1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কার্নিভালে গাড়ি ‘দুর্ঘটনায়’ কয়েকজন আহত

২৪ ফেব্রুয়ারি ২০২০

জার্মানির ফল্কমার্জেন শহরে সোমবার কার্নিভাল শোভাযাত্রায় একটি গাড়ি উঠে পড়লে কয়েকজন আহত হন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে৷

ফাইল ছবিছবি: Friso Gentsch/dpa/picture alliance

স্থানীয় প্রচারমাধ্যম হেসেনশাউ বলছে, এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন৷ আর স্থানীয় সংবাদপত্র হেসিসে নিডারস্যাখসিশে আলগেমাইনে আহতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে৷

পুলিশ বলছে, গাড়ির চালককে আটক করা হয়েছে৷ গাড়িটি কীভাবে কার্নিভাল প্যারেডের দর্শকদের উপর উঠে গেল সেটি এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ৷

ফল্কমার্জেন শহরটি রাজধানী বার্লিন থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ