1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে অতি দক্ষিণপন্থিরা

১০ জুলাই ২০২৩

সাম্প্রতিক সমীক্ষায় দেশের ২০ শতাংশ মানুষের ভোট পেয়েছে তারা। চিন্তিত জার্মান প্রেসিডেন্ট।

জার্মান প্রেসিডেন্ট
ছবি: Jann Höfer/ZDF/dpa/picture alliance

সম্প্রতি এক সাক্ষাৎকারে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভালটার স্টাইনমাইয়ার জানিয়েছেন, গণতান্ত্রিক দলগুলিকে দায়িত্ব নিতে হবে। মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের। বোঝাতে হবে অতি দক্ষিণন্থি দলের উত্থানের খারাপ দিকগুলি। অতি দক্ষিণপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) মানুষের সামনে যে সমস্যাগুলি তুলে ধরছে, অন্যদলগুলিকে তার সমাধান নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।

স্টাইনমাইয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এএফডি মানুষের কাছে কিছু সমস্যার কথা নিয়ে যাচ্ছে। তারা কোনো সমাধানসূত্র দিচ্ছে না। মানুষকে ভয় দেখাচ্ছে তারা। আর সেই ভয় থেকেই নিজেদের জনপ্রিয়তা অর্জন করছে এএফডি। এটাই অতি দক্ষিণপন্থীদের কৌশল। অন্য সমস্ত গণতান্ত্রিক দলগুলিকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন তিনি। সমস্যা নয়, তার সমাধান নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে সকলকে। মানুষের মনের ভিতর থেকে ভয় দূর করতে হবে।

এএফডির ভোটার কারা?

02:11

This browser does not support the video element.

জার্মানির একাধিক রাজ্যে স্থানীয় নির্বাচনের আগে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গেছে এএফডি-র পক্ষে ২০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এই মুহূর্তে জার্মানির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় দল এএফডি। বিষয়টি যথেষ্ট চিন্তার বলে মনে করেন প্রেসিডেন্ট।

পূর্ব জার্মানিতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে দলটি। আগামী কিছু দিনের মধ্যে সেখানে বেশ কয়েকটি নির্বাচন আছে। বস্তুত, ইতিমধ্যেই একটি রাজ্যে প্রশাসনিক পদও পেয়েছে এএফডি-র প্রার্থী। অর্থাৎ, ক্রমশ মাথা চাড়া দিচ্ছে অতি দক্ষিণপন্থা। কোনো কোনো বিশেষজ্ঞ অতি দক্ষিণপন্থি দলটিকে নিও নাৎসিরদের সঙ্গেও তুলনা করেন। ফলে, গোড়াতেই সতর্ক হওয়ার কথা বলেছেন জার্মান প্রেসিডেন্ট।

এসজি/জিএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ