1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে করোনা টিকা পেল এক কোটি মানুষ

৪ এপ্রিল ২০২১

জার্মানিতে করোনা ভাইরাসের টিকার সীমাবদ্ধতা নিয়ে নানা আলোচনা, সমালোচনার মধ্যেই জানা গেল ইতোমধ্যে এক কোটি মানুষকে এই টিকা প্রদান করেছে ইউরোপের দেশটি৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন এই তথ্য৷  

ছবি: Soeren Stache/dpa/picture alliance

স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান শনিবার বলেন, ‘‘টিকা নেয়া এক কোটি মানুষের মধ্যে ৪৩ লাখ উভয় ডোজ গ্রহণ করেছেন৷’’ যারা ইতিমধ্যে টিকার দুই ডোজই পেয়েছেন তারা পুরোপুরি নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি৷
 
প্রসঙ্গত, ডিসেম্বর মাসের শেষ নাগাদ করোনা টিকা দেওয়া শুরু করে জার্মানি৷ টিকা দেওয়া শুরুর পরপরই সমালোচনায় পড়ে  ইউরোপের শক্তিধর এ দেশটি৷ যথেষ্ট টিকা মজুদ আছে কী না, কাদের, কীভাবে টিকা প্রদান করা হবে এসব বিষয়ে শুরুতে নিশ্চিত হতে না পারায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়৷ তবে সব সংশয় কাটিয়ে ধীরে ধীরে টিকাদানের বিষয়টি এগিয়ে নিয়ে যায় দেশটি৷
 
এদিকে, টিকা গ্রহনকারীদের দৈনন্দিন চলাফেরায় বিধিনিষেধ শিথিল করার কথা ভাবছে সরকার৷ স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা ইতিমধ্যে করোনা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন তারা পুরোপুরি নিরাপদ এমনটা বিবেচনায় নিয়ে তাদের জীবনযাত্রা শিথিল করার বিষয়টি সরকার বিবেচনা করছে৷ 

উল্লেখ্য, করোনা ভাইরাসের তৃতীয় ঢেওয়ের মুখে পড়েছে জার্মানি৷ ক্রামাগত বাড়তে থাকা সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে না পারলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা ডাক্তারদের৷ গত বছর করোনা ভাইরাস ধরা পড়ার পর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ লাখ৷ আর করোনায় আক্রান্ত হয়ে ৭৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন ইউরোপের কেন্দ্রের দেশটিতে৷ 

আরআর/এআই (এএফপি, এপি রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ