1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কারখানায় ঢুকে গুলি, মৃত দুই

৮ জানুয়ারি ২০২৫

জার্মানিতে একটি মেশিন তৈরির কারখানায় ঢুকে গুলি। মৃত দুই। গুরুতর আহত এক। বন্দুকবাজ ধৃত।

বন্দুবাজ গুলি চালানোর পরেই পুলিশ সেখানে পৌঁছায়।
ঘটনার পর বন্দুকবাজ পালায়। ৩০ কিলোমিটার দূরের শহর থেকে পুলিশ তাকে ধরে। ছবি: Fabian Koss/onw-images/picture alliance

মঙ্গলবার জার্মানির বাডেন ভুটেমব্যার্গে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টা নাগাদ মাস্ক পরিহিত এক বন্দুকবাজ কারখানায় ঢুকে পড়ে। তারপর সে গুলি চালাতে থাকে। এর ফলে দুইজন মারা গেছেন। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পুলিশ জানিয়েছে, বন্দুকবাজকে ধরতে হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়। ঘটনাস্থলের ৩০ কিলোমিটার দূরের এক শহর থেকে তাকে ধরা হয়।

পুলিশ কী বলছে?

পুলিশ জানিয়েছে, এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক। বিপদের কোনো কারণ নেই।

যে দুইজন গুলিতে মারা গেছেন, তারা কারখানার শ্রমিক। ওই কারখানায় গিয়ার-সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।

শহরের মেয়র ও সিডিইউ নেতা টিমো ফ্রে জানিয়েছেন, কারখানায় চারশ মানুষ কাজ করেন। .আর ওই শহরের বাসিন্দার সংখ্যা ২০ হাজার।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় উপস্থিত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিএইচ/এসজি (ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ