1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে খড়ের তৈরি আধুনিক বাড়িঘর

২৯ মে ২০১৯

গ্রামবাংলায় মাটির বাড়িতে শীত-গ্রীষ্মসহ যে কোনো ঋতুতেই মনোরম পরিবেশ পাওয়া যায়৷ জার্মানিতে এক স্থপতি মাটি, কাদা, খড়, কাদামাটির মতো উপকরণ কাজে লাগিয়ে আধুনিক বাড়িঘর তৈরির উদ্যোগ নিচ্ছেন৷

04 BG Das erwartet uns im August
ছবি: Imago/STPP

খড় ও মাটির বাড়ি

হাজার হাজার বছর ধরে নির্মাণের উপকরণ হিসেবে খড় ও মাটি ব্যবহার করা হচ্ছে৷ দুই উপকরণই সহজেই পাওয়া যায়৷ জার্মানির ভাইমার শহরে কাছেরই একটি মাঠ থেকে খড় আনা হয়েছে৷ প্রায় ৫০ কিলোমিটার দূর থেকে মাটি এসেছে৷ বাড়ির দেওয়াল খড়ের আঁটি দিয়ে তৈরি৷ ভেতরে ৪ সেন্টিমিটার পুরু মাটিভিত্তিক প্লাস্টার রয়েছে৷ কাদামাটির মিস্ত্রী লুৎস ম্যুলার বলেন, ‘‘কাদামাটি খুবই পাকাপোক্ত৷ অন্যদিকে সিমেন্ট খুবই আগ্রাসী এবং ত্বকের জন্য ক্ষতিকর৷ উপকরণ হিসেবে মাটি শুধু বাড়ি ও তার বাসিন্দা নয়, নির্মাণ শ্রমিকদের জন্যও অনেক মনোরম৷''

স্থপতি হিসেবে ফ্লোরিয়ান হপে এমন কিছু বাড়ি নির্মাণ করেছেন, যেখানে উত্তাপ নিরোধক ব্যবস্থা হিসেবে খড় ব্যবহার করা হয়েছে৷ কিন্তু এটাই প্রথম বাড়ি, যেখানে কাঠামোর ভিত্তি হিসেবে কাদামাটির আঁটি কাজে লাগানো হয়েছে৷

আইডিয়া হিসেবে বিষয়টি সহজ হলেও নির্মাণের সময় অত্যন্ত যত্নসহকারে প্রতিটি খুঁটিনাটি বিষয়ের উপর নজর রাখতে হয়৷ স্থপতি হিসেবে ফ্লোরিয়ান হপে বলেন, ‘‘ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আঁটিগুলির মাঝের অংশ ভরে ফেলেছি, যাতে কোনো অংশ ফাঁপা না থাকে৷''

আবহাওয়া সামলানোর ব্যবস্থা

বৃষ্টি ও বরফের মোকাবিলা করতে না পারায় বাইরের অংশের জন্য নরম মাটির প্লাস্টার মোটেই উপযুক্ত নয়৷ তাই হপে-র নতুন বাড়িটির বাইরে কাদামাটির প্লাস্টার ব্যবহার করা হয়েছে৷ আসলে পাশাপাশি দু'টি বাড়ির সমন্বয়ে ভবনটি তৈরি করা হয়েছে৷ তার মধ্যে একটিতে হপে সপরিবারে বসবাস করবেন৷ বাইরের দেওয়াল প্রায় ১ মিটার, ২০ সেন্টিমিটার পুরু৷ ফ্লোরিয়ান হপে বলেন, ‘‘বাড়ি নির্মাণের বিধিনিয়ম অনুযায়ী ইনসুলেশনের জন্য অর্ধেক খড় ব্যবহার করলেই চলতো৷ কিন্তু দ্বিগুণ পরিমাণ দ্বিগুণ ভালো ফল দিচ্ছে৷''

খড়ের আঁটি ইনসুলেশন হিসেবে এতটাই কার্যকর, যে দোতলা বাড়িটি উষ্ণ রাখতে ছোট একটি স্টোভই যথেষ্ট৷ খড়ের বাড়ির বাসিন্দা আলেক্সান্ড্রা শেংকার-প্রিমুস বলেন, ‘‘বাইরের তাপমাত্রা মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস৷ দোতলার তাপমাত্রা অত্যন্ত মনোরম৷ রোদ উঠলেই আমরা পর্দা খুলে দেই, তখন উপরতলা বেশ গরম হয়ে যায়৷ অর্থাৎ গ্রীষ্মকালে আমাদের আরও ছায়া সৃষ্টি করতে হবে৷ কিন্তু এখন শীতের সময় রোদ উঠলে খুব ভালো হয়৷ দেখা যাক, মেঘলা আকাশ হলে কী হয়৷ এখন খুবই মনোরম৷ এটা অনেকটা পরীক্ষার মতো৷'' 

পুনর্ব্যবহারযোগ্য বাড়ি

ভাইমার শহরে হপে-র বাড়ির অংশে এখনো প্লাস্টার লাগানোর কাজ চলছে৷ বাকি অংশটির কাজ শেষ হয়ে গেছে৷ মালিক গৃহপ্রবেশ করতে প্রস্তুত৷ প্রায় দুই বছর আগে বিশাল পরিমাণ খড়ের আঁটি দিয়ে কাজ শুরুর দিনগুলির কথা দুই পরিবারেরই মনে আছে৷ তারা সবাই পুনর্বব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি বসতবাড়ি তৈরি করতে বদ্ধপরিকর ছিলেন৷ ফ্লোরিয়ান হপে-র স্ত্রী সারা বলেন, ‘‘পরের প্রজন্ম যদি বাড়িটি ভেঙে ফেলতে চায়, তাদের কাছে কাঠ, ছাদের টালি, খড় ও ভিত্তির কংক্রিট – সবই থাকবে৷ সেটাই সম্ভবত একমাত্র সমস্যা৷ পরিবেশের ক্ষতি না করেই বাকি সব ফেলে দেওয়া সম্ভব৷''

হপে-র বাড়ির কাজ প্রায় শেষ৷ প্লাস্টার লাগানোর কাজ শেষ হচ্ছে৷ কয়েক মাসের মধ্যেই গোটা পরিবার এখানে থাকতে পারবে৷

‘দক্ষিণ এশিয়া আদর্শ'

ভ্যার্ডেন শহরে পাঁচ তলার একটি ভবনও খড়ের আঁটি দিয়ে তৈরি৷ তবে কাঠের তৈরি কাঠামো ও থাম বাড়িটির ভার বহন করে৷ সেখানে জার্মানির টেকসই নির্মাণ কেন্দ্রের উত্তরাঞ্চল শাখার দফতর৷ ডিটমার হেকেন ইকোলজিকাল নির্মাণ সংক্রান্ত পাঠক্রমের অধ্যাপক৷ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে খড় ব্যবহারের অনেক সুযোগ রয়েছে৷ তাঁর মতে, ‘‘যেমন ভারত বিশ্বের অন্যতম সেরা ধান ও অন্যান্য শস্যের উৎপাদনকারী দেশ৷ তাই সেখানে বিপুল সম্ভাবনা রয়েছে৷ বিশাল পরিমাণ খড় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে৷ তার অনেক অংশ পোড়ানো হয়, ফলে পরিবেশের সমস্যা হয়৷ ধোঁয়া ও কার্বন নির্গমন হয়৷ সেগুলি ঠিকমতো ব্যবহার করলে কার্বন নির্গমন হবে না৷ তবে এমন নির্মাণ কাঠামো সম্পর্কে ভালো করে জানতে হবে৷ কিছু নির্দেশাবলী থাকলে যে কেউ তা রপ্ত করতে পারে৷ সেটাই সবচেয়ে বড় সুবিধা৷''

ক্রিস্টিনা ব়্যোডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ