1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিন ১০ জন শরণার্থী হামলার শিকার?

২৭ ফেব্রুয়ারি ২০১৭

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা তথ্য বলছে, ২০১৬ সালে দেশটিতে শরণার্থী ও তাদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রের উপর প্রায় সাড়ে তিন হাজার হামলার ঘটনা ঘটেছে৷ অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১০টি এ রকম হামলা হয়েছে৷

জার্মানিতে দুই শরণার্থী
ছবি: Getty Images/AFP/T. Schwarz

সংসদীয় এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসব হামলায় ৪৩ জন শিশুসহ ৫৬০ ব্যক্তি আহত হয়েছেন৷ সরকার এসব হামলার ‘কঠোর সমালোচনা' করছে বলে ঐ চিঠিতে লেখা আছে৷ বার্তা সংস্থা এএফপি চিঠিটি দেখেছে বলে জানিয়েছে৷ ‘‘যারা প্রাণ বাঁচাতে তাদের দেশ থেকে পালিয়ে নিরাপত্তার জন্য জার্মানিতে এসেছে তাদের নিরাপদ আশ্রয় পাওয়ার অধিকার আছে'', চিঠিতে লিখেছে মন্ত্রণালয়৷

পুলিশের বরাত দিয়ে মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালে ২,৫৪৫ জন শরণার্থীর উপর এবং আশ্রয়কেন্দ্রের উপর ৯৮৮টি হামলার ঘটনা ঘটেছে৷ এর মধ্যে আগুনে পুড়িয়ে দেয়া ঘটনাও রয়েছে৷ ২০১৫ সালে আশ্রয়কেন্দ্রের উপর এক হাজারেরও বেশি হামলা হয়েছিল৷ তার আগের বছর অর্থাৎ ২০১৪ সালে সংখ্যাটি ছিল ১৯৯৷

মন্ত্রণালয় বলছে, পুলিশের পরিসংখ্যানে না থাকলেও শরণার্থীদের সহায়তা করে এমন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উপর ২১৭টি হামলা হয়েছে৷

২০১৫ সালে জার্মানিতে প্রায় ৮ লক্ষ ৯০ হাজার শরণার্থী প্রবেশ করে৷ সেই সময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী নীতির কঠোর সমালোচনা করায় ডানপন্থি পপুলিস্ট দল‘অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড' বা এএফডির সমর্থক সংখ্যা বেশ বেড়ে যায়৷

চরম বামপন্থি দল ডি লিংকের রাজনীতিবিদ উলা ইয়েল্পকে জার্মান এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারের শরণার্থীদের উপর এমন হামলার জন্য চরম ডানপন্থিরা দায়ী বলে মন্তব্য করেন৷ তিনি সরকারকে এ সব হামলা প্রতিরোধে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন৷

চলতি মাসে শরণার্থীদের থাকার জন্য প্রস্তুত করতে থাকা একটি হলে আগুন ধরানোর দায়ে একজন নব্য-নাৎসিকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷

গত ফেব্রুয়ারিতে বাউটৎসেন এলাকায় যখন একটি আশ্রয় শিবির আগুনে পুড়ছিল তখন কয়েক ডজন ব্যক্তিকে উচ্ছ্বসিত হতে দেখা গেছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ