1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ক্রসবো দিয়ে হাসপাতাল কর্মীকে হত্যা

৬ ডিসেম্বর ২০২৪

জার্মানিতে বিকালে এক হাসপাতালে ঢুকে ক্রসবো দিয়ে সেখানকার এক কর্মীকে হত্যা করা হয়েছে৷ কয়েক ঘণ্টা পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়৷

হার্ডভাল্ডক্লিনিক
ঘটনার কয়েক ঘণ্টা পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়৷ছবি: Hessischer Rundfunk/Silvia Ritter

জার্মানির হেসে রাজ্যের বাড সোয়েস্টেন শহরের হাসপাতালে বুধবার এই ঘটনা ঘটে৷ নিহত নারীর বয়স ৫০৷

ঘটনার পর হামলাকারী দ্রুত পালিয়ে গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ তবে পুলিশ তার খোঁজ শুরু করার পর ৫৮ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারীরে শনাক্ত করতে সমর্থ হয়৷ এরপর বুধবার রাতেই তাকে আটক করা হয়৷ তার কাছ থেকে ‘অনেক প্রমাণ’ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তবে বিস্তারিত জানানো হয়নি৷

সন্দেহভাজন হামলাকারীর নাম ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ