1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ

২ অক্টোবর ২০২০

জার্মানিতে হাইওয়ে বাড়ানোর লক্ষ্যে একটি বনের গাছ কাটা শুরু হলে প্রায় দেড় শতাধিক পরিবেশকর্মী ব্যারিকেড দিয়ে বাধা দেয়৷ তবে পুলিশি প্রহরায় আবার গাছ কাটা শুরু হয়েছে৷

ছবি: Kai Pfaffenbach/Reuters

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টের উত্তরে ড্যানেনরোয়েডার বনে শ্রমিকদের নির্বিগ্নে গাছ কাটার কাজ করার জন্য পুলিশ মোতায়েন করা হয়৷ পরিবেশবাদীরা গাছ কাটায় বাধা দিয়েছিল৷ এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘গাছ কাটার কাজ আবার শুরু হবে৷’’

পরিবেশকর্মীরা এক বিবৃতিতে জানান, ড্যানেনরোডার একটি সংরক্ষিত এলাকা৷ সেখানে প্রায় ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো গাছ রয়েছে৷ ইউরোপীয় জীব বৈচিত্র্য সংরক্ষণ বিধিমালা মেনে প্রাচীন গাছগুলো রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে পরিবেশ সুরক্ষা সংস্থা গ্রিনপিস-এর কর্মী মারিয়ন টিমান বলেন, ‘‘আরো বেশি হাইওয়ে বাড়াতে গিয়ে বন উজাড় করলে পরিবেশ দূষণ এবং কিছু প্রাণির প্রজাতিকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়া হবে৷’’

বিক্ষোভকারীদের ফেলে দেয়া গাছ সরাচ্ছে পুলিশছবি: Kai Pfaffenbach/Reuters

ড্যানেনরোয়েডার বনটি হেসে রাজ্যে অবস্থিত৷ এই বনের গাছ কেটে রাস্তা তৈরির প্রকল্পটি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের সংসদে আলোচনা হয়৷

গাছ কাটা শুরুর একদিন আগে বুধবার জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক এক শীর্ষ সম্মেলন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পরিবেশ সুরক্ষায় বিভিন্ন দেশের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান৷

এনএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ