1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ

১৭ অক্টোবর ২০১৬

জার্মানির লুডভিগসহাফেন শহরের বিএএসএফ কেমিক্যাল কোম্পানির কারখানায় বড় রকমের বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷ এতে অনেকের আহত ও নিখোঁজ হওয়ার কথা জানা গেলেও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি৷

Brand BASF Ludwigshafen
বিএএসএফ কেমিক্যাল কোম্পানির কারখানায় বড় রকমের বিস্ফোরণছবি: picture-alliance/Promediafoto/M. Deines

জার্মানির লুডভিগসহাফেন শহরের বিএএসএফ কেমিক্যাল কোম্পানির কারখানায় বড় রকমের বিস্ফোরণের খবর পাওয়া গেছে৷  এতে অনেকের আহত ও নিখোঁজ হওয়ার কথা জানা গেলেও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি৷

বিশ্বের সবচেয়ে বড় কেমিক্যাল কোম্পানি হিসেবে পরিচিত বিএএসএফ-এর এই কারখানায় সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে৷ দূর থেকে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাওয়ায় ঘটনাস্থলের আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তবে দুর্ঘটনার পরপরই আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু হয়৷ পাশাপাশি শুরু হয় বিস্ফোরণের কারণ উদঘাটনের চেষ্টা৷

Explosion at BASF plant in Ludwigshafen

00:24

This browser does not support the video element.


 

বিএসএফ এবং স্থানীয় পুলিশ ইতিমধ্যে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে৷  বিস্ফোরণের কারণে ছড়িয়ে পড়া রাসায়নিকের প্রভাবে কারো যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতেই এ অনুরোধ জানানো হয়৷ তবে স্থানীয়দের কয়েকজন ইতিমধ্যে জানিয়েছেন, তাঁদের কারো কারো ইতিমধ্যে শাসকষ্ট শুরু হয়েছে৷ লুডভিগসহাফেনে বিএএসএফের প্রধান কার্যালয়৷ সেখানেই দুর্ঘটনাটি ঘটল৷

এসিবি/এসবি (এপি, এএফপি, ডিপিএ) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ