1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কোনো সুম্পষ্ট হামলার খবর নেই: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

৪ অক্টোবর ২০১০

ভারতের মুম্বই শহরে যেরকম সন্ত্রাসী হামলা ঘটেছিল, অনেকটা সেই ধাঁচেই ইউরোপের একাধিক শহরে আশঙ্কার ইঙ্গিত এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে৷

সতর্ক জার্মান পুলিশছবি: AP

বার্লিন শহরের টেলিভিশন টাওয়ার, বিখ্যাত আডলন হোটেল, প্রধান স্টেশন – এসবই ইসলামি সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তু হতে পারে বলে দাবি করেছে মার্কিন টেলিভিশন কেন্দ্র ‘ফক্স নিউজ'৷ এছাড়া প্যারিসের আইফেল টাওয়ার ও নোত্র দাম গির্জাও এই তালিকায় রয়েছে৷ ব্রিটেনের রাজপরিবারের উপরও হামলা হতে পারে বলে ‘ফক্স নিউজ'এর দাবি৷ ইতিমধ্যে মার্কিন প্রশাসন ইউরোপ যাত্রার সময় মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন৷ তবে আক্ষরিক অর্থে কোনো হুঁশিয়ারি জানানো হয় নি৷ ব্রিটিশ কর্তৃপক্ষ সেদেশের নাগরিকদের ফ্রান্স ও জার্মানিতে যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন - কোন ভয় নেইছবি: DPA

জার্মানি ও ফ্রান্সের প্রতিক্রিয়া

জার্মানি ও ফ্রান্স বাড়তি সতর্কতার কোনো কারণ দেখছে না৷ জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সাম্প্রতিক এই সতর্কতাবাণীর আলোকে কোনো বাড়তি ঝুঁকির কারণ দেখছে না৷ স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়েরের পর সোমবার মন্ত্রণালয়ের মুখপাত্র স্টেফান পারিসও বলেছেন, এই মুহূর্তে সুনির্দিষ্ট কোনো হামলার খবর নেই৷ তবে সামগ্রিক ঝুঁকির পরিপ্রেক্ষিতে জার্মান কর্তৃপক্ষ পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে৷ ফ্রান্সের এক সরকারি মুখপাত্র বলেছেন, সন্ত্রাসী হামলা সংক্রান্ত যে কোনো খবরকেই গুরুত্ব দেওয়া হয়৷ তাছাড়া নিরাপত্তা পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হয়৷

প্যারিসে চলছে পুলিশি টহলছবি: AP

সতর্কতার উৎস

অ্যামেরিকা থেকে যে সতর্কতাবাণী শোনা যাচ্ছে, তার অন্যতম উৎস আফগান বংশোদ্ভূত এক জার্মান নাগরিক, যাকে আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটিতে গত কয়েক সপ্তাহ ধরে জেরা করা হচ্ছে৷ তার কাছ থেকেই কিছু হামলার ষড়যন্ত্রের কথা জানা গেছে বলে দাবি করা হচ্ছে৷ কট্টরপন্থী ইসলামি একদল যুবক ২০০৯ সালের মার্চ মাসে হামবুর্গ থেকে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গিয়েছিল৷ আটক ব্যক্তি তাদেরই একজন৷ আফগানিস্তানে জার্মান সেনাবাহিনীর কার্যকলাপের ফলে এর আগেও বেশ কয়েকবার জার্মানির উপর হামলার ঝুঁকির কথা শোনা গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ