জার্মানিতে ক্রসবো দিয়ে হাসপাতাল কর্মীকে হত্যা
৬ ডিসেম্বর ২০২৪বিজ্ঞাপন
জার্মানির হেসে রাজ্যের বাড সোয়েস্টেন শহরের হাসপাতালে বুধবার এই ঘটনা ঘটে৷ নিহত নারীর বয়স ৫০৷
ঘটনার পর হামলাকারী দ্রুত পালিয়ে গিয়েছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷ তবে পুলিশ তার খোঁজ শুরু করার পর ৫৮ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারীরে শনাক্ত করতে সমর্থ হয়৷ এরপর বুধবার রাতেই তাকে আটক করা হয়৷ তার কাছ থেকে ‘অনেক প্রমাণ’ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তবে বিস্তারিত জানানো হয়নি৷
সন্দেহভাজন হামলাকারীর নাম ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)