা
বায়োনটেকের প্রধান নির্বাহী উগুর জাহিন জানিয়েছেন, এই টিকার প্রতিরোধ ক্ষমতা অন্তত এক বছর স্থায়ী হবে৷ যৌথ বিবৃতিতে ফাইজারের চেয়ারম্যান ও তিনি জানিয়েছেন, ‘‘টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রাথমিক ফলে আমরা প্রমাণ পেয়েছি যে এটি কোভিড-১৯ প্রতিরোধ করতে পারে৷’’
ছবি: Andreas Arnold/dpa/picture-alliance
6 ছবি1 | 6
শুধু ঘরের ভেতরেই নয়, গণপরিসরেও কড়াকড়ি বাড়ানোর প্রস্তাব রয়েছে সেই খসড়ায়৷ ঘরের বাইরে, এক বাসার মানুষ আরেকটি বাসার মাত্র দু'জনের সাথে দেখা করতে পারবেন৷
কিন্তু এখন পর্যন্ত এগুলি প্রস্তাবমাত্র৷ সোমবার আলোচনা শেষে জানা যাবে রাজ্যভিত্তিক ও কেন্দ্রীয় সিদ্ধান্ত৷
যেভাবে আসতে পারে বদল
প্রস্তাবিত খসড়ায় স্কুলের ভেতর কড়াকড়ির বাড়ানোর কথা বলা হয়েছে৷ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্কুলচত্বরের সর্বত্র বাধ্যতামূলক করা হয়েছে নাক-মুখ ঢাকা মাস্ক৷ একটি ক্লাসের সাধারণ ছাত্রসংখ্যাকে দু-তিনটি ভাগে বিভক্ত করে চলবে পাঠদানের কাজ৷
এছাড়া, বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রতি সপ্তাহে একটি করে এফএফপি-২ মাস্ক পাবেন৷ শুধু তাই নয়, স্কুল থেকে করোনা সংক্রমণ ঠেকাতে হালকা সর্দি-জ্বর বা কোনো ধরনের ঠাণ্ডা লাগার উপসর্গ থাকলেই সেই ব্যক্তিকে স্কুলচত্বরে না আসতে ও কোয়ারান্টাইন মেনে চলতে বলা হবে৷
শনিবারেই একটি ভিডিও বার্তায় ম্যার্কেল সতর্ক করে জানিয়েছিলেন যে জার্মানদের জন্য এমন শীতকাল পরীক্ষার সমান৷ সোমবারের পর, আবার ২৩ নভেম্বর জার্মান চ্যান্সেলর ও রাজ্যের নেতৃত্ব বৈঠকে বসবেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে৷ দু'টি বৈঠকেই তাঁরা মাথায় রাখবেন সংক্রমণের ধারা৷