এক কিশোরীকে ১৪ বছর আটকে রেখে যৌন নিপীড়ন করার দায়ে ডাচ এক ধর্মগুরুর শাস্তি হয়েছে৷ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে জার্মানির আদালত৷
বিজ্ঞাপন
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রবার্ট বি.৷ ৫৯ বছর বয়সি এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ- তিনি ২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এক নারীকে আটকে রেখে তার ওপর অন্তত ১৩২ বার যৌন নিপীড়ন চালিয়েছেন৷ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সীমান্ত সংলগ্ন ক্লেভ শহরের আদালত রবার্ট বি.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেয়৷
২০২০ সালে নেদারল্যান্ডস সংলগ্ন আরেক শহর গখ-এ অভিযান চালিয়ে টানা ১৪ বছর যৌন নিপীড়নের শিকার হওয়া ওই নারীকে উদ্ধার করে জার্মান পুলিশ৷এক উপাসনালয়ে আটক অবস্থায় পাওয়া যায় তাকে৷ সেই অভিযানেই কথিত ধর্মগুরু রবার্ট বি. গ্রেপ্তার হন৷ তার ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস' ধর্মের ৫৪ জন অনুসারীও তখন সেই উপাসনালয়ে ছিলেন৷ ৫৪ জন অনুসারীর মধ্যে ১০ জন শিশু৷ জানা গেছে, রবার্ট বি. কথিত ‘অর্ডার অব ট্রান্সফর্ম্যান্টস'-এর সব অনুসারীর কাছে নিজেকে ‘নবি' দাবি করতেন৷
রবার্ট বি. অবশ্য যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন৷ তার দাবি, ভুক্তভোগী নারী ঈশ্বরের দর্শন পেয়েছিলেন এবং সে-কারণে স্বেচ্ছায়ই তিনি নির্জনতাকে বরণ করেছিলেন৷ তার আইনজীবী জানিয়েছেন, ক্লেভের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷
'পুরুষের বিশ্ব' : নারীবিদ্বেষ ও যৌন নিপীড়নের ক্ষুদ্র প্রদর্শনী
মাত্র ১৫ মিনিটের একটি ভিডিও ভীষণ সাড়া জাগিয়েছে জার্মানিতে। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখানো ভিডিওতে তুলে ধরা হয়েছে পুরুষের নারীবিদ্বেষ ও যৌন নিপীড়নের ভয়ঙ্কর রূপ।
ছবি: picture-alliance/empics/D. Lipinski
পুরুষাঙ্গের প্রদর্শনী!
ভিডিওর শুরুতে রয়েছে অন্ধকার এক ঘরে নারীদের কাছে পাঠানো অসংখ্য পুরুষাঙ্গের ছবির প্রদর্শনী। নারীকে পুরুষদের পাঠানো এসব ছবির পাশাপাশি নারীবিদ্বেষ এবং নানাভাবে যৌন নিপীড়নের আরো কিছু দৃষ্টান্ত দেখানো হয়েছে জার্মানির প্রো সেভেন (Pro7) চ্যানেলের এক অনুষ্ঠানে।
ছবি: picture-alliance/dpa/ProSieben
সোফি পাসমান: প্রতিবাদে সদা সোচ্চার
'ম্যানার ভেল্টেন' বা :পুরুষদের বিশ্ব' নামের অনুষ্ঠানটির সঞ্চালক, সাংবাদিক, লেখক সোফি পাসমান রেডিওতে অনুষ্ঠান সঞ্চালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক অনাচারের বিরুদ্ধে লেখালেখির জন্য সুপরিচিত।
ছবি: picture-alliance/Geisler-Fotopress/C. Hardt
নারীর পোশাক
নারীর উদ্দেশ্যে পুরুষদের লেখা অশ্রাব্য অজস্র মন্তব্য এবং হুমকির কথাও স্থান পেয়েছে ১৫ মিনিটের ভিডিওতে। প্রো সেভেন চ্যানেলে প্রাইম টাইম রাত সোয়া আটটায় দেখানো অনুষ্ঠান শেষ হয় ধর্ষিতা নারীদের পোশাক দেখিয়ে। সাঁতারের পোষাক এবং পাজামাও ছিল সেখানে। (ফাইল ফটো)
ছবি: Colourbox
কৌতুক অভিনেতার কৌতুক ভুলে যাওয়া
জার্মানি'র জনপ্রিয় কমেডিয়ান ইয়োকো ভিন্টারশাইড আর ক্লাউস হয়ফার উমলাউফকে বলা হয়েছিল ভিডিওতে দেখানো 'পুরুষদের বিশ্ব' নিয়ে যা খুশি বলতে বা করতে। তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ জনপ্রিয় এই দুই ব্যক্তিত্ব ভিডিও দেখে সমাজে লুকিয়ে থাকা নারীবিদ্বেষী যৌন নিপীড়কদের শুধু ধিক্কার জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে।
ছবি: picture-alliance/dpa
১৫ মিনিট যথেষ্ট নয়
প্রো সেভেন চ্যানেলে গত ১৫ মে দেখানো ভিডিওটি পরে ইউটিউবেও প্রকাশ করা হয়। এ পর্যন্ত ৩৮ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওতে নারীবিদ্বেষ ও যৌন নিপীড়নের ভয়াবহতা দেখে টুইটারে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অনেকে। তবে সোফি পাসমান মনে করেন, "পুরুষদের এই জগৎটাকে কোনো এক চ্যানেল বা কোনো এক ঘর থেকে কয়েক মুহূর্ত দেখালে হবে না, অনুষ্ঠান শেষ হলেও এর প্রদর্শনী চলতে থাকবে।" (প্রতীকী ছবি)