কয়লাখনি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা টুনব্যার্গকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল জার্মান পুলিশ।
বিজ্ঞাপন
কয়লাখনির বিস্তারের জন্য লুয়েটজেরথে গ্রাম ভেঙে ফেলা হচ্ছে। আর তার প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবেশকর্মীরা। গ্রেটা টুনব্যার্গও কিছুদিন হলো জার্মানিতে গিয়ে এই প্রতিবাদে অংশ নিয়েছেন। তিনি ওই গ্রামে চলে গেছিলেন। আরো কিছু বিক্ষোভকারীর সঙ্গে একেবারে কয়লাখনির পাশে চলে যান।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণে খনির অত কাছে কাউকে যেতে দেয়া হচ্ছে না। টুনব্যার্গ-সহ কয়েক ডজন মানুষকে তাই আটক করে সরিয়ে দেয়া হয়েছে। একজন বিক্ষোভকারী খনির মধ্যে ঝাঁপ দিয়েছেন। তিনি কতটা আহত তা জানা যায়নি।
সুন্দর পৃথিবী গড়ার লড়াইয়ের ৯ ‘খুদে’ সৈনিক
তাদের বয়স কম৷ তবে বয়সে ছোট হলেও প্রত্যেকেই চায় এবং চেয়েছে পৃথিবীকে বাসযোগ্য রাখতে, আরো সুন্দর করতে৷ এমন নয় অ্যাক্টিভিস্টের কথা জানুন এই ছবিঘরে...
ছবি: Britta Pedersen/dpa/picture alliance
গ্রেটা টুনব্যার্গ
গ্রেটা টুনব্যার্গ প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন ২০১৮ সালের আগস্টে৷ সুইডেনের গণমাধ্যম তখন সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত৷ শুক্রবারের স্কুল বাদ দিয়ে গ্রেটা ঠিক তখনই সংসদের সামনে একা বসে বিক্ষোভ শুরু করেন৷ তার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ছড়িয়ে পড়ে সব স্কুলে৷ অনেক শিক্ষার্থী যোগ দেয় তার সঙ্গে৷ গ্রেটা টুনব্যার্গ এখন সারা বিশ্বেই সুপরিচিত৷ ইতিমধ্যে ‘বিকল্প নোবেল’ও জিতেছেন ১৯ বছর বয়সি গ্রেটা৷
ছবি: Hanna Franzén/TT News/picture alliance
সেভের্ন কুলিস-সুজুকি
২২ পেরোনো সেভের্ন কুলিস-সুজুকিকে সবাই বেশি চেনে ১৯৯২ সালে রিও ডি জেনেইরোর আর্থ সামিটে দেয়া দুর্দান্ত এক ভাষণের কারণে৷ সেই থেকে ক্যানাডিয়ান এই তরুণীকে সবাই ‘বিশ্বকে পাঁচ মিনিটের জন্য স্তব্ধ করে দেয়া সেই মেয়ে’ হিসেবেই চেনে৷পরিবেশবিদ ডেভিড সুজুকির সন্তান সেভের্ন মাত্র নয় বছর বয়সে প্রতিষ্ঠা করেন এনভায়র্নমেন্টাল চিল্ড্রেনস’স অর্গ্যানাইজেশন (ইসিও)৷ সেই প্রতিষ্ঠানও শৈশব, কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছে৷
ছবি: UN
শোতেচাত রোসকে-মার্টিনেজ
যুক্তরাষ্ট্রের এই পরিবেশবিদও বিশ্বখ্যাতি পেয়েছিলেন খুব কম বয়সে৷ বয়স ১৬ হওয়ার আগে জাতিসংঘে তিনবার জলবায়ু পরিবর্তন নিয়ে ভাষণ দিয়ে ফেলা শোতেচাত এখন আর্থ গার্ডিয়ান্সের তরুণ পরিচালক৷ ভালো গান জানেন৷ ২০১৫ সালে তার কম্পোজ করা গান ‘স্পিক ফর দ্য ট্রিজ’ সেবছরের জাতিসংঘ পরিবেশ পরিবর্তন সম্মেলনের থিম সং-এর মর্যাদা পায়৷
ছবি: Lev Radin/Pacific Press/picture alliance
মেলাতি উইজসেন এবং ইসাবেল উইজসেন
ইন্দোনেশিয়ার এই দুই বোন বালি দ্বীপ প্লাস্টিকের ব্যাগমুক্ত করার আন্দোলন ‘বাই বাই প্লাস্টিক ব্যাগস’-এর সুবাদে এখন বিশ্ববিখ্যাত৷দুই বোনের এ আন্দোলন শুরু হয়েছিল ২০১৩ সালে৷ মেলাতির বয়স তখন ১০ আর ইসাবেলের ১২৷ছবিতে জার্মানির বাম্বি অ্যাওয়ার্ড হাতে মেলাতি এবং ইসাবেল৷
ছবি: Britta Pedersen/dpa/picture alliance
মালালা ইউসুফজাই
২০১২ সালে তালেবান জঙ্গিদের হামলায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী মালালা৷ সেই মালালা এখন তারকা মানবাধিকারকর্মী৷ ইতিমধ্যে নোবেল শান্তি পুরস্কারসহ অনেক পুরস্কার জিতেছেন৷ ২০১৪ সালে নোবেল জেতেন মাত্র ১৭ বছর বয়সে৷ সেই সুবাদে এখনো তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সি নোবেলজয়ী৷ ওপরের ছবিতে লেবাননের এক স্কুলে সিরীয় শরণার্থী শিশুদের হাতে নিজের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’ তুলে দিচ্ছেন মালালা৷
ছবি: WAEL HAMZEH/EPA/dpa/picture alliance
ইকবাল মাসিহ
বেঁচে থাকলে ইকবালের বয়স হতো ২৯ বছর৷ কিন্তু পাকিস্তানের এই অ্যাক্টিভিস্টকে ২০০৯ সালে কার্পেট মাফিয়ারা গুলি করে হত্যা করে৷ ইকবালের অপরাধ- মাত্র পাঁচ বছর বয়সে কার্পেটের দোকানে কাজ শুরু করে, টানা পাঁচ বছর অনেক অত্যাচার সহ্য করার পর সেই কাজ ছেড়ে দিয়ে অন্য শিশুদেরও মুক্ত করার আন্দোলন শুরু করেছিল৷ শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তার কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয় কার্পেট মাফিয়ারা৷
ছবি: STR/AFP/Getty Images
থান্ডিয়ে চামা
জাম্বিয়ার এই মেয়েটির স্কুলের অনেক শিক্ষক এইডসে ভুগে মারা যায়৷ এ কারণে বন্ধ হয়ে যায় স্কুল৷ কিন্তু স্কুল বন্ধ হলেও থাণ্ডিয়ে লেখাপড়া বন্ধ হতে দেয়নি৷ ৬০জন শিক্ষার্থীকে নিয়ে মিছিল করতে করতে পৌঁছে গিয়েছিল এলাকার আরেকটি স্কুলে৷ সেখানে গিয়ে দাবি জানিয়েছিল, ‘‘আমাদের সবাইকে এই স্কুলে পড়ার সুযোগ দিতে হবে৷’’ স্কুল কর্তৃপক্ষ দাবি মেনে নেয়৷ পরে এইডস সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজে মন দেয় থাণ্ডিয়ে৷
ছবি: picture-alliance/ dpa
এনকোসি জনসন
সাউথ আফ্রিকার এইডসবিরোধী অ্যাক্টিভিস্ট এইডসে ভুগে মারা যায় ২০০১ সালে৷ এইডসে আক্রান্ত বলে ১৯৯৭ সালে জোহানেসবার্গের একটি স্কুলে সে ভর্তি হতে পারেনি৷ বাকি ছোট্ট জীবনে এইডস আক্রান্ত শরীর নিয়েই এইডসের বিরুদ্ধে অনেক কাজ করেছে এনকোসি৷ দত্তক মা-র সহায়তায় এইচআইভি আক্রান্ত শিশু এবং তাদের মায়ের জন্য একটা আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছিল৷ ২০০৫ সালে তাকে মরণোত্তর চিল্ড্রেনস পিস প্রাইজ দেয়া হয়৷
ছবি: picture alliance / AP Photo
বানা আবেদ
২০১৬ সালে মাত্র সাত বছর বয়সে জীবনের প্রথম টুইটটি করেছিল বানা৷ মাত্র তিনটি শব্দ লিখেছিল সেখানে, ‘‘ আই ওয়ান্ট পিস৷’’ সেই থেকে যুদ্ধবিদ্ধস্ত দেশ সিরিয়ার ছোট্ট এই মেয়েটির ফলোয়ার বেড়েই চলেছে৷এখন তার মোট ফলোয়ার দুই লাখ ৭৮ হাজারেরও বেশি৷ টুইটারে ছবি এবং ভিডিওর মাধ্যমে শুধু সিরিয়ায় শান্তি ফেরানোর জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় বানা৷
ছবি: Ercin Top/AA/picture alliance
9 ছবি1 | 9
ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট পরিহিত পুলিশ টুনব্যার্গকে পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছে। তারা টুনব্যার্গ ও অন্য বিক্ষোভকারীদের একটি বাসে তোলে। গত শনিবারও টুনব্যার্গএকটি মিছিলের পুরোভাগে ছিলেন। তিনি বলেছেন, জার্মান সরকার কয়লা সংস্থার সঙ্গে সমঝোতা করেছে। এটা লজ্জাজনক কাজ।
পরিবেশরক্ষার জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। পরিবেশ কর্মীরা তাই কয়লাখনির বিস্তারের পরিকল্পনার বিরোধিতা করছেন।
এই বিক্ষোভ জার্মানির বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। মঙ্গলবার নর্থ রাইন ওয়েস্টফালিয়ার নানা জায়গায় এই বিক্ষোভ হয়েছে। বিদ্যুৎকেন্দ্রে যাতে কয়লা নিয়ে না যাওয়া যায়, সেজন্য ট্রেন অবরোধ হয়েছে। ডুসেলডর্ফে ১৫০ জন বিক্ষোভকারী সিটি সেন্টারে বিক্ষোভ দেখিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রবল প্রতিবাদ হচ্ছে।