1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ক্রিসমাসের ছুটিতে কড়া লকডাউন

৯ ডিসেম্বর ২০২০

করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান অ্যাকাডেমি লিওপলডিনা৷ স্যাক্সনি রাজ্যে আগামী সপ্তাহ থেকেই কড়াকড়ি শুরু হতে যাচ্ছে৷

করোনার সময়ে ক্রিসমাস
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মানির বিধিনিষেধে আরো কড়াকড়ি হতে পারে বলে জানান মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ পাবলিক ব্রডকাস্টার ফোনিক্সকে দেয়া এক সাক্ষাৎকারে করোনায় সফল হওয়ার জন্য সম্ভবত স্বল্প এবং ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী৷ ২রা নভেম্বর থেকে জার্মানিতে আংশিকভাবে লকডাউন এবং সামাজিক দূরত্বও চালু রয়েছে, যা দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির প্রবণতা কমালেও  সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেনি৷

আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণের হার না কমলে এবিষয়ে নতুন করে আলোচনা করতে হবে বলে জানান স্পান৷ স্বাস্থ্যমন্ত্রী এমন সময় এ মন্তব্য করেন যখন দেশের শীর্ষ রাজনীতিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন করোনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য৷ এর আগে চ্যান্সেলর ম্যার্কেল রাজনীতিকদের করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের কঠোর পদক্ষেপের পক্ষে মত ব্যক্ত করেন৷ ম্যার্কেল তাঁর সহকর্মীদের প্রয়োজনে কঠোর হওয়ার কথা বলেন৷

ইন্টাব়্যাক্টিভ মানচিত্রটি দেখা না গেলে এই লিংকে ক্লিক করুন৷

মঙ্গলবার জার্মানির প্রভাবশালী জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি, লিওপলডিনা করোনার বিস্তার কমাতে ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত কঠোর লকডাউনের দাবি জানায়৷ তাদের পরামর্শ ক্রিসমাসের অন্তত দু'সপ্তাহ পরেও পুরো জার্মানিতেই কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা৷

ক্রিসমাসহলিডেকে জার্মানিতে করোনা সংক্রমণের হারকে আবার নিয়ন্ত্রণে আনার এক মোক্ষম সুযোগ বলে ডয়চে ভেলেকে বলেন লিওপলডিনার বিবৃতির অন্যতম প্রণেতা এবং বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের মনোবিজ্ঞানী প্রফেসার রাল্ফ হ্যার্টভিগ৷

এনএস/কেএম (রয়টার্স, ডিপিএ, কেএনএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ