1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনা-কড়াকড়ি নিয়ে আলোচনা

১৬ নভেম্বর ২০২০

শীতকাল মানেই জার্মানদের জন্য উৎসব৷ কিন্তু এবারের শীত কেবলই করোনা-কড়াকড়ির৷ বদলাবে কি এই বাস্তবতা?

ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৬টি রাজ্যের প্রধানদের সাথে আলোচনায় বসছেন। আলোচনার বিষয়: করোনাকালীন বিধিনিষেধ৷ আলোচ্য বিষয়গুলির একটি খসড়া  সংবাদসংস্থার হাতে এসেছে, যা আভাস দিচ্ছে বেশ কিছু নতুন কড়াকড়ির৷

এই খসড়াটিতে অবসর সময়ে শিশু ও তরুণদের কেবল একজন বন্ধুর সাথেই দেখা করার প্রস্তাব রয়েছে৷ পাশাপাশি, পরিবারদের জন্য প্রস্তাব রয়েছে নিজের বাসার মানুষদের পাশাপাশি আরেকটি বাসার মানুষদের সাথেই একসাথে ঘরের ভেতর দেখা করবার৷

শুধু ঘরের ভেতরেই নয়, গণপরিসরেও কড়াকড়ি বাড়ানোর প্রস্তাব রয়েছে সেই খসড়ায়৷ ঘরের বাইরে, এক বাসার মানুষ আরেকটি বাসার মাত্র দু'জনের সাথে দেখা করতে পারবেন৷

কিন্তু এখন পর্যন্ত এগুলি প্রস্তাবমাত্র৷ সোমবার আলোচনা শেষে জানা যাবে রাজ্যভিত্তিক ও কেন্দ্রীয় সিদ্ধান্ত৷

যেভাবে আসতে পারে বদল

প্রস্তাবিত খসড়ায় স্কুলের ভেতর কড়াকড়ির বাড়ানোর কথা বলা হয়েছে৷ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্কুলচত্বরের সর্বত্র বাধ্যতামূলক করা হয়েছে নাক-মুখ ঢাকা মাস্ক৷ একটি ক্লাসের সাধারণ ছাত্রসংখ্যাকে দু-তিনটি ভাগে বিভক্ত করে চলবে পাঠদানের কাজ৷

এছাড়া, বিভিন্ন ধরণের স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রতি সপ্তাহে একটি করে এফএফপি-২ মাস্ক পাবেন৷ শুধু তাই নয়, স্কুল থেকে করোনা সংক্রমণ ঠেকাতে হালকা সর্দি-জ্বর বা কোনো ধরনের ঠাণ্ডা লাগার উপসর্গ থাকলেই সেই ব্যক্তিকে স্কুলচত্বরে না আসতে ও কোয়ারান্টাইন মেনে চলতে বলা হবে৷

শনিবারেই একটি ভিডিও বার্তায় ম্যার্কেল সতর্ক করে জানিয়েছিলেন যে জার্মানদের জন্য এমন শীতকাল পরীক্ষার সমান৷ সোমবারের পর, আবার ২৩ নভেম্বর জার্মান চ্যান্সেলর ও রাজ্যের নেতৃত্ব বৈঠকে বসবেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে৷ দু'টি বৈঠকেই তাঁরা মাথায় রাখবেন সংক্রমণের ধারা৷

এসএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ